পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>N3● মধ্যমখণ্ড নগরে উঠিল ব্ৰহ্মনাম। খোলাবেচা শ্ৰীধর যায়েন সেই পথে । দীঘ করি হরি নাম বলিতে বলিতে ॥ শুনিয়া কীৰ্ত্তন আরম্ভিলা মহানৃত্য । আনন্দে বিহবল হৈল চৈতন্যের ভূত্য দেখিয়া তাহার সুখ নগরিয়াগণ। বেড়িয়া চৌদিগে সভে করেন কীৰ্ত্তন। গড়াগড়ী যায়েন ঐধর প্রেম রসে। বহিমুখ সকল দুরেতে থাকি হাসে। কোনো পাপী বলে হের দেখ ভাই সব । খোলা বেচা মিনসাও হইল বৈষ্ণব ॥ পরিধান বস্ত্র নাহি পেটে নাহি ভাত। লোকেরে জানায় ভাব হইল আমাত ॥ নগরিয়া গুলা বোলে মাগি খাই মরে। অকালেতে দুর্গোৎ সব আনিলেক ঘরে ৷ এইমত পাষণ্ডীর বলগায়ে সদায়। প্রতিদিন নগরিয়াগণে কৃষ্ণ গায় ॥ একদিন দৈবে কাজি সেই পথে যায়। মৃদঙ্গ মন্দিরা শঙ্খ শুনিবারে পায়। হরি নাম কোলাহল চতুর্দিগে মাত্র n নয় সঙরে কাজি আপনার শাস্ত্র কাজি বলে ধর ধর আজি করে কার্য্য। আজিৰ! কি করে তোর নিমাঞি আচার্য আথেবাথে পলাইল নগরিয়াগণ ॥ মহাত্রাসে কেশ কেহ না করে বন্ধন । যাহারে পাইল কাজি মারিল তাহারে । ভাঙ্গিল মৃদঙ্গ অনাচার কৈল দ্বারে। কাজি বলে হিন্দুয়ানি হইল নদীয়। করিব ইহার শান্তি নাগালি পাইয়া । ক্ষমা করি যাঙ আজি দৈবে হৈল রাতি। আর দিন নাগালি পাইলে লৈব জাতি ॥ এই মত প্রতিদিন দুষ্টগণ লৈয়া । নগর ভ্রময়ে কাজি কীৰ্ত্তন চাহিয়া । দুঃখে সব নগ রিয়া থাকে লুকাইয়া। হিন্দু কাজি সব আর মারে কদৰ্থিয়া। কেহ বলে হরিনাম লৈব মনে মনে । হুড়াহুড়ি বলিয়াছে কোন বা পুরাণে লংঘিলে বেদের বাক্য এই শান্তি হয়। জাতি করিয়াও এগুলার নাহি ভয় ॥ নিমাঞি পণ্ডিত যে করেন অহঙ্কারে । সবচূর্ণ হইবেক কাজির ছয়ারে । নগরে নগরে যে বুলেন নিত্যানন্দ দেখ তার কোন দিন বাহিরায় রঙ্গ ॥ উচিত বলিতে হই আমরা পাষণ্ড। ধন্য নদীয়ায় এত উপজিল ভণ্ড ভয়ে কেহো কিছু নাহি করে প্রত্যুত্তর। প্রভু স্থানে গিয়া সভে কৈলেন গোচর। কাজির ভয়েতে আর না করি কীৰ্ত্তন। প্রতিদিন বুলে লই সহস্ৰেক জন ॥ নবদ্বীপ ছাডিয়া যাইব অন্য স্থানে। গোচরিল এই দুই তোমার চরণে কীৰ্ত্তনের বাধ শুনি প্রভু বিশ্বম্ভর । ক্রোধে হইলেন প্ৰভু রুদ্র মূৰ্ত্তিধর। হুঙ্কার করয়ে প্রভু শচীর নন্দন। কর্ণ ধরি হরি বোলে নগরিয়াগণ প্রভু বোলে নিত্যানন্দ হও সাবধানে । এইক্ষণে চল সব বৈষ্ণবের স্থানে সৰ্ব্ব নবদ্বীপে আজি করিমু কীৰ্ত্তন। দেখি মোরে কোন কৰ্ম্ম করে কোন জন। দেখো আজি পোড়াঙ কাজির ঘর দ্বার। কোন কৰ্ম্ম করে দেখে। রাজ। ব। তাহার। প্রেমভক্তি বৃষ্টি আজি করিমু বিশাল পাষণ্ডীরগণের হইমু আজি কলি ৷ চল২ ভাই সব নগরিয়াগণ । সৰ্ব্বত্র আমার আজ্ঞা করহ কথন। কৃষ্ণের রহস্ত আজি দেখিবেক যে এক মহাদীপ লঞ আসিবেক লে। ভাঙ্গিয়