পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ケ● মধ্যমখণ্ড ল। অন্যথা করিতে আজ্ঞা করি আছে বল ॥ আজ্ঞা শিরে করি নিত্যানন্দ হরি দাস । সেইক্ষণে চলিলা পথেতে আসি হাস ॥ হেন আজ্ঞ যাহা নিত্যানন্দ শিরে বহে। তাহাতে অপ্রিত যার সে সুবুদ্ধি নহে ॥ করয়ে অদ্বৈত সেবা চৈতন্য ন! মানে। অদ্বৈতেই তাহারে সংহারিব ভাল মনে ॥ আজ্ঞা পাই দুইজন কহে ঘরে ঘরে । বল ক্লষ্ণ গাও কৃষ্ণ ভজহু ক্লফেরে। ক্লষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ সে জী বন। ছেন কৃষ্ণ বল ভাই করি এক মন ৷ এইমত নদীসায় প্রতি ঘরে ঘরে। আথে ব্যথে আসি ভিক্ষা নিমন্ত্রণ করে । নিতানন্দ হরিদাস বলে এই ভিক্ষা । বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা । এই বোল বলি দুইজন চলি যায়। যে হয় সুজন সেই বড় সুখ পায় । অপৰূপ শুনি লোক দুই জন মুখে। নানা জনে নানা কথা কহে নানা সুখে ৷ করিব২ কেহো বলয়ে সন্তোষে । কেহো বলে দুইজন ক্ষিপ্ত মন্ত্র দোষে। যে গুলা চৈতন্য নৃত্যে নাপাইল দ্বার। তার বাডি গেলে মাত্র বলে মার২ ৷ তোমরা পাগল হইলা দুষ্ট সঙ্গ দোষে। আমাসভা পা গল করিতে আইস কিসে। ভব্য২ লোক সব হইল পাগল । নিমাঞি পণ্ডিত নন্ট করিলে সকল । কেহ বলে দুইজন কিবা হয় চোর । ছল করি চর্চিয়া বুল য়ে ঘরঘর । এমত প্রকট কেনে করিব স্বজনে । আরবার আইলে ধরি লইব দেয়ানে ॥ শুনিহ নিত্যানন্দ হরিদাস হাসে । চৈতন্যের অজ্ঞ বলে না পায় তরাসে এইমত ঘরে ঘরে বুলিয়া বুলিয়। প্রতিদিন বিশ্ব স্তুর স্থানে কহে গিয় ॥ এক দিন পথে দেখে তই মাতোয়াল। মহা দস্থ্যপ্রায় দুই মদ্যপ বিশাল । সেই দুই জনার কথা কহিতে তাপার। তারা নাহি করে হেন পাপ নাহি আর ॥ ব্রাহ্মণ হইয়। মদ্য গোমাংস ভক্ষণ । ডাক চুরি পর গৃহ দহে সৰ্ব্বক্ষণ ॥ দিয়ানে নাহিক দেখ। বোলয়ে কোটাল। মদ্যমাংস বিনা আর নাহি যায় কাল। দুইজনে পথে পড়ি গড়াগড়ি যায়। যে যাচারে পায় সেই তাহারে কিলায় । দূরে থাকি পথে লোক সব দেখে রঙ্গ । সেই খানে নিত্যানন্দ হরিদাস সঙ্গ ॥ ক্ষণে দুইজনে প্রীত ক্ষণে ধরে চুলে। চকার বকার শব্দ উচ্চ করি বোলে। নদীয়ার বিপ্রের করিব জাতি নাশ। মদের বিক্ষেপে কারো করয়ে আশ্বাস ॥ সৰ্ব্ব পাপ সেই দুই শরীরে জ ন্মিল। বৈষ্ণবের নিন্দ পাপ সেবে না হইল ॥ অহন্নিশ মদ্যপের সঙ্গে রঙ্গে থ। কে নহিল বৈষ্ণব নিন্দ এইসব পাকে ৷ যে সভায়ে বৈষ্ণবের নিন্দ মাত্র হয় । সৰ্ব্ব ধৰ্ম্ম থাকিলেহ তার হয় ক্ষয় ৷ সন্ন্যাসী সভায় যদি হয় নিন্দ কৰ্ম্ম । মদ্য পের সভা হৈতে সে সভা অধৰ্ম্ম । মদ্যপের নিস্কৃতি আছয়ে কোন কালে। পর চর্চকের গতি নাহি কভে ভালে ॥ শাস্ত্র পড়িয়াও কারো কারো বুদ্ধি নাশ ॥ নি ত্যানন্দ নিন্দ করে যাইবেক নাশ ॥ দুইজনে কিলকিলী গলাগলি করে। নিত্য নন্দ হরিদাস দেখে থাকি দুরে। কোনস্থানে নিত্যানন্দ জিজ্ঞাসে আপনি। কোন