পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতন্যভাগবত । අ ථ যে প্রসাদ পাইল । কেহো মাধী মুণ্ডাইয় তাহ না দেখিল ॥ ধনে গুণে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পাই । কেবল ভক্তির বশ চৈতন্য গোসাঞি । সেই নবদ্বীপে হেন প্রকাশ হইল। যত ভট্টাচাৰ্য্য একো জন না দেখিল দুষ্কৃতির সরোবরে কভু কল নহে। এমত প্রকাশে কি বঞ্চিত জীব হয়ে । এসব লীলার কভু নাহি পরি চ্ছেদ। আবির্ভাব তিরোভাব এই কহে বেদ । অদ্যাপিহ চৈতন্য এসব লীলা করে যখনে যাহারে করে দৃষ্টি অধিকারে ৷ সেই দেখে আর দেখিবারে শক্তি নাই । নিরন্তর ক্রীড়া করে চৈতন্য গোসাঞি ॥ যে মন্ত্রেতে যে বৈষ্ণব ইষ্ট ধ্যান করে । সেই মুক্তি দেখায় ঠাকুর বিশ্বম্ভরে। দেখাইয়া আপনে শিখায় সভাকারে । এস কল কথা ভাই শুনে পাছে আরে ॥ জন্ম ২ তোমরা পাইলা মোর সঙ্গ । তোমা সভীর ভূত্যেহে৷ দেখিব মোর রঙ্গ ॥ আপন গলার মালা দিল সভাকারে । চৰ্ব্বি ত তাম্বল আজ্ঞা হইল সঙ্গরে ৷ মহানন্দে খান্ন সভে হরষিত হৈয় । কোটি চন্দ্র শারদ মুখের দ্রব্য পাঞ ভোজনের অবশেষ যতেক আছিল। নারায়ণী পুণ্যবতী তাহ। সে পাইল ॥ শ্রীবাসের ভ্রাতৃ সুত বালিকা অজ্ঞান । তাহারে ভোজন শেষ প্রভু করে দান। পরম আনন্দে খায় প্রভুর প্রসাদ। সকল বৈষ্ণব তারে করে আশীৰ্ব্বাদ ॥ ধন্যই এই সে সেবিল নারায়ণ । বালিকা স্বভাবে ধন্য ইহার জীবন ॥ খাইলে প্রভুর আজ্ঞা হয়ে নারায়ণী ; ফ্লনের পরমানন্দে কান্দ দেখি তুমি ৷ হেন প্রভু চৈতন্যের আজ্ঞার প্রভাব। ক্ল ক্ল বাল কানো অতি ব! লিক স্বভাব ॥ অদ্যাপিহ বৈষ্ণব মণ্ডলে যার স্বনি । চৈতন্যের অবশেষ পাত্র নারায়ণী ॥ যারে যেন আজ্ঞা করে ঠাকুর চৈতন্য । সেই আসি অবিলম্বে হয় উপ সন্ন ॥ এসব বচনে যার নাহিক প্রতীত ! সদ্য অধঃপাত তার জানিহ নিশ্চিত ॥ অদ্বৈতের প্রিয় প্রভু চৈতন্য ঠাকুর । এসে অদ্বৈতের বড় মহিমা প্রচুর । চৈত ন্যের প্রিয়দেহ ঠাকুর নিতাই। এই সে মহিমা তান চরিবেদে গাই । চৈতন্যের ভক্ত হেন নাহি যার নাম। যদি সেবা বস্তু তবে তুণের সমান ॥ নিত্যানন্দ কহে মঞি চৈতন্যের দাস। অহন্নিশি আর প্রভু না করে প্রকাশ ॥ তাহান রুপাতে হয় চৈতন্যেতে রতি। নিত্যানন্দ ভজিলে আপদ নাহি কতি। আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর। এবড় ভরসা চিত্তে ধরিয়ে অন্তর ॥ ধরণী ধরেন্দ্র নিত্যানন্দের চরণ । দেহ প্ৰভু গৌরচন্দ্র আমারে শরণ। বলরাম প্রীতে গাই চৈতন্য চরিত। কর বলরাম প্রভু জগতের হিত। চৈতন্যের দাস বই নিতাই না জানে। চৈ তন্যের দাস্ত নিত্যানন্দ করে দানে ॥ নিত্যানন্দ রূপায়ে সে গৌরচন্দ্র চিনি । নিত্যা নন্দ প্রসাদে ভক্তের তত্ব জানি ॥ সৰ্ব্ব বৈষ্ণবের প্রিয় নিত্যানন্দ রায় । সভে নিত্যান নদ স্থানে ভক্তি পদ পায় ৷ কোনোমতে করে যদি নিত্যানন্দে হেলা । আপনে চৈতন্য বোলে সেই জন গেলা ॥ আদিদেব মহাযোগী ঈশ্বর বৈষ্ণব । মহিমার մթ