পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2>:ు - মধ্যমখও চড়িয়া। কেনে গেল বিশ্বৰূপ ক্ষের লঙ্ঘিয় । ভক্তি হীন হইলে এমত বুদ্ধি হয়। নিন্দকের পুজা শিব কম্ভে নাহি লয় ৷ কাশীতে যে শিব নিন্দে সে শিবের দণ্ড । শিব অপরাধে বিষ্ণু নহে তার বন্দ্য। সভার করিব গৌর সুন্দর উদ্ধার। ব্যতি রিক্ত বৈষ্ণবমিন্দক তুরাচার। মদ্যপের ঘরে কৈল স্নান ভোজন। নিন্দক বেদান্তি না পাইল দরশন। চৈতন্যের দণ্ডে যার না জন্মিল ভয় । জন্মে২ সেই জীব যমদণ্ড্য হয়। অজভব অনন্ত কমলা সৰ্ব্ব মাত । সভার শ্ৰীমুখে নিরন্তর যার কথা । হেন গৌরচন্দ্র যশে যার নহে মতি। ব্যর্থ তার সন্ন্যাস বেদান্ত পাঠে রতি। ছেন মতে দুই প্রভু আপন আনন্দে। মুখে ভাসি চলিলেন জাহ্নবী তরঙ্গে। মহাপ্ৰভু নিরবধি করয়ে হুঙ্কার। মুঞি সেই মুঞি সেই বোলে বার বার। মোহরে আনিল নাড়া শয়ন ভাঙ্গিয় । এখনে বাথানে জ্ঞান ভক্তি লুকাইয়। তার শাস্তি করে আজ দেখ পরতেকে। কেমতে দেখুক আজি জ্ঞান যোগ রাখে। তজ্জে গজ্জে মহাপ্ৰভু গঙ্গা শ্রোতে ভাসে। মৌন হই নিত্যানন্দ মনে২ হাসে । দুই প্রভু ভাসি যায় গঙ্গার উপরে। অনন্ত মুকুন্দ যেন ক্ষীরোদ সাগরে ৷ ভক্তি যোগ প্রভাবে অদ্বৈত মহাবল। বুঝিলেন চিত্তে মোর হইবেক ফল । আইসে ঠাকুর ক্রোধে অদ্বৈত জানিয় । জ্ঞান যোগ বাখানে অধিক মত্ত হইয়া । চৈতন্য ভক্তের কে বুঝিতে পারে লীল। গঙ্গা পথে দুই প্রভু আসিয়া মিলিল ॥ ক্রোধ মুখ বিশ্বম্ভর নিত্যা নন্দ সঙ্গে। দেখয়ে অদ্বৈত দোলে জ্ঞানানন্দ রঙ্গে ॥ প্রভু দেখি হরিদাস দণ্ডবৎ হয়। অচ্যুত প্রণাম করে অদ্বৈত তনয় । অদ্বৈত গৃহিণী মনে মনে নমস্করে দেখিয়া প্রভুর মুৰ্ত্তি চিন্তিত অন্তরে । বিশ্বম্ভর তেজ যেন কোটি স্বৰ্য্যময়। দেখি য়া সভার চিত্তে উপজিল ভয় । ক্রোধ মুখে বোলে প্রভু আরে২ নাঢ়া । বল দেখি জ্ঞান ভুক্তি দুইতে কে বাড়া । অদ্বৈত বোলয়ে সৰ্ব্ব কাল বড় জ্ঞান। জ্ঞান যার নাহি তার ভক্তিতে কি কাম । জ্ঞান বড় অদ্বৈতের শুনিয়া বচন। ক্রোধে বাহা পাসরিল শচীর নন্দন। পিড়াহৈতে অদ্বৈতেরে ধরিয়া আনিয়। স্বহস্তে কীলায় প্রভু উঠানে পাড়িয়া । অদ্বৈত গৃহিণী পতিব্ৰতা জগন্মাতা। সৰ্ব্বতত্ব জানিয়াও কর য়ে ব্যগ্রতা । বুঢ়াবিপ্ৰ বুড়াবিপ্র রাখ২ প্রাণ। কাহার শিক্ষায় এত কর অপমান এডুবুড়া বামনেরে আর কি করিব । কোন কিছু হৈলে এডাইতে না পারিবা পতিব্ৰত। বাক্য শুনি নিত্যানন্দ হাসে । ভয়ে কৃষ্ণ সঙরয়ে প্রভু হরিদাসে । ক্রোধে প্রভু পতিব্ৰতা বাক্য নাহি শুনে। তজ্জে গজ্জে অদ্বৈতেরে সদম্ভ বচনে শুইয়া আছিনু ক্ষীর সাগরের মাঝে । আরে নাডা নিদ্রাভঙ্গ মোর তোর কাজে ভক্তি প্রকাশিলি ভুঞি আমারে আনিয়া। এৰে বাখানিস জ্ঞান ভক্তি লুকাইয়া যদি লুকাইবি ভক্তি তোর চিত্তে আছে। তবে মোরে প্রকাশ করিলি কোন কাজে তোমার সঙ্কল্প মুঞি না করে। অন্যথা । তুমি মোরে বিড়ম্বন করহ সৰ্ব্বথা । অদ্বৈত