পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত { ురి কাজির ঘর কাজির দুয়ারে । কীৰ্ত্তম করিব দেখে কোন কৰ্ম্ম করে । অনন্ত ত্র ক্ষাণ্ড মোর সেবকের দাস । মুঞি বিদ্যমানে ওকি ভয়ের প্রকাশ ॥ তিলদ্ধেক ভয় কেহো না করিহ মনে। বিকালে আসিব বাট করিয়৷ ভোজনে ॥ ততক্ষণে চলিলেন নগরিয়াগণ । আনন্দে ডুবিল সব কিসের ভোজন ॥ নিমঞি পণ্ডিত আজি নগরে নগরে ৷ নাচিবেন ধনি হৈল প্রতি ঘরে ঘরে ॥ বাপে বান্ধিলেও পুত্র বন্ধে আপনার । কেহকারে হরিষেনা পারে রাখিবর। তার বড় তার বড় সভেই বান্ধেন। বড়ই ভাণ্ডে তৈল করিয়া লরেন। অনন্ত অৰ্ব্বদ লক্ষ লোক নদী যার। এদিউড়ি সংখ্যা করিবার শক্তি কার ॥ ইতিমধ্যে যেযে ব্যবহারে বড় হয় সহস্ৰেক সাজাইয়া কোনজনে লয় ৷ হইল দিউডি ময় নবদ্বীপ পুর। স্ত্রীবাল বৃদ্ধের রঙ্গ বাডিল প্রচুর। এহো শক্তি অন্যের কি হয় কৃষ্ণ বিনে । তৰ্ভু পাপী লোক ন জানিল এতদিনে ॥ ঈষৎ আজ্ঞায় মাত্র সৰ্ব্ব নবদ্বীপ। চলিল দিউডি লই প্রভুর সমীপ । শুনি সৰ্ব্ব বৈষ্ণব আইলা ততক্ষণ । সভারে করেন আজ্ঞা শচীর নন্দন ॥ আগে নৃত্য করবেন আচাৰ্য্য গোসাঞি। এক সম্প্রদায় গাইবেন তান ঠাঞি ॥ মধ্যে নৃত্য করি যাইবেন হরিদাস । এক সম্প্রদান্ন গাইবেন তান পাশ ॥ তবে নৃত্য করবেন শ্ৰীবাস পণ্ডিত ৷ এক সম্প্রদায় গাইবেন তান ভীত ॥ নিত্যানন্দ দিগে চাছিলেন মাত্র প্রভু। নিত্যানন্দ বোলে তোমা না ছাড়িব কতু ॥ ধরিয়া বুলিব প্রভু এই কাৰ্য্য মোর। তিলেক হৃদয়ে পদ না ছাডিৰ তোর স্বতন্ত্র নচিতে প্ৰভু মোর কোন শক্তি। যথা তুমি তথা আমি এই মোর ভক্তি নিত্যানন্দ ধারা দেখি নিত্যানন্দ অঙ্গে । আলিঙ্গন করি রাথিলেন নিজ সঙ্গে ॥ এই মত যার যেন চিত্তের উল্লাস । কেহ বা স্বতন্ত্র নাচে কেহো প্রভু পাশ ॥ মন দিয়া শুন ভাই নগর কীৰ্ত্তন। যে কথা শুনিলে কৰ্ম্ম বন্ধের খণ্ডন ॥ গদাধর বক্রেশ্বর মুরারি ঐবাস। গোপীনাথ জগদীশ বিপ্ৰ পঙ্গাদাস ॥ রামাই গোবি দানন্দ শ্ৰীচন্দ্র শেখর। বাসুদেব শ্ৰীগর্ভ মুকুন্দ শ্ৰীধর ॥ গোবিন্দ জগদানন্দ নন্দন আচার্য্য। শুক্লাম্বর আদি যে যে জানে রহ কাৰ্য্য ৷ অনন্ত চৈতন্য ভূত্য কেবা জানে নাম। বেদব্যাস হৈতে ব্যক্ত হইব পুরাণ ॥ সঙ্গোপাঙ্গে অস্ত্র পারিষদে প্রভু নাচে । ইহা বর্ণিবারে কি নরের শক্তি আছে। অবতার এমত কি আছে অদভুত। যাহ। প্রকাশিলেন হইয়া শচী স্থত ৷ তিলে তিলে বাড়ে বিশ্বস্তুরের উল্লাস । অপরাহ্ন আসিয়া হইল পরকাশ ॥ ভকতগণের চিত্তে কি হৈল আনন সভে সুখসিন্ধু মাঝে ভাসে ভক্তবৃন্দ। নগরে নাচিব প্রভু কমলার কান্ত । দেখি য়া জীবের দুঃখ ঘুচিবে নিতান্ত ॥ স্ত্রীবাল বৃদ্ধ কিবা স্থাবর জঙ্গম । সে নৃত্য দেখিলে সৰ্ব্ব বন্ধের মোচন কাহার নাহিক বাহা আনন্দ আবেশ । গোধুলী সময় আসি হইল প্রবেশ ॥ কোটিং লোক আসি তাছয়ে ছুয়ারে । পরন্থিয়। ण