পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ς ইহাই গাইয়া । আদ্যখণ্ডে কথা ভাই শুন একচিত্তে। খ্রীচৈতন্য অবতীর্ণ হৈল যেন মতে। খ্ৰীকৃষ্ণ চৈতন্য নিত্যনিন্দ চাদ জান। বৃন্দাবন দাস তছু পদযুগে গান ইত আদিখণ্ডে স্বত্রবর্ণনং নাম প্রথমোধ্যায়ঃ জয়ং মহাপ্রভু এগের সুন্দর। জয় জগন্নাথ পুত্ৰ মহামহেশ্বর ॥ জয় নিত্যানন্দ গদাধরের জীবন । জয়২ অদ্বৈতাদি ভক্তের শরণ ॥ ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় । শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। পুনঃ ভক্তসঙ্গে প্রভু পদে নমস্কার। স্ফ রুক জি হবায়ে গৌরচন্দ্র অবতার ॥ জয়২ খ্রীকরুণাসিন্ধু গৌরচন্দ্র। জয় জয় গ্রসেবা বিগ্রহ নিত্যানন্দ । অবিজ্ঞাত দুই ভাই আর যত ভক্ত । তথাপি রূপায় তত্ত্ব করেন সুব্যক্ত ॥ ব্রহ্মাদির স্ফূৰ্ত্তি হয় কৃষ্ণের রূপায় । সর্বশাস্ত্রে বেদে ভাগবতে এই গায়। তথাহি খ্ৰীভাগবতে ॥ প্রচোদিত যেন পুরসিরস্বতী বিতন্নতা যস্যসতীং স্মৃতীং হৃদি। স্বলক্ষণ প্রাচুরভূৎ কিলাস্যতঃ সমেঋষীণ মৃষভঃ প্ৰসীদতাং । * ॥ পূৰ্ব্বে ব্রহ্মা জন্মিলেন নাভিপদ্ম হইতে । তথাপিও শক্তি নাহি কিছুই দেখি তে। তবে যবে সৰ্ব্বভাবে লইলা শরণ। তবে প্রভু কৃপায়ে দিলেন দরশন। তবে কৃষ্ণ কৃপায়ে স্ফুরিলা সরস্বতী। তবে সে জানিলা সব অবতার স্থিতি ॥ হেন কৃষ্ণচন্দ্রের দুজ্ঞের অবতার। র্তার শক্তি বিনা কার শক্তি জ। নিবার ॥ অচিন্ত্য অগম্য কৃষ্ণ অবতীর লীলা । সেই ব্ৰহ্মা ভাগবতে আ পনি বলিলা ॥ * ॥ তথাহি দশম স্কন্ধে । কোবেত্তিভূমন ভগবন পরা ত্মন যোগেশ্বরোতী ভবত স্ত্রিলোক্যাং । কৃহে কথং বা কতি বা কদেতি বিস্তার য়ন ক্রীড়সি যোগমায়াং । * । কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার। কার শ ক্তি আছে তত্ত্ব জানিতে তাহার। অথাপি শ্ৰীগীতায়ে শ্ৰীভাগবতে কয়। তাছ; লিখি যেনিমিত্ত অবতার হয় । * । তথাহি ঐগীতায়াং যদাযদাহি ধৰ্ম্মসা গ্র নির্ভবতি ভারত। অভুত্থান মধৰ্ম্মস্য তদাত্মানং স্বজামহং তত্রৈব। পরি ত্ৰাণায় সাধুনাং বিনাশায় চ দুস্কতাং ধৰ্ম্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগেযুগে । * । ধৰ্ম্ম পরাভব হয় যেখনে যেখনে । অধৰ্ম্মের প্রবলতা বাঢ়ে দিনেই ৷ সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে। ব্ৰহ্মাদি প্রভুর পায় করে নিবেদনে। তবে প্রভু যুগ ধৰ্ম্ম স্থাপন করিতে। সাঙ্গোপাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে ৷ কলিযুগে ধৰ্ম্ম হরি নাম সংকীৰ্ত্তন। তদৰ্থেই অবতীর্ণ ঐশচীনন্দন। এই কহে ভাগবতে সৰ্ব্বতত্ত্ব সার। কীৰ্ত্তন নিমিত্তে গৌরচন্দ্র অবতার। তথাহি একাদশস্কন্ধে । ইতি দ্বীপ র উৰ্ব্বীশ স্তবন্তি জগদীশ্বরং । নানা তন্ত্র বিধানেন কলাবপি তথাশুনু ॥ রুক বৰ্ণং ত্বিষাকৃষ্ণং সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদং । যজ্ঞৈঃ সংকীৰ্ত্তন প্রায়ৈ র্যজন্তিহি সুমেধসঃ ॥* কলিযুগে সৰ্ব্বধৰ্ম্ম হরিসংকীৰ্ত্তন। সব প্রকাশিলেন চৈতন্য নারায়ণ কলিযুগে সংকীৰ্ত্তন ধৰ্ম্ম পালিবারে। অবতীর্ণ হৈলা প্রভু সৰ্ব্বপরি করে। প্রভুর অজ্ঞায়