পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত •న প্রসাদে কেহো বাহা নাহি জানে। হরি২ বলি কানে বৈষ্ণব মণ্ডল । সৰ্ব্বগণে হইল আনন্দ কোলাহল । চৌদিগে শুনিয়ে কৃষ্ণ প্রেমের ক্ৰন্দন। গোপিকার বেশে নাচে মাধমনন্দন ॥ হেনই সময়ে সৰ্ব্বপ্রভু বিশ্বম্ভর। প্রবেশ করিলা আদ্য শক্তি বেশধর। আগে নিত্যানন্দ প্রভু বড়াইর বেশে। বঙ্ক২ করি হাটে প্রেম রসে ভাসে ॥ মণ্ডলী হইয়। সৰ্ব্ব বৈষ্ণব রহিল ৷ জয়২ মহাদ্বনি করিতে লাগিল৷ কেহ নারে চিনিতে ঠাকুর কিশ্বম্ভর । হেন অলক্ষিত বেশ অতি মনোহর। নিত্য। নন্দ মহাপ্রভু প্রভুর বড়াই। তার পাছে প্রভু আর কিছু চিহ্ন নাই। অতএব সভে চিনিলেন প্রভু এই। বেশে কেহো চিনিতে না পারে প্রভু সেই । সিন্ধু হৈতে প্রত্যক্ষ কি হইলা কমলা। রঘুসিংহ গৃহিণী কি জানকী আইল ॥ কিবা মহালক্ষী কিবা আইলা পাৰ্ব্বতী। কিবা বৃন্দাবনের সম্পত্তি মূৰ্ত্তিমতী ॥ কিবা ভাগীরথী কিবা ৰূপবতী দয়া । কিবা সেই মহেশ মোহিনী মহামায়৷ এইমতে অন্যোন্যে সৰ্ব্ব জনে জনে। নাচিনিয়া প্রভুরে আপনে মোহ মানে ॥ আজন্ম ভরিয়া প্ৰভু দেখয়ে যাহার। তথাপি লখিতে নারে তিলাৰ্বেকে তারা ৷ অন্যের কি দায় আইন পারে চিনিতে আই বোলে লক্ষী কিন অাইলা নাচিতে । অচিন্ত্য অব্যক্ত কিবা মহাযোগেশ্বরী ভকতি স্বৰূপাহৈল আপনে শ্ৰীহরি ॥ মহামহেশ্বর পূর্ব যেৰূপ দেখিয়। মহামোহ পাইলেন পাৰ্ব্বতী লইয়। তবে যে নহিল মোহ বৈষ্ণব সভার । পূর্ব অনুগ্রহ আছে এই হেতু তার ৷ কৃপা জলনিধি প্রভু হইলা সভারে। সভার জননী ভাব হইল অন্তরে ৷ পরলোক হৈতে যেন আইলা জননী ॥ আনন্দে নন্দন সব অপন না জানি ৷ এইমত অদ্বৈতাদি প্রভুরে দেখিয়া । কৃষ্ণপ্রেম সিন্ধু মাঝে বুলেন ভাসিয় ॥ জগত জননী ভাবে নাচে বিশ্বস্তর। সময় উচিত গীত গায় অনুচর হেন দড়াইতে কেহো নারে কোন জন । কোন প্রকৃতির ভাবে নাচে নারায়ণ কখনো বোলয়ে বিপ্র কৃষ্ণ কি আইলা। তখন বুঝয়ে যেন বিদর্ভের বালা নয়নে আনন্দ ধারা দেখিয়ে যখন। মূৰ্ত্তিমতী গঙ্গা যেন দেখিয়ে তখন ॥ ভাবাবেশে যখন বা অট্ট২ হাসে। মহাচণ্ডী হেন সভে বুঝিয়ে প্রকাশে ॥ ঢলিয়া২ প্রভু নাচয়ে যখনে ৷ সাক্ষাত রেবতী যেন কাদম্বরী পানে ॥ ক্ষণে বোলে চল বড়াই যাই বৃন্দাবনে। গোকুল সুন্দরী ভাব বুঝিয়া তখনে ॥ বিরাসনে ক্ষণে প্রভু বসে ধ্যান করি। সভে দেখে যেন মহা কোটি যোগেশ্বরী ॥ অনন্ত ব্ৰহ্মাণ্ডে যত নিজ শক্তি আছে। সকল প্রকাশে প্রভু রুক্সিনীর কাছে ৷ ব্যপদেশে মহা প্রভু শি খায় সভারে। পাছে মোর শক্তি কোন জন নিন্দ করে ৷ লৌকিক বৈদিক যত কিছু কৃষ্ণ শক্তি । সভার সম্মানে হয় কৃষ্ণে দৃঢ় ভক্তি ॥ দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ, গণ সহ কৃষ্ণ পূজা করিলে সে সুখ ॥ যে শিখায় কৃষ্ণচন্দ্র সেই সত্য হয় । অভাগ্য পাপীষ্ঠমতি তাহ নাহি লয় ৷ সৰ্ব্ব শক্তি স্বৰূপে নাচয়ে