পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্য ভাগবত । సి ভট্টাচার্য্য সনে কক্ষ করে। নানাদেশ হৈতে লোক নবদ্বীপে যায়। নবদ্বীপে পড়ি লোক বিদ্যারস পায়। অতএব পড়ুয়ার নাহি সমুচ্চয় ৷ লক্ষকোটি অধ্যাপক নাহি ক নির্ণয়। রম দৃষ্টিপাতে সৰ্ব্বলোক সুখে বসে । ব্যর্থকাল যায় মাত্র ব্যবহার রসে। কৃষ্ণনাম ভক্তিশূন্য সকল সংসার। প্রথম কলিতে হৈল ভবিষ্য আচার ॥ ধৰ্ম্ম কৰ্ম্ম লোক সবে এইমাত্র জানে। মঙ্গলচণ্ডীর গীতে করে জাগরণে। দম্ভ করি বিষহরি পূজে কোনজন। পাতুলী করয়ে কেহো দিয়া বহুধন ॥ ধন নষ্টকরে পুত্র কন্যার বিবায়। এইমত জগতের ব্যর্থ কাল যায়। যেবা ভট্টাচাৰ্য চক্রবর্তী মিশ্র সব । তারাও না জানে সব গ্রন্থ অনুভব । শাস্ত্র পড়াইয়া সভে এইমাত্র করে। শোতার সহিতে যম পাশে ডুবিমরে । নাবাখানে যুগ ধৰ্ম্ম ক্লফের কীৰ্ত্তন । দোষ বহি গুণ কেহো নাকরে কথন । যেবাসব বিরক্ত তপস্বী অভিমানী । তাস ভার মুখেও নাহিক হরি ধূনি । অতিবড় স্বরুতি যে স্নানের সময় । গোবিন্দ পুণ্ড রীকাক্ষ নাম উচ্চারয় ॥ গীত৷ ভাগবতে যে যে জনে বা পড়ায় । ভক্তির ব্যখ্যান নাহি তাহার জিহায় ৷ এইমত বিষ্ণুমায়ায় মোহিত সংসার। দেখি ভক্তসব দুঃখ ভাবেন অপার। কেমতে এসব জীব পাইবে উদ্ধার। বিষম বিষয় সুখে মজিল সংসার ৷ বলিলেও কেহো নাহি লয় কৃষ্ণনা । নিরবধি বিদ্যাকুল কারণ বা থ্যান ॥ স্বকাৰ্য্য করেন সব ভাগবতগণ। কৃষ্ণপূজা গঙ্গাসুান ক্লষ্ণের কথন ॥ সভে মিলি জগতেরে করে আশীৰ্ব্বাদ। শীঘ্ৰ কৃষ্ণচন্দ্র করু সভারে প্রসাদ। সেই নব দ্বীপে বৈসে বৈষ্ণবfগ্রগণ্য। অদ্বৈত আচার্য্য নাম সৰ্ব্বলোক ধন্য। জ্ঞৗন ভক্তি বৈরাগ্যের গুরু মুখ্যতর । কৃষ্ণভক্তি বাখানিতে যে হেন শঙ্কর ৷ ত্রিভুবনে আছে যত শাস্ত্রের প্রচার। সৰ্ব্বত্র বাখানে কৃষ্ণপদ ভক্তিসার ॥ তুলসীমুঞ্জরীর সহিত গঙ্গাজলে । নিরবধি সেবে কৃষ্ণ মহাকুতুহলে। হুঙ্কার করয়ে ক্লষ্ণ অাবে শের তেজে। সেন্ধনি ব্রহ্মাণ্ডভেদি বৈকুণ্ঠেতে বাজে ॥ যেপ্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ। ভক্তিবশে আপনেসে হইলা সাক্ষাৎ ৷ অতএব অদ্বৈতবৈষ্ণব অগ্র গণ্য। নিখিল ব্রহ্মাণ্ডে যার ভক্তিযোগ ধন্য ৷ এইমত অদ্বৈত বৈসেন নদীয়ায় । ভক্তিযোগ শুন্য লোক দেখি দুঃখ পায়। সকল সংসার মত্ত ব্যবহার রসে। রুষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারে নাহি বীসে ' বাস্থলী পুজয়ে কেহো নানা উপহারে । ম দমাংস দিয়া কেছে৷ যক্ষপূজা করে। নিরবধি মৃত্যগীত বাদ্য কুতুহলে , ন শুনে কৃষ্ণের নাম পরম মঙ্গলে ॥ কৃষ্ণে শুন্য মঙ্গলে দেবের নাহি সুখ । বিশেষে অদ্বৈত বড় পায় মনে দুঃখ ॥ স্বভাবে অদ্বৈত বড় করুণা হৃদয় । জীবের উদ্ধার চিন্তে হইয়া সদয় ॥ মোর প্রভু আসি যদি করে অবতার। তবে হয় এসকল জী বের উদ্ধার। তবে ঐঅদ্বৈত সিংহ আমার বড়াঞি বৈকুণ্ঠ বল্লভ যদি দেখাণ্ড এথাই। আনিয়া বৈকুণ্ঠনাথ সাক্ষাত করিয়া। নাচিব গাইব সৰ্ব্বজাব উদ্ধারিয়া ।

  • ۔.rس صفضل عمصضمیمی مبہم،.می. ۔