পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ଗ୍ଯ!? মধ্যমখণ্ড পায় । দশনে ধরিয়া তুণ করয়ে ক্ৰন্দন। কৃঞ্চরে বা পরে তুঞি মোহর জীবন। এমন ক্ৰন্দন করে পাষাণ বিদরে। নিরস্তর দাস্তভাবে প্ৰভু কেলি করে ৷ খণ্ডি লে ঈশ্বর ভাব সভাকার স্থানে। অসৰ্ব্বজ্ঞ হেনপ্রভু জিজ্ঞাসে আপনে ॥ কিছুনি চাঞ্চল্য মুঞি উপাধিক করে। বলিহ মোহরে যেন সেইক্ষণে মরো । কৃষ্ণ মোর প্রাণধন কৃষ্ণ মৌর ধৰ্ম্ম । তোমার মোহর ভাই বন্ধু জন্ম জন্ম ৷ কৃষ্ণ দাস্ত বহি অার নাহি অন্য গতি বুঝিহ মোহর পাছে হয়ে আর মতি ॥ ভয়ে সব বৈষ্ণব করেন সঙ্গোপন। হেন প্রাণ নাহি কারো করিব কথন ॥ এইমত যখনে আপনে আজ্ঞা করে। তখনে সে চরণ স্পশিতে সভে পারে। নিরন্তর দস্তিভাবে বৈষ্ণব দেখিয়া। চরণের ধূলি লয় সন্ত্রমে উঠিয়া। ইহাতে বৈষ্ণবসব দুঃখ পায় মনে। অতএব সভারে করেন আলিঙ্গনে ॥ গুরুবুদ্ধি অদ্বৈতেরে করে নিরন্তর। এতেকে অদ্বৈত পায় দুঃখ বহুতর ॥ আপনেহ সেবিতে সাক্ষাতে নাহি পায়। উলটিয়া আরো প্ৰভু ধরে দুই পায়। ষে চরণ মনেচিন্তে সে হৈল সাক্ষাৎ। অদ্বৈতের ইচ্ছা থাকি সদাই তাহাৎ ৷ সাক্ষাতে না পারে প্রভু করিয়াছে রাগ। তথাপিহ চুরি করে চরণ পরাগ। ভাবাবেশে প্রভু যে সময়ে মুচ্ছ পায়। তখনে অদ্বৈত চরণের পাছে যায়। দণ্ডবৎ হঞা পড়ে চরণের তলে। পাখালে চরণ দুই নয় নের জলে। কখনো বা নিছিয়া পুছিয়া লয় শিরে। কখনো বা ষডঙ্গ বিহিত পূজা করে। এহো কৰ্ম্ম অদ্বৈত করিতে পারে মাত্র। প্রভু করিয়াছে যারে মহা মহা পাত্র। অতএব অদ্বৈত সভার অগ্রগণ্য। সকল বৈষ্ণব বোলে অদ্বৈত সে ধন্য । অদ্বৈত সিংহের এই একান্ত মহিমা । এরহস্য নাহি জানে দুষ্টজন। জন। এক দিন মহাপ্রভু বিশ্বম্ভর নাচে । আনন্দে অদ্বৈত তান বুলে পাছে পাছে। হইল প্রভুর মুচ্ছ অদ্বৈত দেখিয়। লেপিল চরণ ধূলী অঙ্গে লুকাইয়। অশেষ কৌতুক জানে প্ৰভু গৌর রায়। নাচিতেই প্ৰভু সুখ নাহি পায়। প্রভু কহে চিত্তে কেন না বাসো উল্লাস । কার অপরাধে মোর না হয় প্রকাশ ॥ কোন চোরে আ মারে বা করিয়াছে চুরি। সেই অপরাধে আমি নাচিতে না পারি। কেহ জানি লইয়াছে মোর পদধূলী। সত্তে সত্য কহ চিন্তা নাহি আমি বলি। অন্তর্যামি বচন শুনিয়া ভক্তগণ । ভয়ে মৌন সভে কিছু না বোলে বচন ॥ বলিলে অদ্বৈ ত ভয় না বলিলে মরি। বুঝিয়া অদ্বৈত বোলে জোড হস্ত করি । শুন বাপ চোরে যদি সাক্ষাতে ন পায়। তবে তারে আগোচরে লইতে জুয়ার। মুঞি চুরি করি য়াছে মোরে ক্ষম দোষ । আর না করিব যদি তোর অসন্তোষ । অদ্বৈতের বাক্যে মহাক্রদ্ধ বিশ্বম্ভর। অদ্বৈত মহিমা ক্রেধো বোলয়ে বিস্তর। সকল সংসার তুমি করিয়া সংহার। তথাপিও চিত্তে নাহি বাস প্রতিকার। সংহারের অবশেষ রসে আছি আমি। মোরে সংহরিয়া তবে মুখে থাক তুমি তপস্বী সন্ন্যাস}