পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 মধ্যমখণ্ড সদায়। সকল বৈষ্ণবে প্ৰভু দেখি একে একে। ভাবাবেশে পূৰ্ব্ব নাম ধরি ধরি ডাকে। হলধর শিব শুক নারদ প্ৰহলাদ । রমা অঙ্গ উদ্ধব বলিয়া করে নাদ ॥ এইমত সভা দেখি নানামত বোলে। যেবা যেই বস্তু তাহ প্রকাশয়ে ছলে । অপৰূপ কৃষ্ণাবেশ অপৰূপ মৃত্য। আনন্দে নয়ন ভরি দেখে সব ভূত্য । পূৰ্ব্বে যেই সাম্ভাইল বাড়ির ভিতরে। সেই মাত্র দেখে অন্য প্রবেশিতে নারে । প্রভুর আজ্ঞাতে দৃঢ় লাগিয়াছে দ্বার। প্রবেশিতে নারে অন্যজন নদীয়ার। ধাইয়া আইসে লোক কীৰ্ত্তন শুনিয়া । প্রবেশিতে নারে কহে দ্বারেতে রহিয়া ॥ সহস্র২ লোক কলরব করে। কীৰ্ত্তন দেখিব বাট যুচাহ ছয়ারে। যতেক বৈষ্ণব সব কীৰ্ত্তনের রসে। নাজানে আপন দেহ অন্য বোল কিসে ॥ যতেক পাষণ্ডী সব না পাইয়। দ্বার। বাহিরে থাকিয়া মন্দ বলয়ে অপার ॥ কেহ বলে এগুলা সকল মাগি খায়। চিনিলে পাইবে লাজ দ্বার না ঘুচায়। কেহ বলে সত্য সত্য এই ষে উত্তর । নহিলে কেমতে ডাকে এ অষ্টপ্রহর। কেহ বলে আরে ভাই মদিরা অ৷ নিয়া। সভে রাত্রি করি খায় লোক লুকাইয়া। কেহ বলে ভালছিল নিমঞি পণ্ডিত। তার কেনে নারায়ণ কৈল হেন চিত। কেহ বলে হেন বুঝি পূৰ্ব্ব অসং স্কার। কেহ বলে সঙ্গদোষ হইল তাহার ॥ নিয়মিক বাপ নাহি তাতে আছে বাই। এতদিনে সঙ্গদোষে ঠেকিলা নিমাঞি । কেহ বলে পাসরিল সবঅধ্যয়ন। মাসেক না চাহিলে হয় অবৈয়াকরণ । কেহ বলে আরে ভাই সবহেতু পাইল । দ্বার দিয়া কীৰ্ত্তনের সন্ধৰ্ভ জানিল ॥ রাত্রি করি মন্ত্র পড়ি পঞ্চ কন্যা আনে। নান৷ বিধ দ্রব্য আইসে তাসভার সনে ॥ ভক্ষ ভোজ্য গন্ধমাল্য নৈবেদ্য চন্দন। খাই তাসভার সঙ্গে বিবিধ রমণ ॥ ভিন্নলোক দেখিলে না হয় তার সঙ্গ। এতেকে চুয়ার দিয়া করে নানরঙ্গ। কেহ বলে কালিহউ যাইব দিয়ানে। কাকালি বা ন্ধিয়া সব নিব জনে জনে ॥ যে না ছিল রাজ্য দেশে আনিয়া কীৰ্ত্তন । দুর্ভিক্ষ হইল সব গেল চিরন্তন। দেবে হরিলেক বৃষ্টিজানিহ নিশ্চয়। ধান্য মরিগেল কড়ি উৎপন্ন না হয় ৷ থানিয়াতি শ্ৰীবাসার করো কালি কাৰ্য্য। কালি বা কি করে তোর অদ্বৈত আচাৰ্য্য। কোথাহৈতে আসি নিতানন্দ অবধূত। ঐবাসের ঘরে থাকি করে এতৰূপ ৷ এইমতে নানাৰূপে দেখায়েন ভয় । আনন্দে বৈষ্ণব সব কিছু না শুনয় ; কেহ বলে ব্রাহ্মণের নহে নৃত্য ধৰ্ম্ম ৷ পড়িয়াও এগুলা কর য়ে হেন কৰ্ম্ম ॥ কেহ বলে এগুল দেখিতে নাজুয়ায় । এগুলার সম্ভাষে সকল কাৰ্য্য যায় ওমৃত কীৰ্ত্তন যদি ভাল লোক দেখে। সেহ অইমত হয় দেখ পর তেকে ৷ পরম স্ববুদ্ধি ছিল নিমাঞি পণ্ডিত। এগুলার সঙ্গে তার হেন হৈল চিত। কেহ বলে আত্মিা বিনা সাক্ষাৎ করিয়া । ডাকিলে কি কাৰ্য্য হয় নজানি ল ইহা ॥ " আপন শরীর মাঝে আছে নিরঞ্জন। ঘরে হারাইয়া ধন চাহে গিয়া