পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు:R মধ্যমথগু গিয়া । থোড় কলা মুল খোলা আনেন কিনিয়া। প্রতিদিন চারি দণ্ড কলহ করিয়া । তবে সে কিনয়ে দ্রব্য অন্ধ মুলাদিয়া। সত্যবাদী ঐধর যা লইব তাহ বোলে। অদ্ধ মূলদিয়া প্ৰভু নিজ হস্তে তোলে। উঠিয়া ঐধর দাস করে কড়াকাড়ী। এইমত ঐধর ঠাকুরে হুড়াহুড়ি। প্ৰভু বোলে কেনে ভাই ঐধর তপস্বী। অনেক তো মার অর্থ আছে হেনবাসী। আমার হাথের দ্রব্য লহ যে কাড়িয়া। এতদিন কে আমি না জানিস ইহা । পরমব্রহ্মণ্য শ্ৰীধর ক্রুদ্ধ নহে। বদন দেখিয়া সৰ্ব্ব দ্রব্য কা ড়ি লয়ে। মদনমোহন ৰূপ গৌরাঙ্গ সুন্দর। ললাটে তিলক শোভে উদ্ধ মনে হর। ত্রিকচ্ছ বসন শোভে কুটিল কুন্তল। প্রকৃতি নয়ন দুই পরম চঞ্চল। শুক্ল যজ্ঞস্বত্র শোভে বেড়িয়া শরীর। স্বক্ষৰূপ অনন্ত যে হেন কলেবর। অধরে তাফুল হাসে ঐধরে চাহিয়া । আরবার খোলা লয় আপনে তুলিয়। ঐধর বলেন শুন ব্রা ক্ষণঠাকুর। ক্ষমাকর মোরে মুঞি তোমার কুকুর। প্ৰভু বোলে জানি তুমি পরম চ তুর। খোলা বেচ অর্থ তোমার আছয়ে প্রচুর । আর কি পসার নাহি বলয়ে ঐধ রে। অল্প কড়িদিয়া তথা আন পাত খোলে। প্ৰভু বোলে যোগানিয়া আমি নাহি ছাড়ি । থোড় কলা দিয়া মোরে ভূমিলহু কৌড়ি । ৰূপ দেখি মুগ্ধ হইয়া ঐধর ষে হাসে । গালিপাডে বিশ্বম্ভর পরম সন্তোষে ॥ প্রত্যহ গঙ্গারে দ্রব্য দেহত কিনিয়া । আমারেবা কিছু দিলে মুলাতে ছাড়িয়া যে গঙ্গা পূজহ তুমি আমি তান পিতা । স ত্য২ তোমারে কহিল এই কথা । কৰ্ণ ধরি শ্ৰীধর শ্ৰীবিষ্ণু বিষ্ণু বোলে। উদ্ধত দেখি য়৷ তানে দেই পাত খোলে ॥ এইমত প্রতিদিন করেন কন্দল ৷ শ্ৰীধরের জ্ঞানে বি প্র পরম চঞ্চল। শ্ৰীধর বলেন মুঞি হরিনু তোমারে । কড়ি বিনু কিছু দিমু ক্ষমহ আমারে। এক খণ্ড খোলা দিমু এক খণ্ড থোড় । এক খণ্ড কলামুল অার দোষ মোর ৷ প্ৰভু বোলে ভাল ভাল আর নাহি দায়। ত্রধরের খোলে প্রভু প্ৰ ত্যহ অন্ন খায়। কোটি হৈলে অভক্তের উলটি না চায়। ভক্তের পদার্থ প্ৰভু হেনমতে খায়। এই লীলা করিব চৈতন্য হেন আছে। ইহার সে কারণে শ্ৰীধ রে খোলা বেচে । এইলীল। লাগুয়া স্ত্রধরেবেচে খোলা। কে বুঝিতে পারে বিষ্ণু বৈষ্ণবের লীলা। বিনি প্ৰভু জানাইলে কেহ নাহি জানে। সেই কথা প্ৰভু কর ইল সঙরণে ॥ প্রভু বোলে ঐধর দেখহ ৰূপ মোর। অষ্ট সিদ্ধি দাস আজি করি দেঙ তোর । মাথা তুলি চাহে মহাপুরুষ শ্ৰীধর। তমাল শ্বামল দেখে সেই বিশ্ব ভর। হাতে বংশী মোহন দক্ষিণে বলরাম। মহ। জ্যোতিৰ্ম্ময় সব দেখে বিদ্য মান। কমল৷ তামুল দেয় হন্তের উপরে। পঞ্চমুখ চতুর্মুখ আগে স্তুতি করে। মহাফণে ছত্র দেখে শিবের উপরে। সনক নারদ শুক দেখে জোড করে । প্রকৃ তি স্বৰূপ সব জোড় হস্ত করি। স্তুতি করে চতুর্দিকে পরম সুন্দরী। দেখিব৷ মাত্র ঐধর হইলা মুরছিত। সেইমত দুলিয়া পড়িল পৃথিবীত ৷ উঠ২ ঐধর প্রভুর