পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>&* মধ্যমখণ্ড বাহ পাই দুঃখেতে শ্ৰীবাস গেলা ঘর। তাহ সব জানে অন্তর্যামি বিশ্বশুর। দেবানন্দ দরশনে হইল স্মরণ । ক্রোধে মুখ বোলে প্রভু শচীর নন্দন। অয়েং দেবী নন্দ বলি ষে তোমারে। তুমি এবে ভাগবত পড়াও সভারে । যে শ্ৰীবাস দেখিতে গঙ্গার মনোরথ । হেন জন শুনিবারে গেলা ভাগবত ॥ কোন অপরাধে তানে শিষ্য হাথাইয়া। বাড়ির বাহিরে লঞ এড়িলা টানিয়া ॥ ভাগবত শুনিতে যে কান্দে কৃষ্ণ রসে। টানিয়া ফেলিতে সে তাহারে যোগ্য আইসে। বুঝিলাম তুমি সে পড়াও ভাগবত। কোন জন্মে না জনিহ গ্রন্থ অভিমত। পরিপূর্ণ করিয়া যে সব জনে খায়’। তবে বহির্দেশ গিয়া ষে সন্তোষ পায় । প্রেমময় ভাগবত পড়া ইয়া তুমি। তত খানি মুখ নাপাইলা কহি আমি শুনিয়া বচন দেবানন্দ বিপ্ৰ বর। লজ্জায়ে রহিল। কিছু না করে উত্তর ॥ ক্রোধাবেশে বলিয়া চলিলা বিশ্বম্ভর । দু:খিত দেবানন্দ চলিলা নিজ ঘর । তথাপিও দেবানন্দ বড় পুণ্যবস্তু। বচনেওপ্রভু যারেকরিলেন দণ্ড ॥ চৈতন্যের দণ্ড মহাসুরুতি সেপায় । যার দণ্ডে মরিলে বৈকুণ্ঠ লোকে যায় ॥ চৈতন্যের দণ্ড যে নস্তকে করিলয় । সেইদণ্ড তারে প্রেম ভক্তিযোগ হয় । চৈতন্যের দণ্ডেযার চিত্তে নাহি ভয় । জন্মে২ সে পাপীষ্ঠ যমদণ্ড হয় ৷ ভাগ বত তুলসী গঙ্গায় ভক্তজনে। চতুদ্ধ বিগ্রহ কৃষ্ণ এই চারিসনে। জীবন্যাস করি লে ঐ মুৰ্ত্তি পূজ্য হয়। জন্ম মাত্ৰ এচারি ঈশ্বর বেদে কয় । চৈতন্য কথায় আদি তান্ত নাহি জানি । যেতেমতে চৈতন্যের যশ সে বাখানি ॥ চৈতন্যদাসের পায়ে মোর নমস্কার। ইথে অপরাধ কিছু নহুক আমার । মধ্যখণ্ড কথা যেন অমৃতের খণ্ড । যে কথা শুনিলে সব খণ্ডয়ে পাষণ্ড ॥ চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রায়। প্রভু ভৃত্য সঙ্গে যেন নাছাড়ে আমায় ৷ ঐচৈতন্য নিত্যানন্দ চাদ পহু জান। বৃন্দাবন দাস তুছ পদযুগে গান। ইতি মধ্যখণ্ডে দেবানন্দ দণ্ডানুগ্রছে। একবিংশোহধ্যায়ঃ * ॥ ২১ ৷ দ্বাবিংশতি অধ্যায়। হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর । বিহরে সংহতি নিতানন্দ গদাধর। জয়২ গৌরচন্দ্র কুপার সাগর। জয় শচী জগন্নাথনন্দন সুন্দর ৷ বাক্য দণ্ড দেবানন্দ পণ্ডিতেরে করি। আইলা আপন ঘর গৌরাঙ্গ শ্ৰীহরি। দেবানন্দ পণ্ডিত চলিল নিজ ৰাসে । দুঃখ পাইলেন বিপ্ৰ দুষ্ট সঙ্গ দোষে। দেবানন্দ হেন সাধু চৈতন্যের ঠাঞি। সম্মুখ হইতে যোগ্য নছিল তথাই । বৈষ্ণবের কৃপায়ে সে পাই বিশ্বম্ভর । ভক্তিবিনা জপতপ অকিঞ্চিত কর । বৈষ্ণবের ঠাঞি যার হয় অপ