পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b J:R মধ্যমখণ্ড কিছু না বোলয়ে অই মনে দুঃখ পায়ে বিশ্বম্ভর দেখি সব পাসরিল দুঃখ। প্রভুও মায়ের বড় বাড়ায়েন মুখ ৷ দৈবে কথোদিনে প্রভু করিলা প্রকাশ। নিরবধি অদ্বৈতের সংহতি বিলাস ॥ ছাড়িয়া সংসার সুখ প্রভু বিশ্বম্ভর। লক্ষ্মী পরিহার থাকে অদ্বৈতেরঘর ॥ না রহে গৃহেতে পুত্ৰ হেন দেখি আই । এহোপুত্র নিল মোর আচাৰ্য্য গোসাঞি । সেই দুঃখে সবে এই বলিলেন আই। কে বলে অদ্বৈত দ্বৈত এবড় গোসাঞি চন্দ্ৰসম এক পুত্ৰ করিয়া বাহির। এহে পুত্র নাদিলেন করিবারে স্থির । অনাথিনী মোরেত কাহার নাহি দয়া। জগতেরে অদ্বৈত মো রে সে দ্বৈত মায় ॥ সবে এই অপরাধ আর কিছু নাই। ইহার লাগিয়া ভক্তি না দেন গোসাঞি একালে যে বৈষ্ণবেরে বড় ছোট বলে। নিশ্চিন্তে থাকুক সে জানিব কধে কালে ৷ জননীর লক্ষে শিক্ষা গুরু ভগবান। বৈষ্ণবাপরাধ করা য়েন সাবধান । চৈতন্য সিংহের আজ্ঞা করিয়া লঙ্ঘন। না বুঝি বৈষ্ণব নিন্দে পাইব বন্ধন। একথার হেতু কিছু শুন মনদিয়া। যে নিমিত্ত গৌরচন্দ্র করিলেন ইহা । ত্রিকাল জানেন প্রভু শ্ৰীশচী নন্দন। জানেন অদ্বৈতের হইবেক দুষ্টগণ অদ্বৈতেরে গাইবেক শ্ৰীকৃষ্ণ বলিয়া। যত কিছু বৈষ্ণবের বচন নিন্দিয়া। যে বলিব অদ্বৈতেরে পরম বৈষ্ণব । তাহারেই বেড়িয়া লঙ্ঘিব পাপী সব ॥ সেসবগণের পক্ষ অদ্বৈত ধরিতে। অতএব শক্তি নাহি এদণ্ড দেখিতে । সকল সৰ্ব্বজ্ঞ চুড়া মণি বিশ্বম্ভর। জানেন বিলম্বে হইবেক বহুতর । অতএব দণ্ড দেখাইয়া জননীরে সাক্ষী করিলেন অদ্বৈতাদি বৈষ্ণবেরে। বৈষ্ণবের নিন্দ করিবেক যারগণ ॥ তার রক্ষা সামর্থ নহিবে কোনজন ॥ বৈষ্ণব নিন্দকগণ যাহার আশ্রয়। আপনেই এড়াইতে তাহার সংশয় ॥ বড় অধিকারী হয় আপনে এডায় । ক্ষুদ্র হৈলে গণ সহ অধঃপাত হয়। চৈতন্যের দণ্ড বুঝিবার শক্তি কার। জননীর লক্ষে দণ্ড করিল সভার ॥ যেবা জন অদ্বৈতেরে বৈষ্ণব বলিতে। নিন্দ করে দ্বন্দ করে মরে ভালমতে ৷ সৰ্ব্ব প্রভু গৌরাঙ্গ সুন্দর মহেশ্বর । এই বড় স্তুতি যে তাহার অনুচর। নিত্যানন্দ স্বৰূপের নিস্কপট হঞা । কহিলেন গৌরচন্দ্র ঈশ্বর করিয়া নিতানন্দ প্রসাদে সে গৌরচন্দ্র জানি । নিত্যানন্দ প্রসাদে সে বৈষ্ণবেরে চিনি নিত্যানন্দ প্রসাদে সে নিন্দ যায় ক্ষয় । নিত্যানন্দ প্রসাদে সে বিষ্ণুভক্তি হয় নিন্দ নাহি নিত্যানন সেবকের মুখে । আহন্নিশ নিত্যানন্দ যশগায় সুখে। নিত্য। নন্দ ভূত্য সব দিগে সাবধান । নিত্যানন্দ ভূত্যের চৈতন্য ধন প্রাণ ॥ অলপ ভাগ্যে নাহি হই নিত্যানন্দ দাস । যাহার লওয়ায় গৌর চন্দ্রের প্রকাশ ॥ যে জন শুন য়ে বিশ্বৰূপের অাখ্যান । সে হয় অনন্ত দাস নিত্যানন্দ প্রাণ ॥ নিত্যানন্দ বিশ্ব ৰূপ অভেদ শরীর । আই ইহা জানে জানে আর কোন ধীর। জয় নিত্যানদণেী রচন্দ্রের শয়ন। জয়২ নিত্যানন্দ সহস্ৰ বদন । গৌড় দেশ ইন্দ্র জয় নিত্যানন্দ