পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । - >{ আদি বৃদ্ধ এশিশুরে করিব প্রণাম ॥ ভাগবত ধৰ্ম্মময় ইহান শরীর। দেব দ্বিজ গুরু পিতৃ মাতৃ ভক্তিধীর। বিষ্ণু যেন অবতরি লওয়ায়েন ধৰ্ম্ম । সেই মত এশিশু করিব সৰ্ব্ব কৰ্ম্ম । লগ্নে যত কহে শুভ মঙ্গল ইহান । কার শক্তি আছে তাহ। করিতে ব্যাখ্যান ॥ ধন্য তুমি মিশ্র পুরন্দর ভাগ্যবান। এনন্দন যার তারে বহুত প্রণাম ॥ হেন কোষ্ঠী গণিয়াও আমি ভাগ্যবান । ঐবিশ্বম্ভর নাম হইব ইহান ॥ ইহারে বলিব লোক নবদ্বীপ চন্দ্র । এবালক জানিহ কেবল পরানন্দ ॥ হেনরসে পাছে হয় দুঃখের প্রকাশ । অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস ॥ শুনি জগন্নাথ মিশ্র পুত্রের অাখ্যান। আনন্দেবিহ্বল বিপ্রে দিতে চাহে দান। কিছু নাহি সুদরি দ্র তথাপি আনন্দে । বিপ্রের চরণ ধরি মিশ্রচন্দ্র কানেদ । সেহ বিপ্র কানেদ জগন্ন,থ পীয়ে ধরি। আনন্দে সকল গণ বলে হরিহরি ॥ দিব্যকোষ্ঠী শুনিয়াত বান্ধব স কল ৷ জয়জয় দিয়া তবে করেন মঙ্গল । ততক্ষণে আইল সকল বাদ্যকার ॥ মৃ দঙ্গ সানাঞি বংশী বা জায় অপার ॥ দেবস্ত্রী নরস্ত্রী যে নাপারি চিনিতে। দেব নরে একত্র হইল ভালমতে ॥ দেবমাতা সব হাতে ধান্য দুৰ্ব্বালঞা । হাসি দেন প্ৰ ভুশিরে চিরায়ু বলিয়া। চিরকাল পৃথিবীতে করহ প্রকাশ। অতএব চিরায়ু বলি য়া হৈল হাস ॥ অপূৰ্ব্ব সুন্দরী সব শচীদেবী দেখে । বাৰ্ত্তা জিজ্ঞাসিতে কার না আইসে মুখে। শচীর চরণখুলী লয়ে দেবীগণ। আনন্দে শচীরমুখে না আইসে বচ ন। কিব; সে আনন্দ হৈল জগন্নাথ ঘরে। বেদে অনন্তে তাহ বৰ্ণিতে না পারে। লোকে দেখে শচীন্থহে সৰ্ব্ব নদীয়ায় । যে আনন্দ হৈল তাহ কহনে ন যায়। নগর চত্বর আর কিবা গঙ্গাতীরে ॥ নিরবধি সৰ্ব্বলোক হরিধনি করে ॥ জন্মযাত্র। মহোৎসব নিশায়ে গ্রহণে । আনন্দ করেন কেহ মৰ্ম্ম নাহি জানে ॥ চৈতন্যের জন্ম যাত্র। ফাস্তুণী পূৰ্ণীমা । ব্রহ্মা আদি এ তিথির করে আরাধনা। পরম পবিত্র তিথি ভক্তি স্বৰূপিণী । যহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি ॥ নিত্যানন্দ জন্ম মঘি শুক্ল ত্রয়োদশী ॥ গৌরচন্দ্র অবতার ফাস্তৃণ পৌর্ণমাসী ॥ সৰ্ব্ব যাত্র। মঙ্গল এদুই পুণতিথি। সৰ্ব্ব শুভলগ্ন অধিষ্ঠান হয় ইথি । এতেকে এদুই তিথি করিলে সে বন । কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন ॥ ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র । সেইমত বৈষ্ণবের তিথির চরিত্র। গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেইজনে । ক ভু দুখ না হয় তার জন্মে বা মরণে ॥ শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে। জন্মেই চৈতন্যের সঙ্গে অবতরে ॥ আদিখণ্ড কথ। বড় শুনিতে সুন্দর। যহি অবতীর্ণ গৌরচন্দ্ৰ মহেশ্বর। এসব লীলার কভু নাহি পরিচ্ছেদ। আবির্ভাব তিরোভাব এই কহে বেদ ॥ চৈতন্যের কথা আদি অন্ত নাহি দেখি । তাহার রূপায় যে বোলায় তাহ লিখি ॥ ভক্তসঙ্গে গৌরচন্দ্র পদে নমস্কার। ইথে অপরাধ কিছু নছ ক) আমার ঐচৈতন্য নিত্যানন্দ চান্দপন্থজান । বৃন্দাবন দাস তছু পদযুগে