পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । ᎼᎼ যোগী জ্ঞানী খ্যাতি যার। কাহারে তুমি না কর গুলেতে সংহার। কৃতার্থ হইতে যে আইসে তোমাস্থানে। তাহারে সংহার কর ধরিয়া চরণে। মথুরানিবাস এক পরম বৈষ্ণব । তোমার দেখিতে আইল চরণ ভৈরব ॥ তোমা দেখি কোথা' পাইবেক বিষ্ণুভক্তি। আর সংহারিলে তার চিরন্তন শক্তি। লইয়। চরণস্থল তারে কৈলে ক্ষয়। সংহার করিতে তুমি পরম নির্দয় ॥ অনন্ত ব্ৰহ্মাণ্ডে যত আছে ভক্তি যোগ। সকল তোমারে কৃষ্ণ দিল উপভোগ। তথাপিও ভুমি চুরি কর ক্ষুদ্র স্থানে। ক্ষুদ্র সংহারিতে রূপা নাহি বাস মনে ॥ মহ ডাকাইত তুমি চোরের বড় চোর। তুমি সে করিলা চুরি প্রেম সুখ মোর। এইমত ছলে কহে মুসত্য বচন। শুনিয়া আনন্দে ভাসে তাগবত গণ ॥ তুমি সে করিলা চুরি আমি কি না পারি। হের দেখ চোরের উপরে করে চুরি। এত বলি অদ্বৈতেরে আপনে ধরিয়া। লোটায়ে চরণ ধূলী হাসিয়া হাসিয়৷ মহাবলী গৌরসিংহ অদ্বৈত না পারে। অদ্বৈত চরণ প্রভু ঘষে নিজ শিরে। চরণ ধরিয়া বক্ষে অদ্বৈতেরে বোলে। হের দেখ চোর বান্ধিলাম নিজ কোলে ॥ করিতে থাকয়ে চুরি চোর শতবার। বারেকে গৃহস্থ সব করয়ে উদ্ধার। অদ্বৈত বোলয়ে সত্য কহিল। আপনি । তুমি সে গৃহস্থ আমি কিছুই না জানি। প্রাণ বুদ্ধি মন দেহ সকল তোমার। কে রাখিবে প্রভু তুমি করিতে সংহার। হরিষের দাতা তুমি তুমি দেহ তাপ। তুমি শাস্তি করিলে রাখিবে কার বাপ ॥ নারদাদি যায় প্রভু দ্বারকা নগরে। তোমার চরণ ধন প্রাণ দেখিবারে। তুমি তাসভার লও চরণের ধুলী। সেসব কিকরে প্রভু সেই আমি বলি। আপনার সে বক আপনে যবে খাও ! কি করিব সেবক অপনে ভাবি চাও ॥ কিদায় চরণ ধুলী সেরহুক পাছে। কাটিতে তোমার আজ্ঞা কোন জন আছে ৷ তবে যে এমত কর নহে ঠাকুরালী। আমার সংহার হয় তুমি কুতূহলী। তোমার সে দেহ তুমি রাখ বা সংহার। যে তোমার ইচ্ছা প্রভু তাহি তুমি কর। বিশ্বম্ভর বোলে তুমি ভুক্তির ভাণ্ডারী। এতেক তোমার চরণের সেবা করি । তোমার চরণ খুলী সৰ্ব্বাঙ্গে লেপিলে। ভাসয়ে পুরুষ কৃষ্ণ প্রেম রস জলে। বিনা তুমি দিলে ভক্তি কেহো নাহি পায়। তোমার সে আমি হেনজানো সৰ্ব্বথায় । তুমি আম যথা বেচ তথাই বিকাই। এই সত্য কহিলাম তোমার সে ঠাঞি অদ্বৈতের প্রতি দেখি রূপার বৈভব। অপূৰ্ব্ব চিন্তয়ে মনে সকল বৈষ্ণৰ। সত্য সেবিলেন প্রভু এ মহা পুরুষে। কোটি মোক্ষ তুল্য নহে এ রূপার লেশে । কদাচিৎ এ প্রসাদ শঙ্করে সে পায় । যাহা করে অদ্বৈতেরে ঐগৌরাঙ্গ রায় । আমরাও ভাগ্যবন্ত হেন ভক্ত স ঞ্জে। এ উত্তের পদ ধূলী লৈব সৰ্ব্ব অঙ্গে হেন ভক্ত অদ্বৈতেরে বলিতে হরি ষে । পাপী সব দুঃখপায় নিজ কৰ্ম্ম দোষে। সে কালে যে হৈল কথা সেই সত্যহয়