পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टेकठनाउांशंदउ । همانند ভাব আপনার । হরি বহি মুখে কারো না আইসে আর ॥ হইল সকল পথ খই কডি ময় । কেবা করে কেরা পেলে হেন রঙ্গ হয় ৷ স্তুতি হেন না মানিহ এসকল কথ। এইমত হয় কৃষ্ণ বিহরেণ যথা । নবলক্ষ প্রাসাদ দ্বারকার রত্নময় । নি মেষে হইল এই তাগবতে কয়। যে কালে যাদব সঙ্গে সেই দ্বারকায়। জলকেলি করিলেন এই দ্বিজ রায় । জগতে বিদিত হয় লবন সাগর। ইচ্ছা মাত্র হইল অমৃত জলধর । হরিবংশে কহেন সে সব গোপ্যকথা। এতেকে সন্দেহ কিছু না করিহ এখ। সেই প্ৰভু নাচে নিজ কীৰ্ত্তনে বিহ্বল। আপনেই উপসন্ন সকল মঙ্গল । ভাগীরথী তীরে প্রভু নৃত্য করি যায়। আগে পাছে হরি বলি সৰ্ব্বলোক ধায় ৷ আচাৰ্য্যগোসাঞি অাগে জন। কথোলঞা । মৃত্য করি চলিলেন পরানন্দ হঞ। তবে হরিদাস ক্লফ সুখের সাগর। আজ্ঞায় চলিলা নৃত্য করিয়া সুন্দর তবে মৃত্য করিয়া চলিলা শ্ৰীনিবাস। কৃষ্ণ মুখে পরিপূর্ণ যাহার বিলাস ॥ এইমত ভক্তগণ আগে নাচে গায় । সভারে বেড়িয়া এক এক সংপ্রদায়। সকল পশ্চাতে প্ৰভু গৌরাঙ্গ সুন্দর। যায়েন করিয়া নৃত্য অতি মনোহর । মধুকণ্ঠ হইলেন সৰ্ব্ব ভক্তগণ কতো নাহি গায় সেহে হইল গায়ন ॥ মুরারি মুকুন্দ দত্ত রামাই গোবিন্দ। বক্রেশ্বর বাসুদেব আদি যত বৃন্দ। সতেই নাচেন প্ৰভু বেড়িয়া গায়েন। আনন্দে পূর্ণিত প্রভু সংহতি যায়েন। নিত্যানন্দ গদাধর যায় দুই পাশে। প্রেম মৃধাসিন্ধু মাঝে দুই জন ভাসে। চলিলেন মহাপ্ৰভু নাচিতে নাচিতে। লক্ষ কোটি লোক ধায় প্রভুরে দেখিতে। কোটি২ মহাতাপ জ্বলিতে লাগিল। চন্দ্রের কিরণ সৰ্ব্বশরীরে হইল। চতুর্দিগে কোটি২ মহাদীপ জলে কোটিং লোক চতুৰ্দ্দিগে হরি বোলে। দেখিয় প্রভুর মৃত্য অদ্ভুত বিকার। আ নন্দে বিহ্বল সব লোক নদীয়ার। ক্ষণে২ হয় প্রভু অঙ্গ ধুলাময়। নয়নের জলে ক্ষণে সব পাখালয় । সেকম্প সে ঘৰ্ম্ম সেবা পুলক দেখিতে। কে আছে এমন হেন না পড়ে ভূমিতে ॥ নগরে উঠিল মহা কৃষ্ণ কোলাহল। হরিবলি ঠাঞি২ নাচয়ে সকল । হরিও রাম রাম হরিও রাম। হরিবলি সকল নাচয়ে ভাগ্যবান ॥এইমত ঠাঞি২ মেলি দশপাচে। কেহে গায় কেহো বায় কেহো মাঝে নাচে। লক্ষ২ কোটিং হৈল সংপ্রদায় । আনন্দে নাচিয়া সব নবদ্বীপ যায়। হরয়েনমঃ কৃষ্ণ যাদ বায়নমঃ । গোপাল গোবিন্দ রাম শ্ৰীমধুসুদন। কেহে কাহা নাচয়ে হইয়া এক মেলি। দশে পাচে নাচে কঁহা দিয়া করতালী ॥ দুইহাথ জোড়া দ্বীপে তৈলের ভাজনে । এবড় অন্তত তালী দিলেন কেমনে। হেন বুঝি বৈকুণ্ঠ আইলা নবদ্বীপে বৈকুণ্ঠ স্বভাব ধৰ্ম্ম পাইলেন লোকে। জীবেমাত্র চতুভুজ হইয়। সকল। না জানিল হেন ক্লক আনন্দ্রে বিৰল। হস্ত যে হইল চারি তাহো নাহি জানে। আপনার স্থতি গেল তবে তালি কেনে ॥ হেন মতে বৈকুঞ্চের মুখ নবদ্বীপে। নাচিয়ে