পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । సె\రి কারুণ্যের সীমা । নাচয়ে চতুরানন ভক্তি যার প্রানধন লইয়া সকল পরিবার। ক স্যপ কর্দম দক্ষঃ মনুসব মহামুখ্য পাছে নাচে সকল ব্ৰহ্মার ॥ সভে মহা ভাগবত কুষ্ণরসে মহামত্ত সভে করে ভক্তি অধ্যাপন । বেডিয়া ব্ৰহ্মার পাশে কান্দে ছাড়ি দীর্ঘশ্বাসে সঙরিয়া প্রভুর করুণ । দেবঋষি নারদ নাচে রহিয়া ব্রহ্মার পাছে নয়নে বহয়ে প্রেমজল। পাইয়া যশের সীমা কোথবা রহিল বীণ নাজান য়ে আনন্দে বিহ্বল । চৈতন্যের প্রিয় ভূত্য শুক দেব করে নৃত্য ভক্তির মহিমা শুকে জানে। লোটাইয়া পড়ে ধূলী জগাই মাধাই বলি করে বহু দণ্ড পরণামে । নাচে ইন্দ্র সুরেশ্বর মহাবীর বজধয় আপনারে করে অনুতাপ। সহস্র নয়নে ধার অবিরত বহে যার সফল হইল ব্ৰহ্মশাপ ॥ প্রভুর মহিমা দেখি ইন্দ্রদেব বড় মুখী গডীগডী যায় পরবশ। কোথাগেল বজ্রসার কোথায়ে কিরিটা হার ইহারে সে বলি কৃষ্ণরস । চন্দ্র স্থৰ্য্য পবন কুবের বহুি বরুণ নাচে সব যত লোকপাল। সভেই কৃষ্ণে র ভূত্য কৃষ্ণরসে করে নৃত্য দেখিয়া কৃষ্ণের ঠাকুরাল। নাচে সব দেবর্ষে উলসিত মন হর্ষে ছোট বড় ন জানে হরিষে। বড় হয় ঠেলাঠেলীঃ তারা সব কুতুহলীঃ সত্য মুখ কৃষ্ণের আবেশে । নাচে প্ৰভু ভগবানঃ অনন্ত যাহার নামঃ বিনতা নন্দন করি সঙ্গে । সকল বৈষ্ণব রাজ, পালেন যাহার কাজ, আদি দেব সেহ নাচে রঙ্গে । অজভব নারদ, শুক আদি যত দেব, অনন্ত বেড়িয়া সভে নাচে। গৌরচন্দ্র অবতার, ব্ৰহ্ম দৈত্য উদ্ধার, সহস্ৰ বদন গায় মাঝে ॥ কেহ কানেদ কেহ হাসে, দেখি মহা পরকাশে, কেহ মুচ্ছ পায় সেই ঠাঞিরে। কেহ বলে ভাল ভাল, গৌরচন্দ্র ঠাকু রাল, ধন্য পাপী জগাই মধাইরে । নৃত্যগীত কোলাহলে, কৃষ্ণ যশ মঙ্গলে, পূর্ণ হৈল সকল আকাশরে । মহাজয় জয় ধনি, অনন্ত ব্ৰহ্মাণ্ডে শুনি, অমঙ্গল সব হৈল নাশরে । সত্য লোক আদি জিনি, উঠিল মঙ্গল দ্বনি সর্গ মত পুরিয়া পাতালরে। ব্ৰহ্ম দৈত্য উদ্ধার, বহি নাহি শুনি আর, প্রকট গৌরাঙ্গ ঠাকুরালরে। হেন মতে কৃষ্ণ রসে, মহাভাগবত সভে, দেবগণ চলিলেন পুরে। গৌরাঙ্গ চন্দ্রের রস,বিনি আর কোন যশ, কাহার বদনে নাহি ফুরে । জয়২ জগত মঙ্গল গৌরচন্দ্র জয়, সৰ্ব্ব জীব লোক নাথরে। করুণ। যে উদ্ধারিলা, ব্রহ্ম দৈত্য যেন তেন, সভাপ্রতি কর দৃষ্টিপাতরে ৷ জয়২ ঐচৈতন্য সংসার কর ধন্য পতিতপাবন ধন্য বানারে । শ্ৰীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাদ প্রভু বৃন্দাবন দাস তছু পদযুগে গানরে । ইতি মধ্য মখণ্ডে জগাইমাধাই উদ্ধারে দেবনর্ভনং চতুর্দশোহধ্যায়ঃ ১৪ ॥ পঞ্চদশ অধ্যায় ॥

  • :ே

হেনমতে নবদ্বীপে বিশ্বম্ভর রায়। অচিন্ত্য অনন্ত লীলা করয়ে সদায় । এতসব