পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8の মধ্যমখণ্ড - যায়েন সভে গঙ্গার সমীপে বিজয় হইলা হরি মন্দ ঘোষের বালা । হরি২ হাথে বাশী গলে বনমালা ৷ জয় হরিরাম হরিহরি ॥ ধ্রু । এইমত কীৰ্ত্তন করিয়া সৰ্ব্ব লোক। পাসরিলা দেহ ধৰ্ম্ম যত দুঃখ শোক ॥ গড়াগড়ী যায় কেহো মালসাট মারে কাহার জিহায় নানা মত বাক্যক্ষুরে । কেহো বোলে এবে কাজিবেটা গেল কোথা লাগ পাও এখনে ছিণ্ডিয়া পেলোমাথা । নড়দিয়া যায় কেহো পাষণ্ডী ধরিতে কেহে পাষণ্ডীর নামে কিলায় মাটিতে ॥ না জানি বা কত জনে মৃদঙ্গ বাজায় না জানি বা মহানন্দে কতগণে গায় হেন প্রেম বৃষ্টি হৈল সব নদীয়ায়। বৈকুণ্ড সেবক যাহা চাহে সৰ্ব্বথায় । যেসুখে বিহবল অজ অনন্ত শঙ্কর। হেন রসে ভাসে সৰ্ব্বনদীয়া নগর । গঙ্গাতীরে তীরে প্রভু বৈকুণ্ঠের রায়। সঙ্গোপাঙ্গ অস্ত্র পারি ষদে নাচি যায়। পৃথিবীর আনন্দে নাহিক সমুচ্চয় আনন্দ হইলা সৰ্ব্বাদগ পথময় ৷ তিলমাত্র অনাচার হেন ভুমি নাই। পরম উত্তম হৈল সৰ্ব্ব ঠাঞি২ ॥ নাচিয়া যায়েন প্ৰভু গৌরাঙ্গ সুন্দর। বেড়িয়া গায়েন চতুর্দিগে অনুচর। অথপদ । তুয়ার চরণে মন লাগুহুরে । সারঙ্গ ধর তুয়ার চরণে মন লাগহরে ॥ ধ্রু॥ চৈতন্য চন্দ্রের এই অাদি সংকীৰ্ত্তন। ভক্তগণ গায় নাচে ঐশচীনন্দন ৷ কী স্তন করেন সত্তে ঠাকুরের সনে। কোন দিগে যাই ইহ কেহো নাহি জানে ॥ লক্ষ কোটি লোকে যে করয়ে হরিধনি ৷ ব্ৰহ্মাণ্ড ভেদয়ে যেন হেনমত শুনি ৷ ব্ৰহ্মলোক শিব লোক বৈকুণ্ঠ পৰ্য্যন্ত। কৃষ্ণ মুখে পূর্ণ হৈলা নাহি যার অন্ত ॥ সপার্ষদে সৰ্ব্বলোক আইল দেখিতে। দেখিয়া মুৰ্ছিত হৈলা সভার সহিতে ॥ চৈতন্য পাইয়া ক্ষণে সৰ্ব্ব দেবগণ ॥ নরন্ধপে মিসাইয়া করেন কীৰ্ত্তন। অজভব বরুণ কুবের দেবরাজ ! যমসোম আদি যত দেবের সমাজ । ব্রহ্মসুর স্বৰূপ অপূৰ্ব্ব দেখি রঙ্গ । সভে হৈলা নরন্ধপে চৈতন্যের সঙ্গ ॥ দেবনরে একত্র হইয়া হরিবোলে 'আকাশ পূরিয়া সব মহাদীপ জলে। কদলক বৃক্ষ প্রতি দুয়ারে ছয়ারে। পূর্ণ ঘট ধান্য দুৰ্ব্ব দীপ আম্রসারে। নদীয়ায় সম্পত্তি বৰ্ণিতে শক্তিকার। অসংখ্য নগর ঘর চত্বর যাহার। একোজাতি লোক যাতে অৰ্ব্বদ অৰ্ব্ব দ। ইহা সংখ্যা করিবেক কেমন অবুধ অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা সকল একত্ৰ লই খুইলেন তথা স্ত্রীয়ে যত জয়কার দিয়া বোলে হরি। তাহি লক্ষবৎসরেও বর্ণিতে না পারি। যে সব দেখয়ে প্রভু নাচিয়া যাইতে। তার আর চিত্ত বিত্ত না পারে ধরিতে ॥ সে কারুণ্য শুনিতে সে ক্রন্দন দেখিতে। পরম লম্পট পড়ে কান্দিয়া ভূমিতে ৷ বোল বোল বলি নাচে গৌরাঙ্গসুন্দর। সৰ্ব্ব অঙ্গে শোভে মালা অতি মনোহর ॥ যজ্ঞস্থত্র ত্রিকচ্ছ বসন পরিধান । ধুলায় ধূষর প্রভু কমল নয়ান। মন্দাকিনী হেন প্রেম ধারার গমন। চান্দের লাগয়ে মন দেখি সে বদন। সুন্দর নালাতে বহে অবিরত ধার। অতি ক্ষীণ দেখি যেন মুকুতার