পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

338 মধ্যমখণ্ড মণ্ডপ এ জানহ কার বাস| নিত্যানন্দ বোলে প্ৰভু সন্ন্যাসী আলয়। প্ৰভু বোলে তবে দেখি যদি ভাগ্য হয়। হাসি গেলা দুই প্রভু সন্ন্যাসীর স্থানে। বিশ্ব ম্ভর করিলেন ন্যাসীরে প্রণামে ৷ দেখিয়া মোহন মূৰ্ত্তি দ্বিজের নন্দনে। সৰ্ব্বাঙ্গে সুন্দরন্ধপ প্রফুল্ল বদনে ॥ সন্তোষে সন্ন্যাসী করে বহু আশীৰ্ব্বাদ। ধন বংশ কুৰি বাহ হউ বিদ্যলাভ ৷ প্ৰভু বলে গোসাঞি এনহে আশীৰ্ব্বাদ। হেনবল তোরে হউ কৃষ্ণের প্রসাদ । বিষ্ণুভক্তি আশীৰ্ব্বাদ অক্ষয় অব্যয়। যে বলিলা গোসাঞি তোমার যোগ্য নয়। হাসিয়া গোসাঞি বলে পূর্বে যে শুনিল। সাক্ষাতে তাহার আজি নিদান পাইল ॥ ভাল বলিতেই লোক ঠেঙ্গালএ3 ধায় । এবিপ্ৰ পুত্রের সেই মত ব্যবসায়। ধন বর দিল আমি পরম সন্তোষে। কোথা গেল উপকার আরো অামা দোষে । সন্ন্যাসী বোলয়ে শুন ব্রাহ্মাণ কুমার। কেন তুমি আশীৰ্ব্বাদ নিদিলে আমার । পৃথিবীতে জন্মিয় যে ন কৈল বিলাস। উত্তম কামিনী যার না হইল পাশ। যার ধন নাহি তার জীবনে কি কাজ। হেন ধন বর দিতে পাও তুমি লাজ ৷ হইলে বা বিষ্ণু ভক্তি তোমার শরীরে । ধন বিনা কি পাইবা তাহা কহ মোরে। হাসে প্রভু সন্ন্যাসীর বচন শুনিয়া। ঐছন্ত দিলেন নিজ কপালে তুলিয়া । ব্যপদেশে মহাপ্ৰভু সভারে শিখায় । ভক্তি বিনা কেই যেন কিছুই নাচায়। শুন শুন গোসাঞি সন্ন্যাসী যে খাইব। নিজ কৰ্ম্মে যে আছে সে আপনে মিলব ॥ ধনবংশ নিমিত্ত সংসার কামা করে । বলতার ধন বংশ তবে কেন মরে ॥ জ্বরের নিমিত্ত কেহে কামলা না করে । তবে কেন জ্বর আসি পীড়য়ে শরীরে। শুন২ গোসাঞি ইহার হেতু কৰ্ম্ম । কোনো মহা পুরুতে সে জানে এই মৰ্ম্ম ৷ বেদেও বুঝায় স্বর্গ বোলে জনা জনা । মুখ প্রতি হয় সেহে! বেদের করুণ। বিষয় সুখেতে বড লোকের সন্তোষ। চিত্ত বুঝি কহে বেদ বেদের কি দোষ ॥ ধন পুত্র পাই গঙ্গ। স্নানে হরি নামে। শুনিয়া চলয়ে সব বেদের কারণে ॥ যে যে মতে গঙ্গাস্নান হরি নাম নৈলে । দ্রব্যের প্রভাবে ভক্তি ক্ষই বেক হেলে। এই বেদ প্রভিপ্রায় মুখ নাহি বুঝে। ক্লষ্ণ ভক্তি ছাডিয়! বিষয় সুখে মজে ॥ ভাল মন্দ বিচারিয়া বুঝহ গোসাঞি। কৃষ্ণভক্তি ব্যতিরিক্ত আর বর নাঞি ॥ সন্ন্যাসীর পক্ষে শিক্ষা গুরু ভগবান । ভক্তিযোগ কহে বেদ করিয়া প্রমাণ ॥ যে কহে চৈতন্য চন্দ্র সেই সত্য হয়। পরনিন্দে পাপে জীব তাহ নাহি লয়। হাসয়ে সন্ন্যাসী শুনি প্রভুর বচন। এবুঝি পাগল বিপ্ৰ মন্ত্রের কারণ ॥ হেন বুঝি এইবা সন্ন্যাসী বুদ্ধি দিয়া । লইষায় ব্রাহ্মণ কুমার ভু লাইয়া ৷ সন্ন্যাসী বলয়ে হেনকাল সে হইল। শিশুর অগ্ৰেতে আমি কিছু না জানিল । আমি করিলাম পৃথিবীর পর্য্যোটন। অযোধ্যা মঞ্চর মায়া বদরিকা শ্রম । গুজরাট কাশী গয়া বিজয়ী নগরী। সিংহল গেলাম আমি যত আছে পুরী ॥ "r R