পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ケ○ মধ্যমর্থ ২৪ নিতাই চরণ ॥ সে চরণ ধরিলে না যাই কভু নাশ । রেবতী জানেন সেই চরণ প্রকাশ। বিশ্বম্ভর বোলে শুন নিত্যনিদ রায় । পড়ল চরণে কৃপা করিতে যুয়ায় । তোমার অঙ্গেতে যেন কৈল রক্তপাত। তুমি সে ক্ষমিতে পার পড়িল তোমাত । নিত্যানন বোলে প্রভু কি বলিব মুঞি বৃক্ষ দ্বারে ক্লপকের সেহ শক্তি তুঞি । কোনো জন্মে থাকে যদি আমার সুরুত। সবদিল মাধtহরে শুনহ নিশ্চিত ॥ মে। র যত অপরাধ কিছু দায় নাই। মায়াছাড় কৃপা কর তোমার মাধাই। বিশ্বম্ভর বোলে যদি ক্ষমিলা সকল। মধাইরে কোল দেহ হউক সফল। প্রভুর আজ্ঞায় কৈল দৃঢ় আলিঙ্গন। মাধাইর হৈল সব বন্ধ বিমোচন ॥ মাধাইর দেহে নিত্য নন্দ প্রবেশিলা। সৰ্ব্বশক্তি সমন্বিত মাধাই হইলা ॥ হেনমতে দুই জন পাইল মোচন। দুই জনে স্তুতি করে দুইর চরণ ॥ প্ৰভু বোলে তোরা আর না করিস পাপ । জগাই মাধ্যই বলে আর নারে বাপ ॥ প্রভু বোলে শুন২ তুমি দুইজন। সত্য আমি এই তোরে করিল মোচন ॥ কোটি২ জন্মে যত আছে পাপ তোর আর যদি না করিস সব দায় মোর ॥ তো দোহার মুখে মুঞি করিব আহার। তোর দেহে হইবেক মোর অবতার। প্রভুর শুনিয়া বাক্য জগাই মাধাই। আ নন্দে মুচ্ছিত হুই পডিলা তথাই। মোহগেল দুই জন আনন্দ সাগরে । বুঝি আজ্ঞাকরিলেন প্রভু বিশ্বম্ভরে। দুইজন তুলিলেহ আমার বাড়িতে। কী র্তন করিব দুই জনের সহিতে ॥ ব্রহ্মার চুল্লভ আজি এদুইরে দিব। এছুইরে জগ তের উত্তম করিব। এছুই পরশে যে করিল গঙ্গাস্নান। এছুইরে বলিবেক গঙ্গার সমান ॥ নিত্যানন্দ প্রতিজ্ঞা অন্যথা নাহি হয়। নিত্যানন্দ ইচ্ছা সভে জানিহ নিশ্চয়। জগাই মাধ্যই সব বৈষ্ণব ধরিয়া। প্রভুর বাডির অভ্যন্তরে গেলা লঞা ॥ আপ্তগণ সাম্ভাইল প্রভুর সহিতে পডিল কপাট কারো শক্তি নাহি যাইতে । বসিলা আসিয়া মহাপ্রভু বিশ্বম্ভর। দুই পাশে শোভে নিত্যানন্দ গদাধর। সমুখে অদ্বৈত বৈসে মহা পাত্র রাজ। চরি দিগে বৈসে সব বৈষ্ণব সমাজ ॥ পুণ্ডরীক বিদ্যানিধি প্রভু হরি দাস। গরুডাই রামাই ঐবাস গঙ্গাদাস। বক্রেশ্বর পণ্ডিত চ ন্দ্রশেখর আচাৰ্য্য। এসব জানয়ে চৈতন্যের সব কাৰ্য্য। অনেক মহান্ত আর চৈতন্য বেডিয়া । আনন্দে ভাষিল জগাই মাধ্যই লইয়া ৷ লোমহর্ষ মহা অশ্রু কম্প সৰ্ব্বগায়। জগাই মাধাই দুই গড়াগডি যায়। কার শক্তি বুঝে চৈতন্যের অভিমত। দুই দম্য কৈল দুই মহা ভাগবত ॥ তপস্বী সন্ন্যাসী করে পরম পা ষণ্ড । এইমত লীলা তান অমৃতের খণ্ড ॥ ইহাতে বিশ্বাস যার সেই কৃষ্ণ পায় । ইথে যার সন্দেহ সে অধঃপাতে যায়। জগাই মাধাই দুই জনে স্তুতিকরে। সভার সহিত শুনে গৌরাঙ্গ সুন্দরে। যুদ্ধ সরস্বতী দুইজনের জিহ্বায়। বসিল চৈতন্য চন্দ্র প্রভুর আজ্ঞায়। নিত্যানন্দ চৈতন্যের প্রকাশ একত্র। দেখিলেন দুইজনে