পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ आॉभj २७ ক শ্রুপ হস্তে যজ্ঞে আপনে করিয়া । সভারে লয়াও যজ্ঞ যজ্ঞিক হইয়া ৷ দিব) মেঘ খাম বর্ণ হইয়া দ্বাপরে। পূজা ধৰ্ম্ম বুঝাও আপনে ঘরে ঘরে। পীতবাস শ্ৰীবৎসাদি নিজ চিহ্ন ধরি। পূজা কর মহারাজ ৰূপে অবতার। কলিযুগে বিপ্ৰৰ পে ধরি পীতবর্ণ। বুঝাইবে বেদগোপ্য সংকীৰ্ত্তন ধৰ্ম্ম কতেকবা তোমার কৰ্ম্ম অনন্ত প্রকার। কার শক্তি আছে তাহ সংখ্যা করিবার। মৎস্য ৰূপে তুমি জল প্ৰলয় বিহার। কুৰ্ম্ম ৰূপে তুমি সৰ্ব্ব জীবের আধার। হয়গ্ৰীব ৰূপে কর বেদের উদ্ধার। আদি দৈত্য দুই মধুকৈটভ সংহার। প্রবরাহ ৰূপে কর পৃথিবী উদ্ধার। নরসিংহে ৰূপে কর হিরণ্য বিদার। বলি ছল অপূৰ্ব্ব বামন ৰূপ হই। পরশুরা ম ৰূপে কর নিঃক্ষত্রিয় মহী । রামচন্দ্ৰ ৰূপে কর রাবণ সংহার। হলধর ৰূপে কর অনন্ত বিহার। বৌদ্ধ ৰূপে দয়া ধৰ্ম্ম করহ প্রকাশ । কলিক ৰূপে কর ম্লেচ্ছ গণের বিনাশ ॥ ধন্বন্তরি ৰূপে কর অমৃত প্রদান । হংস ৰূপে ব্ৰহ্মাদিরে কহ তত্ত্ব জ্ঞান ৷ শ্ৰীনারদ ৰূপে বীণা ধরি কর গান। ব্যাস ৰূপে কর নিজ তত্ত্বের ব্যাখ্যান সৰ্ব্ব লীলা লাবন্য বৈদগ্ধী করি সঙ্গে। ক্লষ্ণৰূপে গোকুলে বিহর ভূমি রঙ্গে । এই অবতীরে ভাগবত ৰূপ ধরি। কীৰ্ত্তন করিব সৰ্ব্ব শক্তি পরচারি হরি সংকীৰ্ত্তনে পূর্ণ হৈব সংসার। ঘরেই হৈব প্রেম ভক্তির প্রচার। কি হইব পৃথিবীর আনন্দ প্রকাশ। তুমি নৃত্য করব। মিলিয়৷ সৰ্ব্বদাস । যে তোমার পাদপদ্ম ধ্যা নে নৃত্য করে। তাসভার প্রভাবেই অমঙ্গল হরে ৷ পদতলে খণ্ডে পৃথিবীর অমঙ্গল । দৃষ্টি মাত্রে দশদিগ হয় মুনিৰ্ম্মল ৷ বাহু তুলি নাচিতে স্বর্গের বিমুনশি। হেন যশ হেন নৃত্য হেন তার দাস । তথাহি পদ্মপুরাণে ॥ পদ্ধ্যাং ভূমের্দিশে দৃগৃভাং দোর্ভ্যাঞ্চামঙ্গলংদিবঃ । বহুধোৎসর্য্যিতেরাজন কৃষ্ণ ভক্তস্ত নৃততঃ । সে প্রভু আপনে তুমি সাক্ষাত হইয়া । করিব কীৰ্ত্তন প্রেমভক্ত গে। ষ্ঠীলএা। এমহিমা প্রভুর বলিবে কার শক্তি ! তুমি বোলাইবে বেদগোপ্য বিষ্ণু ভক্তি ॥ মুক্তি দিয়া যে ভক্তি রাখহ গোপ্য করি। আমি সব যে নিমিত্তে অভি লাষ করি ॥ জগতের প্রভু দিবা তুমি হেন ধন। তোমার রূপায় মাত্র পাবে যে সে জন ॥ যে তোমার নামে প্রভু সৰ্ব্ব যজ্ঞপূর্ণ। সে তুমি হইলা নবদ্বীপে অব তীর্ণ । এই কৃপা কর প্রভু হইয়া সদয়। যেন আমাসভার দেখিতে ভাগ্য হয় । এতদিনে গঙ্গার পূরিল মনোরথ । তুমি ক্রীড়া করিব যে চির অভিমত। যে তোমারে যোগেশ্বর সব দেখে ধ্যানে। সে তুমি বিদিত হৈলা নবদ্বীপ গ্রামে । ন বদ্বীপ প্রতিও থাকুক নমস্কার। শচী জগন্নাথ গৃহে যথা অবতার। এই মত ব্ৰহ্মাদি দেবতা প্রতিদিনে। গুপ্তেরহি ঈশ্বরের করেন স্তবনে ॥ শচীগর্তে বৈসে সৰ্ব্ব ভুবনের বাস। ফাল্গুণ পূর্ণিমা আসি হইল প্রকাশ ৷ অনন্ত ব্ৰহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল। সেই পূর্ণিমায় আসি মিলিল সকল । সংকীৰ্ত্তন সহিতে প্রভুর অব