পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪ মধ্যমখণ্ড কহে । তথাপিহ দুষ্কৃতির চিত্ত নাহি লয়ে। মধ্যখণ্ডে গুপ্ত স্কন্ধে প্রভুর উত্থান সব অবতারে গুপ্ত সেবক প্রধান । এসব লীলায় কভে অবধি না হয় । আবি র্তাব তিরোভাব এই বেদে কয় ৷ বাহ পাই নাম্বিলা গৌরাঙ্গ মহাধীর । গুপ্তের গরুড় ভাব হইল স্বস্থির। বড়হ নিগূঢ় কথা কেহোং জানে। গুপ্ত স্কন্ধে মহাপ্ৰভু কৈল আরোহণে মুরারিরে রূপ। দেখি বৈষ্ণবমণ্ডল। ধন্য২ ধন্য বলি প্রশং সে সকল । ধন্য ভক্ত মুরারি সফল বিষ্ণুভক্তি ; বিশ্বস্তুর লীলায় বহনে যার শক্তি। এইমত মুরারি গুপ্তের পুণ্য কথা। আর কত আছে যে যে কৈল৷ যথাযথ। একদিন মুরারি পরম শুদ্ধমতি। নিজ মনে মনে গুণে অবতার স্থিতি সঙ্গোপাঙ্গে আছয়ে যাবতঅবতার। তাবত চিন্তিয়া আমি নিজ প্রতিকার। নাবুঝি কৃষ্ণের লীলা কখন কি করে। তখনি স্বজিয়া লীলা তখনি সংহরে। ষে সীতা লাগিয়া মরে বসংশে রাবণ ॥ অনিয়া ছাড়িল সীতা কেমন কারণ। যে যাদব গণ নিজ প্রাণের সমান। সাক্ষাতে দেখয়ে তার হারায়ে পরাণ ॥ অতএব যাবত আছয়ে অবতার। তাবত আমার দেহ ত্যাগ প্রতিকার। দেহএডি বার মোর এই সে সময় । পৃথিবীতে যাবত আছয় মহাশয় । এতেক নিৰ্ব্বেদ গুপ্তচিন্তি মনে২। খরসান কাতি এক আনিল যতনে ॥ আনিয়া থইল কাতি গৃহের ভিতরে। নিশায়ে এড়িব দেহ হরিষ অন্তরে ৷ সৰ্ব্ব ভূত হৃদয় ঠাকুর বিশ্বস্তর। মুরারির চিত্তবিত্তে হইল গোচর। সত্বরে আইল প্রভু মুরারি ভবন সংস্রমে করিল গুপ্ত চরণ বন্দন। আসনে বসিয়া প্রভু কৃষ্ণ কথা কয়। মুরারি গুপ্তেরে হই পরম সদয় ৷ প্ৰভু বোলে গুপ্ত বাক্য ধরিব আমার । গুপ্ত বলে প্ৰভু মোর শরীর তোমার ॥ প্ৰভু বোলে এত সত্য গুপ্ত বোলে হয়। কাতি খানি মোরে দেহ প্রভু কাণে কয়। যে কাতি খুইলা দেহ ছাড়িবার তরে। তাহ আনি দেহ আছে ঘরেরভিতরে । হাহাকার করে গুপ্ত মহা দুঃখ মনে। মিথ্যাকথা কহিল তোমারে কোনজনে ॥ প্ৰভু বোলে মুরারি বড়ত দেখি ভোল। পরে কহিলে কি আমি জানি হেন বোল । যে গড়িয়া দিল কাতি তাহ জানি আমি । তাহ জানি যথ কাতি খুইয়াছ তুমি ৷ সৰ্ব্ব অন্তর্যামি প্ৰভু জানে সৰ্ব্বস্থান। ঘরেগিয়া কাটা fর আনিল বিদ্যমান। প্রভুবোলে গুপ্ত এতোমার ব্যবহার। কোন দোষে আম ছাড়িচাহ যাইবার ॥ তুমিগেলে কাহারে লইয়া মোরখেলা । হেনবুদ্ধি তুমি কার স্থা নে বা শিখিলা ৷ এখনে মুরারি মোরে দেহ এইভিক্ষা। আরকভু হেনবুদ্ধি না করিব শিক্ষণ ॥ কোলে করি মুরারিরে প্রভু বিশ্বস্তর। হস্ত তুলি দিল নিজ শিরের উপর । মোর মাথা খাও গুপ্ত মোর মাথা খাও। যদি আরবার দেহ ছাড়িবারে চাও। আথে বাথে মুরারি পড়িল ভূমিতলে। পাখালিল প্রভুর চরণ প্রেমন্ডলে স্বরুতি মুরারি কাব্দে ধরিয়া চরণ। গুপ্ত কোলে করি কাব্দে শচীর নন্দন। ষে