পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । b" যার যেই তত্য ৷ সেই মতে স্তুতি করে দুই মহাশয়। যে স্তুতি শুনিলে কৃষ্ণ ভক্তি লভ্য হয় ৷ জয়২ মহাপ্রভু জয় বিশ্বম্ভর । জয়ই নিতানন্দ বিশ্বম্ভর ধর । জয়ই নিজ নাম বিনোদ আচার্য্য ৷ জয় নিত্যানন্দ চৈতন্যের সর্ব কাৰ্য্য। জয়২ জগন্নাথ মিশ্রের নন্দন। জয়২ নিত্যানন্দ চৈতন্য শয়ন ৷ জয়২ শচী পুত্র করুণার সিন্ধু । জয়২ নিত্যানন্দ চৈতন্যের বন্ধু ৷ জয় রাজ পণ্ডিত দুহিত। প্ৰাণেশ্বর। জয় নিত্যানন্দ কৃপাময় কলেবর। সেইজয় প্রভু তুমি যত কর কাজ ৷ জয় নিত্যানন্দ চন্দ্র বৈষ্ণবাধি রাজ ৷ জয়ই শঙ্খচক্র গদাপদ্মধর। প্রভুর বিগ্রহ জয় অবধৌত বর ৷ জয়২ অদ্বৈত জীবন গৌরচন্দ্র। জয়২ সহস্ৰ বদন নিত্যানন্দ ৷ জয় গদাধর প্রাণ মুরারি ঈশ্বর। জয় হরি দাস বাসুদেব প্রিয় কর । পাপী উদ্ধারিলে যত নানা অবতারে। পরম অ ভূত যাহা ঘোষয়ে সংসারে। আমি দুই পাতকীর দেখিয়া উদ্ধার। অপত্ব পাইল পূর্ব মহিমা তোমার ॥. অজামিল উদ্ধারের যতেক মহত্ব। আমার উদ্ধা রে সেহে পাইল অপত্ব । সত্য কহি আমি কিছু স্তুতি নাহি করি। উঠিতেই অজামিল মুঞি অধিকারী ॥ কোটি ব্রহ্ম ধরি যদি তোমার নাম লয়। সদ্য মোক্ষ পদ তার বেদে সত্য কয় ॥ হেন নাম অজামিল কৈল উচ্চারণ। তেঞি চিত্র নহে অজামিলের মোচন ॥ বেদ সত্য পালিতে তোমার অবতার। মিথ্য হয় বেদ তবে ন কৈলে উদ্ধার ॥ এবে বুঝি দেখ প্রভু আপনার মনে কতকে। টি অন্তর আমরা দুই জনে ॥ নারায়ণ নাম শুনি অজামিল মুখে । চারি মহাজন আইল সেইজন দেখে ॥ আমি দেখিলাম তোম; রক্ত পাড়ি অঙ্গে । সঙ্গোপাঙ্গে অস্ত্ৰ পারিসদগণ সঙ্গে ॥ গোপ্যকরি রাখিয়াছিল। এসব মহিমা । এবে ব্যক্ত হৈল তোমার মহিমার সীমা ৷ এবে সে হইল বেদ মহিমা বলবন্ত। এবে সে বড়াঞি করি গাইব অনন্ত ॥ এবে সে বিদিত ছৈল গোপ্য গুণ গ্রাম ; নিলক্ষ উদ্ধার প্রভু ইহার সে নাম। যদি বল কংস আদি যত দৈত্যগণ। তাহারাও দ্রোহ করি পাইল মোচন ॥ কতলক্ষ আছে তথি দেখ নিজ মনে । নির স্তর দেখিলেক সে নরেন্দ্রগণে ॥ তোমাসনে যুঝিলেক ক্ষত্রিয়ের ধৰ্ম্মে ॥ ভয়ে তোমা নিরন্তর চিন্তিলেক মৰ্ম্মে । তথাপি নারিল দ্রোহ পাপ এড়া ইতে। পড়িল নরেন্দ্র সব বংশের সহিতে। তোমারে দেখিতে নিজ জীবন ছা ড়িল । তবে কোন মহাজনে তারে পরশিল ॥ আমারে পরশে এবে ভাগবতগণে । ছায়াছুঞি যে জন করিল গঙ্গাস্নানে। সৰ্ব্বমতে প্ৰভু তোর এমহিম বড়। কা হারে ভাণ্ডিবে সভে জানিলেক দৃঢ় ॥ মহাভক্ত গজরাজ কfরল স্তবন। একান্ত শরণ দেখি করিলা মোচন ॥ দৈবে সে উপমা নহে তবে বা পূতনা । অঘ বক আদি মত কেহ নহে সীমা। ছাড়ির সে দেহ তারা গেল দিব্যগভ। বেদে বিনে তাম্বী দেখে কাহার শকতি ॥ যে করিল। এই দুই পাতক শরীরে । সাক্ষাক্তে