পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ア3 মধ্যমখণ্ড মহাক্রোধে ধাইয়া আইসে মারিবার। জীবন রক্ষার হেক্ত প্রসাদ তোমার। হাসিয়া অদ্বৈত বোলে কোন চিত্র নহে। মদ্যপের উচিত মদ্যপ সঙ্গ হয়ে ॥ তিন মাতোয়াল সঙ্গ একত্র উচিত। নৈষ্টিক হইয়া কেনে ভমি তার ভীত ॥ নিত্যানন, করিব সকল মাতোয়াল। ইহার চরিত্র মুঞি জানে। ভালে ভাল ॥”এই দেখ তুমি দিন দুই তিন ব্যাজে। সেই দুই মদ্যপ আনিব গোষ্ঠীমাঝে । বলিতে অদ্বৈত হই লেন ক্রোধাবেশ। দিগম্বর হই বোলে অশেষ বিশেষ ॥ শুষিব সকল চৈতন্যের কৃষ্ণ ভক্তি। কেমনে নাচয়ে গায় দেখে তান শক্তি ॥ দেখ কালি সেই দুই মদ্য প আসিয়া। নিম,ই নিতাই দুই নাচিব মিলিয়া ॥ একাকার করিবেক এই দুই জনে। জাতি লঞা তুমি আমি পালাই যতনে ॥ অদ্বৈতের ক্রোধাবেশে হাসে হরি দাস। মদ্যপ উদ্ধার চিত্তে হইল প্রকাশ। অদ্বৈতের বাক্য বুঝে কাহার শকতি বুঝে হরিদাস প্রভু যার এই মতি ॥ এবে পাপী সব অদ্বৈতের পক্ষ চঞ। গদাধর নিন্দা করে মরয়ে পুড়িয়া । যে পাপীষ্ঠ এক বৈষ্ণবের পক্ষ লয়। অন্য বৈষ্ণবেরে নিন্দে সেই যায় ক্ষয় । সেই দুই মদ্যপ বেড়ায় স্থানেই । আইল যে ঘাটে প্রভু করে গঙ্গাস্নানে ॥ দৈবযোগে সেইস্থানে করিলেক থান৷ বেড়াইয়। বুলে সৰ্ব্ব ঠাঞি দেয় হানা । সকল লোকের চিত্তে হইল সশঙ্ক । কিবা বড় কিবা ধনি কিবা মহা রঙ্গ ৷ নিশা হৈলে কেহ নাহি যায় গঙ্গাস্নানে। যদি যায় তবে দশ বিশের গম নে। প্রভুর বাড়ির কাছে থাকে নিশাভাগে। সৰ্ব্ব রাত্রি প্রভুর কীৰ্ত্তন শুনি জাগে ৷ মৃদঙ্গ মন্দির বাজে কীৰ্ত্তনের সঙ্গে। মদ্যের বিক্ষেপে তাহ শুনে নাচে রঙ্গে ॥ দূরে থাকি সব ধনি শুনিবারে পায়। শুনিলেই নাচিয়া অধিক মদ খায়। যখন কীৰ্ত্তন রহে সেহে। দুই রহে । শুনিয়া কীৰ্ত্তন পুন উঠিয়া নাচয়ে । মদ্য পানে বিহল কিছু নাহি জানে। আছিল বা কোথায় আছি বা কোন স্থানে ॥ প্ৰ ভুরে দেখিয়া বলে নিমাঞি পণ্ডিত। করাইলে সংপূর্ণ মঙ্গল চণ্ডীর গীভ। গায়ে ন সব ভাল মুঞি দেখিবারে চাঙ সকল আনিয়া দিব যথা যেই পাঙ ॥ দুজন দেখিয়া প্ৰভু দূরেই যায়। আর পথ দিয়া লোক সভাই পলায় । একদিন নিত্য নন্দ নগর ভ্ৰমিয়া । রাত্রিতে আইসে দুই ধরিল বেড়িয়া ৷ কেরে২ বলি ডাকে জগাই মাধাই। নিত্যানন্দ বলেন প্রভুর বাড়ি যাই। মদ্যের বিক্ষেপে বলে কি বা নাম তোর। নিত্যানন্দ বোলে অবধূত নাম মোর। বাল্যভাবে মহামত্ত নি ত্যানন্দ রায়। মদ্যপের সঙ্গে কথা কহয়ে লীলায় ॥ উদ্ধারিব দুইজন হেন আছে মনে। অতএব নিশাভাগে আইলা সে স্থানে ॥ অবধূত নাম শুনি মাধাই কুপিয়া । মারিল প্রভুর শিরে মুটকী তুলিয়া। ফুটিল মুটকী শিরে রক্ত পড়ে ধারে । নিত্যানন্দ মহাপ্ৰভু গোবিন্দ সঙরে। দয়া হৈল জগাইর রক্ত দেখিয়া থে আরবার মারিতে ধরিল তার হাথে । কেনে হেন করিলে নির্দয় তুমিস্থা।