পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2eR মধ্যমখণ্ড তোমারে রাজার আজ্ঞা আইসে ত্বরিত। লুকাইয়া নিশাভাগে করহ কীৰ্ত্তন। দেখি তে ন পায় লোক শাপে অনুক্ষণ ॥ মিথ্যানহে লোক বাক্য সংপ্রতি ফলিল। সুহৃদ জ্ঞানে সে কথা তোমারে কহিল। প্ৰভু বোলে অস্তু অস্তু এসব বচন। মোর ইচ্ছা আছে করে রাজ দরশন ॥ পডিমু সকল শাস্ত্ৰ অলপ বয়সে। শিশু জ্ঞান করি মোরে কেহ না জিজ্ঞাসে । মোরে খোজে হেন জন কোথাও না পাওঁ । যে রাজন মোরে খোজে মুঞি তাহা চাঙ। পাষণ্ডী বোলয়ে রাজা চাহিব কীৰ্ত্তন না করে পাষণ্ডীত্ব চর্চ রাজা সে যবন । তুর্ণজ্ঞান পাষণ্ডীরে ঠাকুর না করে আইলেন মহাপ্রভু আপন মন্দিরে। প্ৰভু বোলে আজি হৈল প্ৰাষণ্ডী সম্ভাষ। কীৰ্ত্ত ন করহ সব দুঃখ যাউ নাশ ॥ মৃত্য করে মহাপ্ৰভু বৈকুণ্ঠ ঈশ্বর। চতুর্দিগে বেডি গায় সব অনুচর ॥ রহিয়া২ বোলে অারে ভাই সব । আজি মোর কেনে নহে প্রেম অনুভব । নগরে হইল কিবা পাষণ্ড সম্ভাষ । এইবা কারণে নহে প্রেম পরকাশ ॥ তুমি সব স্থানে ৰ৷ হইল অবজান। অপরাধ ক্ষমিয়া রাখহ মোর প্রাণ মহাপাত্র অদ্বৈত ক্রকুট করি নাচে। কেমতে হইব প্রেম অদ্বৈত শুষিয়াছে। মুঞি নাহি পঙি প্রেম না পায় শ্ৰীবাস। তিলি মালি সনে কর প্রেমের বিলাস। অবধূত তোমার প্রেমের হৈল দাস । আমি সে বাহির আরপণ্ডিত শ্ৰীবাস ॥ আমি সব নছিলাম প্রেম অধিকারী। অবধুত আজি আশি হইল ভাণ্ডারী। যদি মোরে প্রেম যোগ না দেহ গোসাঞি। শুষিমে সকল প্রেম মোর দোষ নাঞি চৈতন্যের প্রেমে মত্ত আচাৰ্য্য গোসাঞি। কি বোলয়ে কিকরয়ে কিছু স্মৃতি নাঞি সৰ্ব্বমতে কৃষ্ণ ভক্ত মহিমা বাড়ায় । ভক্তগণে যথা বেচে তথাই বিকায় ৷ ষে ভক্তি প্রভাবে কৃষ্ণ বেচিবারে পারে। যে সে বাক্য বলিবেক কি চিত্র তা হারে ॥ নানাৰূপে ভক্ত বাড়ায়েন গৌরচন্দ্র কে বুঝিতেপারে তান অনুগ্রহ দণ্ড । ঠাকুর বিষাদে ন পাইয়া প্রেমসুখ। হাথে তালিদিয়া নাচে অদ্বৈত কৌতুক। অদ্বৈতের বাক্যশুনি প্ৰ ভু বিশ্বম্ভর। প্রভু আরকিছু না করিলা প্রত্যুত্তর। সেইমতে নড়দিয়া ঘুচাইলা দ্বার। পাছে ধায় নিত্যানন্দ হরি দাস তার। প্রেম শূন্য শরীর খুইয়া কিবা কাজ। চি স্তিয় পড়িল৷ প্রভু জাহ্নবীর মাঝ ॥ ঝাপ দিয়া ঠাকুর পড়িলা গঙ্গামাঝে। নিত্য নন্দ হরি দাস ঝাপ দিল পাছে ॥ আথে ব্যথে নিত্যানন্দ ধরিলেন কেশে। চরণ যুগল ধরে প্রভু হরিদাসে। দুই জনে ধরিয়া তুলিলা লঞা তীরে। প্ৰভু বোলে তোমরাহ ধরিলে কিসেরে ॥ কি কাজে রাখিব প্রেম রহিত জীবন । কিসের বা তোমর ধরিলে দুই জন ॥ দুইজনে মহাকল্প আজি কিবা ফলে নিত্যানন দিগচাহি গৌরচন্দ্র বোলে। তুমি কেনে আমার ধরিলা কেশ ভারে। নিত্য নন্দ কহে কেন যাহ মরিবারে। প্ৰভু বোলে জানি তুমি পরম বিহ্বল। দিত্য নন্দ বোলে প্রভু ক্ষমহ সকল । যার শাস্তি করিবারে পার সর্বমতে। তা