পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दैफ़उनाउांशंदउ । >\う> কাছার লয় মনে। সতে মেলি তাহ জিজ্ঞাসহ অমি স্থানে। হাসি বলে এক ভট্টাচাৰ্য্য শুন শিশু। আজি যে পড়িলে তাহ বাখানহ কিছু ৷ ৰাখানয়ে স্বত্র বিশ্বৰূপ ভগবান। সভার চিত্তেতে ব্যাখ্যা হইল প্রমাণ ॥ সভেই বলেন সুত্র ভাল বাখানিলা । প্ৰভু ৰোলে ভাণ্ডাইনু কিছু না বুঝিলা। যত বাখানিল সব করিল খণ্ডন । বিস্ময় সভ্যতার চিত্তে চইল তখন ৷ এইমতে তিনবার কুরিয়া খণ্ডন পুনঃ সেই তিনবার করিল স্থাপন। পরম স্ববুদ্ধি করি সভে বাখামিল। বিষ্ণু মায়া মোহে কেহো তত্ত্ব না জানিল ৷ হেন মতে নবদ্বীপে বৈসে বিশ্বৰূপ ভক্তি শূন্য লোক দেখি না পায় কৌতুক ॥ ব্যবহার মদে মত্ত সকল সংসার । ন৷ কহে বৈষ্ণৰ যশ মঙ্গল বিচার। পুত্রাদির মহোৎসবে করে ধনব্যয় । কুষ্ণ পূজা কৃষ্ণ ধৰ্ম্ম কেহো না জানায় ৷ যত অধ্যাপক সব তকসে বাখানে। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজা কোহ নাহি জানে। যদিবা পড়ায় কেহো ভাগবতগীতা। সেহো না ৰাখানে ভক্তি করে শুষ্ক চিন্তা। সৰ্ব্ব স্থানে বিশ্বৰূপ ঠাকুর বেড়ায়। ভক্তি যোগ না শুনিয়া বড় দুঃখ পায়। সকলে অদ্বৈত সিংহ পূর্ণ কৃষ্ণ শক্তি। পড়াইয়া বশিষ্ট বাখানে কৃষ্ণ ভক্তি। অদ্বৈতের ব্যাখ্যা বুঝে হেন কোন আছে। বৈষ্ণবের অগ্রগণ্য নদীয়ার মাঝে । চতুর্দিগে বিশ্বৰূপ পায় মহাদুঃখ । অদ্বৈতের স্থানে সবে পায় মহামুখ। নিরবধি থাকে প্রভু অদ্বৈতের সঙ্গে। বিশ্বৰূপ সহিত অদ্বৈত বৈসে রঙ্গে। পরম বালক প্ৰভু গৌরাঙ্গ সুন্দর। কুটিল কুন্তল বেশ অতি মনোহর মায়ে বোলে বিশ্বম্ভর যাহ নড়দিয়া । তোমার ভাইরে ঝাট ডাকি আনগিয়া । মায়ের আদেশে প্রভু ধায় বিশ্বম্ভর। সত্বরে আইলা যথা অদ্বৈতের ঘর। বসিয়াছে অদ্বৈত বেড়িয়া ভক্তগণ। শ্ৰীবাসাদি করিয়া যতেক মহাজন ॥ বিশ্বম্ভর বোলে ভাই ভাত খাওসিয়া । বিলম্ব না কর বোলে হাসিয়া২। হরিল সভার চিত্ত প্ৰভু বিশ্বম্ভর । সভেই চাহেন ৰূপ পরম সুন্দর। মোহিত হইয়া চাহে অদ্বৈত আচার্য্য সেই মুখ চাহে সব পরিহার কার্য্য। এইমত প্রতিদিন মায়ের আদেশে। বিশ্বৰূপ ডাকিবার ছলেতে আইসে। চিস্তয়ে অদ্বৈত চিত্তে দেখি বিশ্বম্ভর । মোর চিত্ত হরে শিশু পরম সুন্দর ৷ মোর চিত্ত হরিতে কি পারে অন্যজন । এইবা মোহর প্রভু মোহে মোর মন ॥ সৰ্ব্বভূত হৃদয় ঠাকুর বিশ্বম্ভর। চিন্তিতে অদ্বৈত কাট চলি যায় ঘর। নিরবধি বিশ্বৰূপ অদ্বৈতের সঙ্গে। ছাডিয়া সংসার দুঃখ গোণ্ড। য়েন রঙ্গে ॥ বিশ্বৰূপ কথা আদিখণ্ডেতে বিস্তর । অনন্ত চরিত্র নিত্যানন্দ কলে বর। ঈশ্বরের ইচ্ছা সব ঈশ্বর সে জানে। বিশ্বৰূপ সন্ন্যাসী করিল কথোদিনে ॥ জগতে বিদিত নাম শ্ৰীশঙ্করারণ্য। চলিলা অনন্ত পথে বৈষ্ণবাগ্রগণ্য। করি দণ্ড গ্রহণ চলিল বিশ্বৰূপ। আইর বিদরে নিরবধি শোকে বুক । মনেই গুণে আই হইয়: স্বস্থির। অদ্বৈত সে মোর পুত্র করিল বাহির । তথাপিও আই বৈষ্ণবাপরাধ ভয়ে