পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> : రి - মধ্যমখণ্ড - নামানে বৈষ্ণব বাক্য সেই যায় ক্ষয় । হরিবোল বলি উঠে প্ৰভু বিশ্বম্ভর। চতু দিগে বেড়ি সব গায় অনুচর। অদ্বৈত আচাৰ্য্য মহা আনন্দে বিহ্বল। মহামত্ত হৈল সেই পাসরি সকল ॥ তজ্জে গজ্জে আচাৰ্য্য দাড়িতে দিয়া হাত । করিয়া নাচে শান্তিপুর নাথ ! জয় কৃষ্ণ গোপাল গোবিন্দ বনমালি অহন্নিশ গায় সভে হই কুতুহলী। নিত্যানন্দ মহাপ্ৰভু পরম বিহ্বল। তথাপি চৈতন্য নৃত্য পরম কুশল৷ সাবধানে চতুর্দিগে দুই হন্ত তুলি। পড়িতে চৈতন্য ধরি রছে মহাবলী। অশেষ আবেশে নাচে শ্ৰীগৌরাঙ্গ রায়। তাহা ৰর্ণিবীর শক্তি কোন বা জিহ্বায়। সরস্বতী সহিত আপনে বলরাম। সেই সে ঠাকুর গায় পুরি মন স্কাম ॥ ক্ষণে২ মুচ্ছ হয় ক্ষণে ক্ষণে কম্প । ক্ষণে তৃণ লয় করে ক্ষণে মহাদম্ভ ক্ষণে হাস ক্ষণে শ্বাস ক্ষণে বা বিরস। এইমত প্রভুর আবেশে পরকাশ। বীরাসন করিয়া ঠাকুর ক্ষণে বসে। মহা অট্ট২ করি মাঝেমাঝে হাসে। ভাগ অনুৰূপ কৃপা করয়ে সভারে। ডুবিল বৈষ্ণব সব আনন্দ সাগরে ৷ সমুখে দেখয়ে শুক্লাম্বর ব্রহ্মচারী। অনুগ্রহ করে তারে গৌরাঙ্গ শ্ৰীহরি ॥ সেই শুক্লাম্বরের শুনহ কিছ কথা। নবদ্বীপে বসতি প্রভুর জন্ম যথা। পরম মুধৰ্ম্মে রত পরম সুশান্ত । টি নিতে না পারে কেহ পরম মহান্ত । নবদ্বীপে ঘরে ঘরে বুলি লঞ্চ কান্ধে। ভিক্ষা করি অহন্নিশ কৃষ্ণ বলি কানে ॥ ভিখারী করিয়া জ্ঞান লোক নাহি চিনে। দারি দ্রের অবধি করয়ে ভিক্ষাটনে। ভিক্ষা করি দিবসে যে কিছু ভিক্ষা পায়। কৃষ্ণের নৈবেদ্য করি শেষে তবে খায় ৷ কৃষ্ণানন্দ প্রসাদে দারিদ্র নাহি জানে। বেড়ায় বলিয়া কৃষ্ণ সকল ভবনে ॥ চৈতন্যের কৃপামাত্র কে চিনিতে পারে। যখনে চৈ তন্য অনুগ্রহ করে যারে। পূর্বে যেন আছিল দারিদ্র দামোদর । সেইমত শুক্লাম্বর বিষ্ণুভক্তিধর। সেইমত কৃপাও করিলা বিশ্বম্ভর। যে রহে চৈতন্য মৃত্যে বাড়ির ভিতর ॥ বুলি কান্ধে করি বিপ্র নাচে মহারঙ্গে। দেখি হাসে প্রভু সৰ্ব্ব বৈষ্ণবের সঙ্গে বসিয়া আছয়ে প্রভু ঈশ্বর আবেশে । বুলি কান্ধে শুক্লাম্বর নাচে কান্দে হাসে। শুক্লাম্বর দেখিয় গৌরাঙ্গ কৃপাময় । আইস২ করি প্রভু বোলয়ে সদায় ॥ দারিদ্র সেবক মোর তমি জন্ম জন্ম। আমারে সকল দিয়া তুমি ভিক্ষু ধৰ্ম্ম । আমিহ তোমার দ্রব্য অনুক্ষণ চাহি । তুমি লা দিলেও আমি বল করি খাই । দ্বারকার মাঝে খুদ কাঢ়ি খাইল তোর। পাসরিশ কমল ধরিল হস্ত মোর। এতবলি হস্ত দিল বুলির ভিতর মুষ্টিং তণ্ডল চিবায়ে বি শ্বম্ভর। শুক্লম্বর বলে প্ৰভু কৈলে সৰ্ব্বনাশ ও তণ্ডুলে খুদ্রকোন বহুত প্রকাশ প্রভু বলে তোর খুদ্রকোন মুঞি খাণ্ড । অভক্তের অমৃত উলটি নাহি চাঙ স্বতন্ত্র পরমানন্দ ভক্তের জীবন। চিবায় তণ্ডুল কে করিবে নিৰায়ণ । প্রভুর কারুণ্য দেখি সৰ্ব্বভক্তগণ শিরে হাত দিয়া সভে করেন ক্ৰন্দন ॥ নাজানি কে কোনদি