পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ○○。 বন । কেহ বোলে কোন কার্ষ্য পরেরে চর্চিয় । চল সভে ঘর যাই কিকার্ষ্য র ছিয়া । কেহ বলে না দেখিমু নিজ কৰ্ম্ম দোষে। সে সব সুকুতি তাসভারে দোষী কিসে ৷ সকল পাষণ্ডী তারা এক চাপ হএ । এহে। সেই গণ হেন বলি যায় ধাএa ॥ ও কীৰ্ত্তন নাদেখিলে কি হইবে মন্দ । জন শত বেড়ি যেন করে মহাদ নদ । কোন জপ কোন তপ কোন তত্ব জ্ঞান। তাহ না দেখিয়া করি নিজ কৰ্ম্ম ধ্যান। চালি কলা মুদগ দধি একত্র করিয়া । জাতি নাশ করি খায় একত্র হইয়া পরিহাসে আসি সভে দেখিবার তরে। দেখিয়া পাগল গুলা কোন কৰ্ম্ম করে। এতেক বলিয়া সভে চলিলেন ঘরে । এক যায় আর অসি বাজয়ে চুয়ারে ৷ পাষ গুী পাষণ্ডী ষেই দুই দেখা হয়। গলাগলি করি সব হাসিয়া পড়য় । পুনঃ ধরি লই ষায় যেবা নাহি দেখে। কেইবা নিবৃত্ত হয় কার অনুরোধে ॥ কেহ বলে ভাই এই দেখিল শুনিল। নিনাঞ লইয়া সব পাগল হইল । দুর্দার উঠিয়া আছে ঐবাসের বাড়ি। দুর্গোৎসবে যেন সাড়ি সেই ছড়াছডি ৷ হইহই হায় হায় এইম ত্ৰ শুনি । ইহা সভা হৈতে হৈল অপযশ বাণী ॥ মহা মহা ভট্টাচাৰ্য্য সহস্ৰ এথায় হেন চাঙ্গাইত গুলা বসে নদীয়ায় ৷ শ্ৰীবাস বামনা এই মদীয়ায় হৈতে । ঘর ভাঙ্গি কালি নিয়া পেলাইমু ম্রোতে। ও বামন ঘুচাইলে গ্রামের কুশল। অন্যথা যবনে গ্রাম করিবেক বল ॥ এইমত পাষণ্ডী করয়ে কোলাহল। তথাপিছ সভে মহা মুকুতি সকল । প্রভু সঙ্গে একত্র জন্মিলা এক গ্রামে। দেখিলেক শুনিলেক সেসব বিধানে চৈতন্যের গণ সব মত্ত ক্লঞ্চ রসে । বহির্মুখ ব? ক্য কিছু কর্ণেনা প্রবেশে । জয় কৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালী। অহনির্শ গায় সভে চই কুতুহলী অহৰ্নিশ ভক্ত সঙ্গে নাচে বিশ্বম্ভর। শান্তি নাহি কারো সব সত্য কলে বর। বৎসরেক নাম মাত্র কত যুগ গেল। চৈতন্য আনন্দে সব কিছু না জানিল যেন মহা রাস ক্রীড়া কত যুগ গেল। তলাৰ্বেক হেন সব গোপিকা মানিল ৷ এই মত অচিন্ত্য ক্লষ্ণের পরকাশ । ইহা জানে ভাগ্যবস্ত চৈতন্যের দাস ॥ একমতে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর । নিশি অবশেষ মাত্র এক প্রহর ॥ সালগ্রামশীল সব নিজ কোলে করি। উঠিলা চৈতন্য চন্দ্ৰ খট্টার উপরি ॥ মড়২ করে থষ্ট্র রিশ্বম্ভর ভরে । আথে ব্যথে নিত্যানন্দ খট্টা স্পর্শ করে ॥ অনন্তের অধিষ্ঠান হইল খটায়। না ভাঙ্গিল খট্ট দোলে ঐগৌরাঙ্গ রায় ॥ চৈতন্য আজ্ঞায় স্থির হইল কীৰ্ত্তন। ক হে আপনার তত্ব করিয়া গজ্জন ৷ কলি যুগে মুঞি কৃষ্ণ মুঞি নারায়ণ । মুঞি সেই ভগবান দেবকী নন্দন ॥ অনন্ত ব্ৰহ্মাণ্ড কোটি মাঝে মুঞি নাথ। যত গায় সেই মুঞি তোরা মোর দাস ॥ তোসভার লাগিয়া আমার অবতার। তোরা যেই দেচ সেই আহার অামার। আমারে যে দিয়া আছ সব উপহার। শ্ৰীবাস বলেন প্রভু সকল তোমার। প্রভু বোলে মুঞি ইহ খাইব সকল। অদ্বৈত বোলয়ে প্র