পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՀ - মধ্যমখণ্ড উত্তর । মুকুন্দের ভক্তি মোর বড় প্রিয়ঙ্করী। যথা গাও তুমি তথা আমি অব ভরী। তুমি ষত কহিলে সকল সত্য হয়। ভক্তি বিনু আমারে দেখিলেও কিছু নয়। এই তোরে সত্য কহে বড় প্রিয় ভুঞি। বেদ মুখে বলিয়াছে। যত কিছু মুঞি ॥ যে যে কৰ্ম্ম কৈলে হয় যে যে দিব্য গতি। তাহ যুচাইতে নারে ক। হার শকতি । মুঞি পারে সকল অন্যথা করিবারে। সৰ্ব্ব বিধি উপর মোহর অধিকারে । মুঞি সত্য করিয়াছে আপনার মুখে । মোর ভক্তি বিনাকোন কাৰ্য্য নহে সুখে। ভক্তি নামানিলে হয় মোর মৰ্ম্ম দুঃখ। মোর দুঃখে যুচেতার দর শন সুখ ॥ রজকেহ দেখিল মাগিল তারঠাঞি । তথাপি বঞ্চিত হৈল যাতে প্রেমনা ঞি ॥ আমা দেখিবারে সেই কত তপকৈল । কতকোটি দেহ সেই রজকে ছাড়িল । পাইলেক মহাভাগ্যে মোর দরশনে। নাপাইল সুখ ভক্তি শুন্যের কারণে । মোরসেবকের ঠাঞি যার অপরাধ। মোর দরশনমুখ তার হয় বাদ ॥ ভক্ত স্থানে অপরাধ কৈলে ঘুচে ভক্তি। ভক্তির অভাবে ঘুচে দরশন শক্তি ॥ যতেক কহিলা তুমি সবমোর কথা । তোমার মুখেবা কেন আসিব অন্যথা । ভক্তি বিলাইমু মুঞি বলিল তোমারে । আগে প্রেম ভক্তি দিল তোর কণ্ঠস্বরে। ষত দেখ আছে মোর বৈষ্ণব মণ্ডল । শুনিল তোমার গান দ্রবিল সকল । আমার যেমত তুমি বল্লভ একান্ত । এইমত ইউ তোরে সকল মহান্ত ॥ যেখানে২ হয় মোর অবতার। তথায় গায়ন তুমি হইহ আমার । মুকুন্দের প্রতি যদি বরদান হৈল । মহাজয় জয় স্বনি তখনি হইল। হরি বোল হরি বোল জয় জগন্নাথ । হরি বলি নিবেদয়ে সভে তুলি হাত। মুকুন্দের স্তুতি বর শুনয়ে যেইজন। সেহে৷ মুকুন্দের সঙ্গে হইৰ গায়ন । এসব চৈতন্য কথা বেদের নিগুঢ়। ইহাতে ন গায় সুখ যত সব মুঢ় ॥ শুনিলে এসব কথ। যার হয় সুখ । অবশ্ব দেখিব সেই চৈত ন্যের মুখ ৷ এইমত যত যত বৈষ্ণব মণ্ডল। সেই কৈল স্তুতি বর পাইল সকল । ঐবাস পণ্ডিত অতি মহা মহোদার। অতএব তান গৃহে এসব ব্যভার । যার যেন মত ইষ্ট প্রভু আপনার । সেই দেখে বিশ্বস্তুর সেই অবতার। মহা মহা পরকাশ ইহারে সে বলি। এইমত করে গৌরচন্দ্র কুতূহলী ৷ এইমত দিনে দিনে প্রভুর প্রকাশ। সপত্নীকে চৈতন্যের দেখে যত দাস। বৈষ্ণবের রুপা হয় হয় তার দাস । সেই সে দেখিতে পায় এসব বিলাস । সেই নবদ্বীপে আর কত কত অাছে। তপস্বী সন্ন্যাসী জ্ঞানি যোগী মাঝে মাঝে। যাবৎকাল গীত৷ ভাগবত কেহো পঢ়ে। কেহোব পঢ়ায় স্বধৰ্ম্মেতে নাহি নডে ॥ কেহো কেহো পরি শ্রম কেহো নাহি লয়। বৃথা অকুমার ধৰ্ম্মে শরীর শোষয় । সেইখানে হেন বৈকু ণ্ঠের সুখ হৈল । বৃথা অভিমানি একোজন নাদেখিল ৷ শাস্ত্ৰ পঢ়িয়াও কেহো তাহা না জানিল । ঐবাসের দাস দাসী যাহারে দেখিল মুরারি গুপ্তের দাসে