পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত > JVరి রায় । কে পায় চৈতন্য বিনে তোমার রূপায় । নিত্যানন্দ হেন প্রভু হীরায় যাহার । কোথাও জীবনে সুখ নাহিক তাহার ॥ হেন দিন হইব কি চৈতন্য নি তাই। দেখিব কি পারিষদ সঙ্গে এক ঠাই। আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর এবড় ভরসা চিত্তে ধরিয়ে অন্তর। অদ্বৈত চরণে মোর এই নমস্কার । তান প্রিয় তাহে মতি রহুক আমার । শ্রীচৈতন্য নিত্যানন্দ চাদ পহুজান। বৃন্দাবন দাস তছু পদযুগে গান। ইতি মধ্যখণ্ডে শ্ৰীশচীকে প্রেম দান দ্বাবিংশোহ ५Tभु६ ॥ २२ ॥ ত্রয়োবিংশতি অধ্যায় ॥ حoi�keسے জয়২ ঐক্লষ্ণ চৈতন্য গুণনিধি। জয় বিশ্বম্ভর জয় ভবাদির বিধি ৷ জয়২ নিত্যানন্দ প্রিয় দ্বিজরাজ। জয়২ চৈতন্যের ভকত সমাজ ॥ হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর । ক্রীড করে নহে সৰ্ব্ব নয়ন গোচর। দিনেই মহানন্দ নবদ্বীপ পুরী। বৈকুণ্ঠ নামক বিশ্বম্ভর অবতরি । প্রিয়তম নিত্যনিন্দ সঙ্গে কুতুহলে। ভকত সমাজে নিজ নাম রসে খেলে। প্রতিদিন নিশাভাগে করয়ে কীৰ্ত্তন। ভুক্ত বিনু থাকিতে ন পায় অন্যজন। এতবড় বিশ্বম্ভর শক্তির মহিমা । ত্রিভুবনে লখিতে না পারে কেহো সীমা। অগোচরে দূরে থাকি মেলি দশে পাচে। মন্দমাত্র বোলে ষম ঘর যায় পাছে ৷ কেহ বলে কলিকালে কিসের বৈষ্ণব। যত দেখো হের পেটপোসাগুলা সব ॥ কেহ বলে এগুলারে বান্ধি হাথ পায় । জলে পেলি জীয়ে যদি তবে ধন্যগায় । কেহ বলে আরে ভাই জানিল নিশ্চিত । গ্রাম খান লুটাইব নিমাঞি পণ্ডিত ॥ ভয় দেখায়েন সভে দেখিবার তরে । অন্তরে নাহিক ভাগ্য চাতুৰ্য্যে কি করে । সংকীৰ্ত্তন করে প্রভু শচীর নন্দন। জগতের চিত্তবিত্ত করয়ে শোধন ॥ দেখিতে নাপায় লোক করে অনুতাপ । সভেই অভাগ্য বলি ছাড়েন নিশ্বাস ॥ কেহবা কাহার ঠাঞি পরিহার করে। সংগোপে কীৰ্ত্তন গিয়া দেখি বার তরে। প্রভু সে সৰ্ব্বজ্ঞ ইহ সৰ্ব্বদাসে জানে। এই ভয়ে কেহ কারে না লয় সে স্থানে ॥ এক ব্রহ্মচারী সেই নবদ্বীপে বসে। তপস্বী পরম সাধু বসয়ে নির্দোষে ॥ সৰ্ব্বকাল পয়ঃ পান অন্ন নাহি খায়। শুনিতে কীৰ্ত্তন বিপ্ৰ দেখিবারে চায় ৷ প্ৰভু সে ছুয়ার দিয়া করয়ে কীৰ্ত্তন । প্রবেশিতে নারে ভক্ত বিনা অন্য জন। সেই বিপ্র প্রতিদিন ঐবাসের স্থানে। নৃত্য দেখিবার তরে সাধয়ে আপনে তুমি যদি এক দিন রূপাকর মোরে । আপনে লইয়া যাহ বাড়ির ভিতরে ৷ তবে সে দেখিতে পাঙ পণ্ডিতের নৃত্য। লোচন সফল করে হঙ কৃতকৃত্য ৷ এইমত