পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● り মধ্যমখণ্ড পাশে। তথাপিও তুমি মাত্র সীতার চরণ। ইহাবছি সীতা নাহি দেখিলে কেমন। তোমার সেবনে রাবণের বংশনাশ । সে তোমার বাটী আনি একোন প্রকাশ। যাহার চরণে পূৰ্ব্বে কালিন্দী অাসিয়া । স্তবন করিল মহা প্রভাব দেখিয়া । চতুর্দশ ভুবন পালন শক্তি যার। কাকস্থানে বাটা আনি কি মহত্ব তার। তথাপি তোমা র কার্য অপ নাহি হয়। যেই কর সেইসত্য চরিবেদে কয়। হাসে নিতানন্দ তান শুনিয়া স্তবন। বাল্য ভাবে বোলে মুঞি করিব ভোজন। নিত্যানন্দ দেখিলে তাহার স্তন করে। বাল্যভাবে নিত্যানন্দ স্তন পান করে ৷ এইমত অচিন্ত্য নিত্য নন্দের চরিত্র। আমি কি বলিব সব জগতে বিদিত ॥ করয়ে দুজ্ঞেয় কৰ্ম্ম অলৌ কিক যেন। যে জানয়ে তত্ত্ব সে বসিয়ে সত্য হেন ॥ অহন্নিশ ভাবাবেশ পরম উদ্দাম । সৰ্ব্ব নদীয়ায় বুলে জ্যোতিৰ্ম্ময় ধাম ॥ কিবা যোগি নিত্যানন্দ কিবা তত্ত্ব জ্ঞানী। যাহার যেমত ইচ্ছ না বোলয়ে কেনি ॥ যে সে কেন নিত্যানন্দ চৈতন্যে র নহে। তভোসে চরণ ধন রহুক হৃদয়ে। এত পরিহারেও ষে পাপী নিন্দ করে । তবে নাথি মারে তার শিরের উপরে ৷ এইমতে আছে প্রভু শ্ৰীবাসের ঘরে । নিরবধি আপনে গৌরাঙ্গ রক্ষা করে। একদিন নিজ গৃহে প্রভু বিশ্বস্তুর। বসি আছে লক্ষ্মী সঙ্গে পরম মুন্দর। যোগায় ভুল লক্ষী পরম হরিষে। প্রভুর আন নদ না জানয়ে রাত্রিশেষে ॥ যখন থাকয়ে লক্ষমা সঙ্গে বিশ্বম্ভর । শচীর চিত্তেতে হয় আনন্দ বিস্তর। মায়ের চিত্তের মুখ ঠাকুর জানিয়া ৷ লক্ষীর সঙ্গেতে প্রভু থাকয়ে বসিয়া । হেন কালে নিত্যানন্দ আনন্দ বিহবল ৷ আইলা প্রভুর বাড়ী পরম চঞ্চল। বাল্যভাবে দিগম্বর রহিলা দাণ্ডাইয়া। কাহারে না করে লাজ পরানন্দ পাঞ ৷ প্ৰভু বোলে নিত্যানন্দ কেনে দিগম্বর । নিত্যানন্দ হয় হয় করয়ে উত্তর ৷ প্ৰভু বোলে নি ত্যানন্দ পরহ বসন। নিত্যানন্দ বোলে আজি আমার গমন। প্ৰভু বোলে নিত্যানন্দ ইহ কেনে করি। নিত্যানন্দ বোলে আর খাইতে না পারি। প্রস্তু বোলে এক এড়ি কহ কেনে আর । নিতানন্দ বোলে আমি গেনু দশবার। ক্রুদ্ধ হঞ বোলে প্ৰভু মোর দোষ নাঞি নিত্যানন্দ বোলে প্রভু এথা নাহি আই ॥ প্রভু কহে কৃপা করি পরছ বসন । নিত্যনন্দ বোলে আমি করিব ভোজন ॥ চৈতন্য আবেশে মত্ত নিত্য নন্দ রায়। এক শুনে আর বোলে হাসিয়া বেড়ায়। আপনে উঠিয়া প্রভু পরায়ে বসন । বাহা নাহি হাসে পদ্মাবতীর নন্দন ॥ নিত্যানন্দ চরিত্র দেখিয়া আই হাসে । বিশ্বৰূপ পুত্ৰ হেন মনে মনে বাসে । সেই মত বচন শুনয়ে সব মুখে। মাঝে২ সেইৰূপ আই মাত্র দেখে। কাহারে না কহে আই পুত্রে স্নেহ করে। সমস্নেহ করে নিত্যানন্দ বিশ্বম্ভরে। বাহ পাই নিত্যানন্দ পরিল বসন । সন্দেশ দিলেন আই করিতে ভোজন ॥ আই স্থানে পঞ্চক্ষীর সন্দেশ পাইয়া। খাইয়া বিথারি ফেলে নাচে মত্ত হৈয় । হায়২ বোলে আই কেন ফেলাইলা । নিত্যানন্দ বোলে