পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* চৈতন্যভাগবত । >Rసి রাধ। ক্লষ্ণ কৃপা হইলেও তার প্রেমাবাধ । আমি নাহি বলি এই বেদের বচন। সাক্ষাতেও কহিয়াছে শচীর নন্দন ॥ যে শচীর গর্ভে গৌরচন্দ্র অবতার বৈষ্ণবাপরাধ পূৰ্ব্ব আছিল তাহার। আপনে সে অপরাধ প্রভু যুচাইল। মায়েরে দিলেন প্রেম সভা শক্ষাইল ॥ এবড় অদ্ভুত কথা শুন সাবধানে। বৈষ্ণব পরাধ ঘুচে ইহার শ্রবণে । একদিন মহাপ্ৰভু গৌরাঙ্গমুন্দর। উঠিয়া বসিল বিষ্ণু খট্টার উপর। নিজমুৰ্ত্তি শীলাসব করি নিজকোলে । আপন প্রকাশে গৌরচন্দ্র কুতুহলে। মুঞি কলিযুগে কৃষ্ণ মুঞি নারায়ণ। মুঞি রামৰূপে কৈন্তু সাগর বন্ধ ন। শুইয়া আছিনু ক্ষীরসাগর ভিতরে। মোর নিদ্রা ভাঙ্গিল সে নাঢার হুঙ্কারে প্রেমভক্তি বিলাইতে আমার প্রকাশ । মাগ২ অারে নাঢ্য মাগ শ্ৰীনিবাস ॥ দেখি মহা পরকাশ নিত্যানন্দ রায় । ততক্ষণে তুলি ছত্র ধরিল মাথায় ৷ বামদিগে গদা ধর তাফুল যোগায়। চারিদিগে ভক্তগণ চামর দুলায়। ভক্তিযোগ বিলায় গৌরাঙ্গ মহেশ্বর । যাহারে যাহার প্রীত লয় সেই বর ॥ কেহ বলে মোর বাপ বড় দুষ্টমতি । তার চিত্ত ভাল হৈলে মোর অব্যাহতি ॥ কেহো মাগে গুরু প্রতি কেহে পুত্র প্রতি। কেহো শিষ্য কেহো পত্নী যার যথা রতি। ভক্তবাক্য সত্য কারী প্রভু বিশ্বম্ভর। বসিয়া সভারে দিল প্রেম ভক্তি বর। মহাশয় শ্ৰীনিবাস বোলেন গোসাঞি। আইরে দেয়াব প্রেম এই সভে চাই ৷ প্ৰভু বোলে ইহা ন৷ বলিব ঐনিবাস। তানে নাহি দিব প্রেম ভক্তির বিলাস ॥ বৈষ্ণবের ঠাঞি তান আছে অপরাধ। অতএব তান হৈল প্রেম ভক্তি বাধ ! মহা বক্তা শ্রীনিবাস বোলে আরবার। একথায়ে প্রভু দেহ ত্যাগ সে সভার ॥ তুমি ছেন প্রভু যার গর্ভে অবতার তার কি নহিব প্রেমযোগ অধিকার । সভার জীবন আই জগতের মত। মায়াছাড়ি প্রভু তানে হও ভক্তি দাতা ! তুমি যার পুত্র প্রভু সে সুৰ্ব্ব জননী । পুত্র স্থানে মায়ের কি অপরাধ গণি ॥ যদি বা বৈষ্ণর স্থানে থাকে অপরাধ। তথাপি ও খণ্ডাইয়া করহ প্রসাদ ॥ প্রভু বোলে উপদেশ করিতে সে পারি। বৈষ্ণবাপরাধ আমি খণ্ডাইতে নারি। যে বৈষ্ণব স্থানে অপরাধ হয় যার । পুন সেই ক্ষমিলে সে ঘুচে নহে আর ॥ দুৰ্ব্বাসার অপরাধ অম্বরীশ স্থানে । তুমি জান দেখ ক্ষয় হইল যেমনে ॥ নাড়ার স্থানেতে আছে তান অপরাধ। নাঢ়া ক্ষমিলে সে হয় প্রেমের প্রসাদ । অদ্বৈত চরণ ধূলী লইলে মাথায় ৷ হইবেক প্রেমভক্তি আমার আজ্ঞায় তখনে চলিলা সভে অদ্বৈতের স্থানে। অদ্বৈতেরে কহিলেক সব বিবরণে ॥ শুনিয়া অদ্বৈত করে শ্ৰীবিষ্ণু স্মরণ । তোমারা লইতে চাহ আমার জীবন। যার গর্ভে মোহর প্রভুর অবতার। সে মোর জননী মুঞি পুত্র সে তাহার। যে আইর চরণ ধূলির আমি হই পাত্র। সে আইর প্রভাব না জানি তিলমাত্র। বিষ্ণু ভক্তি স্বৰূপিণী আই পতিব্ৰতা । তোমার বা মুখে কেনে আন হেন কথা ! প্রাকৃত শব্দেও যেব।