পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । SNෆ তার। গ্রহণের ছলে তাছা করিলা প্রচার । ঈশ্বরের কৰ্ম্ম বুঝিবার শক্তি কায়। চন্দ্র আচ্ছাদিল রাহু ঈশ্বর ইচ্ছায় ৷ সৰ্ব্ব নবদ্বীপে দেখে হইল গ্রহণ। উঠিল মঙ্গলধুনি শ্ৰীহরি কীৰ্ত্তন। অনন্ত অৰ্ব্ব দলোক গঙ্গাস্নানে যায়। হরবোল হরি বোল বলি সভে ধায়। হেন হরিধূনি হৈল সৰ্ব্বনদীয়ায়। ব্ৰহ্মাণ্ড পূরিয়া ধূনি স্থান নাছি পায় ৷ অপূৰ্ব্ব শুনিয়া সব ভাগবতগণ। সতে বলে নিরন্তর হউক গ্র হণ সভেবলে আজিবড় বাসি যে উল্লাস । হেন বুঝি কিবা কৃষ্ণ করিলা প্রকাশ। গ জান্নানে চলিলা সকল ভক্তগণ । নিরবধি চতুদিগে হরিসংকীৰ্ত্তন। কিবা শিশু বৃদ্ধ নারী সজ্জন দুজ্জন। সভে হরি২ বোলে দেখিয়া গ্রহণ ৷ হরিবোল২ এই সবে শুনি । সকল ব্রহ্মাণ্ড ব্যাপিলেক হরিধনি ৷ চতুর্দিগে পুষ্পবৃষ্টি করে দেবগণ। জয় শব্দ দুন্দুভি বাজয়ে অনুক্ষণ ॥ হেনই সময়ে সৰ্ব্ব জগত জীবন। অবতীর্ণ হই লেন শ্ৰীশচীনন্দন ॥ ধানশ্রীঃ । রাহুকরলইন্দু, প্রকাশ নামসিন্ধু, কলি মর্দন বা ন্ধেবান ৷ পহু ভেল পরকাশ, ভুবন চতুর্দশ, জয়জয় পড়িল ঘোষণা ॥ হোমাই দেখত গৌরচন্দ্র । নদীয়ার লোক, শোক সব নাশন, দিনে২ বাঢ়য়ে আনন্দ। ধ ॥ ছন্দুভি বাজে, শতশঙ্খ বাজে, বাজে বেণু বিশান। ঐচৈতন্য নিত্যানন্দ, মোর প্র ভুর সানন্দ, বৃন্দাবন দাস রসগান ! * । জিনয়া রবিকর, শ্ৰীঅঙ্গ সুন্দর, নয়নে হেরই না পারি। আরত লোচন, ঈষত বঙ্কিম, উপমা নাহিক বিচারি। আজু বি জয়ে গৌরাঙ্গ, অবনি মগুলে. চৌদিগে শুনিয়ে উল্লাস I এক হরিধনি, আব্রহ্ম ভরি শুনি, গৌরাঙ্গচাঁদের পরকাশ ॥ চন্দনে উজ্জ্বল প্রবক্ষ পরিসর, দোলনি তৈ চ্ছেবনমাল । চাদমুশীতল, শ্ৰীমুখমণ্ডল, আজানু বাহু বিশাল ॥ দেখিয়া চৈতন্য, ভুবনে ধন্যধন্য, জয় জয় উঠয়ে নাদ । কোই নাচত, কোই গায়ত, কলি হইল৷ হরিষ বিষাদ ॥ চরিবেদ শির, মুকুট চৈতন্য, পরম মুঢ় নাহি জানে। শ্রীচৈতন্য নিতাই ঠাকুর বৃন্দাবন, দাস রসগানে ॥ * । পঠমঞ্জরী রাগঃ। প্রকাশ হইল৷ গৌরচন্দ্র । দিনেই বাড়য়ে আনন্দ ৷ ৰূপকোটি মদন জিনিয়া । হাসে নিজ কীৰ্ত্তন শুনিয়া । অতি সুমধুর মুখ আঁখি মহারাজ চিন্তু সব দেখি ॥ ঐচরণে দ্বজবজ শোভে। সব মহারাজ চিন্তু সব দেখি। ত্রচরণে দ্বজবজ শোভে। সব অঙ্গে জগমন লোভে। দুরগেল সকল আপদ। ব্যক্ত হৈলা সভার সম্পদ ৷ শ্ৰীচৈ তন্য নিত্যামন্দ চন্দি জান । বৃন্দাবন দাস রসগান ॥ * ॥ মঙ্গল নটরাগঃ ॥ চৈ তন্য অবতার শুনিয়া দেবগণ সকল উঠিল মঙ্গলরে। সকল তীপহর ক্রমুখচন্দ্র দেখি আনন্দে হইল বিহবলরে। অনন্ত ব্ৰহ্মা শিব অদিকরি যতদেব সভেই নর ৰূপ ধরিরে । গায়েন হরি হরি গ্রহণ ছলকরি লখিতে কেহ নাহি পারিরে ৷ দশ দিগে ধায় লোক নদীয়ায় বলিয়। উচ্চ হরি হরিরে। মানুষ দেবেমেলি একুঠাঞি ৰুণুকলি আনন্দে নবদ্বীপ পুরীরে। শচীর অঙ্গনে সকল দেবগণে প্রণাম হইয়া