পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ク& মধ্যমখণ্ড দইর ঠাঞি ব্ৰহ্মবধে গোবধে যাহার অন্ত নাঞি তথাপিহ দুইজন কৃষ্ণ২ বলি। নিকটে চলিলা দুই মহা কুতুহলী । শুনিবারে পায় হেন নিকটে থাকিয়। কহয়ে প্রভুর আজ্ঞা ডাকিয় ডাকিয় ॥ বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কহকৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ ॥ তোম। সভা লাগিয়া কৃষ্ণের অবতার। হেনরুষঃ ভজ সব ছাড় অনাচার। ডাকশুনি মাথা তুলি চাহে দুইজনে। মহাক্রোধে যেন জুই অরুণ লোচনে ॥ সন্ন্যাসী আকার দুই মাথা তুলি চাহে। ধর২ ধরবলি ধরি বারে যায়ে। আথেবাথে নিতানন্দ হরিদাস ধায়। রহ২ বলি দুই দম্ব পাছে যায়। ধাইয়া আইসে পাছে তজ্জ গজ করে। মহাভয় পাই দুই প্রভুধায়ে ডরে ॥ লে। ক বলে এখানেই নিষেধ করিল। দুই সন্নাসির আজি সঙ্কট পড়িল। যতেক প। ষণ্ডী সব হাসে মনে মনে। ভণ্ডের উচিত শাস্তি কৈল নারায়ণে ॥ রক্ষ কৃষ্ণ রক্ষ কৃষ্ণ সুব্রাহ্মণ বলে। সেস্থান ছাড়িয় ভয়ে চলিলা সকলে । দুইদস্থ ধার দুই ঠাকু র পলায়। ধরিনুহ বলি নাগালি নাপায় ॥ নিত্যানন্দ বোলে ভাল হৈল বৈষ্ণব আজি যদি প্রাণ রহে তবে পাইশব ॥ হরিদাস বলে যাও তার কেনে বল। তোমার বুদ্ধিতে অপমৃত্যে প্রাণ গেল। মদ্যপেরে কৈলে যেন কৃষ্ণ উপদেশ ৷ অতএব তার শাস্তি প্রাণ অবশেষ । এতবলি ধার প্রভু হাসিয়া হাসিয়া। দুই দম্ব পাছে ধায় গৰ্জ্জিয়া২। দোহার শরীর স্থল নাপারে ধাইতে। তথাপিও ধার দুই মদ৷ প দেপিতে ॥ দুই দলু বলে ভাই কোথারে যাইবা । জগা মাধার ঠাঞি কেমতে এড়াইব ॥ তোমরা নাজান এথা জগা মাধ্য আছে। খানিক রহ উলটিয়া হের দেখ পাছে। ত্রাসে ধায় দুই প্রভু বচন শুনিয়। রক্ষ ফঞ্চ রক্ষ কৃষ্ণ গোবিন্দ বলিয়। হরিদাস বলে আমি নাপারি চলিতে। জানিয়াও আসি আমি চঞ্চল সহিতে ॥ রাখি লেন কৃষ্ণ কাল যবনের ঠাঞি। চঞ্চলের বুদ্ধ্যে আজি পরাণ হারাই । নিতানন্দ বোলে আমি নহি যে চঞ্চল। মনে ভাবি বুঝ প্রভু তোমার বিহবল ৷ ব্রাহ্মণ হইয়। যেন রাজ আজ্ঞা করে। তার বোলে বুলি সব ভ্ৰমি ঘরে ঘরে। কোথাও যে নাহি শুনি সেই আজ্ঞা তার। চোর ঢঙ্গ বহি লোক নাহি বলে আর ॥ না করিলে আজ্ঞা তার সর্বনাশ করে । করিলেও আজ্ঞ। তাঁর এই ফল ধরে। আপন প্রভুর দোষ নাহি জান তুমি । দুইজনে বলিলাম দোষভাগি আমি ৷ হেনমতে দুইজনে আনন্দ কন্দল। দুই দমু ধায় পাছে দেখিয়া বিকল ॥ ধাইয় আইল নিজ ঠাকুরের বাড়ি। মদের বিক্ষেপে দস্থ পাড়ে রড়া রত্নী। দেখা ন পাইয়া দুই মদ্যপ রহিল । শেষে হুড়া ছড়ী দুই জনেই বাজিল ৷ মদ্যের বিক্ষেপে দুই কিছু না জানিল ৷ আছিল বা কোন স্থানে কোথা বা রহিল। কথোক্ষণে দুই প্রভু উল টিয় চায়। কোথাগেল দুই দহ দেখিতে না পায়। স্থিরহই দুইজন কোল। কোলী করে। হাসিয়া চলিলা যথা প্রভু বিশ্বভরে বসিআছে মহাপ্রভু কমল