পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত ×$2» হার । সুন্দর চাচর কেশ বিচিত্র বন্ধন। তহে মালতীর মালা অতি সুশোভন জনমে জনমে প্ৰভু দেহ এই দান । হৃদয়ে রহুক এই কেলি অবিরাম ৷ এইমত বরমাগে সকল ভুবন । নাচিয়া যায়েন প্রভু শ্ৰীশচী নন্দন ॥ প্রিয়তম সব আগে নাচি নাচি যায়। আপনি নাচয়ে পাছে বৈকুণ্ঠের রায়। চৈতন্য প্ৰভু সে তক্ত ৰাডাইতে জানে। যেন করে ভক্ত তেন করয়ে আপনে। এইমত মহাপ্রভু নাচি তে নাচিতে । সভার সহিত আইসেন গঙ্গাপথে বৈকুণ্ঠ ঈশ্বর নাচে সৰ্ব্ব নদীয়ায়। চতুৰ্দ্দিগে ভক্তগণ পুণ্যকীৰ্ত্তি গায়। হরিবোল মুগধ গোবিন্দ বোলরে। যাহ। হৈতে নাচি হয় শমন ভয়রে ॥ ॥ ধ্রু । এই সব কীৰ্ত্তনে নাচয়ে গৌরচন্দ্র ৷ ব্ৰহ্মাদি সেবয়ে যার পাদপদ্ম দ্বন্দ ৷ পাহিড়। রাগঃ নাচে বিশ্বম্ভরঃ বৈকুণ্ঠ ঈশ্বরঃ ভা গীরথী তীরে তীরে। যার পদধূলী হই কুতুহলীঃ অনন্ত ধরেন শিরে। শিব শিব বলিয়া নাচেন বিশ্বম্ভর । ॥ ধ্রু ৷ অপূৰ্ব্ব বিকারঃ নয়নে সুধারঃ হুঙ্কার গজ্জন শুনি হাসিয়া হাসিয়ঃ শ্ৰীভুজ তুলিয়াঃ বোলে হরিহরি বাণী ॥ মদন সুন্দরঃ গৌর কলে বরঃ দিব্যবাস পরিধানে। চাচর চিকুরেঃ মালা মেনোহরে যেন দেখি পাচ বাণে চন্দন চর্চিতঃ শ্ৰীঅঙ্গ শোভিতঃ গলে দোলে বনমালা। ঢুলিয়া পড়য়েঃ প্রেমে ধীর নয়েঃ আনন্দে শচীর বাল । কাম সরাসনঃ ক্ৰযুগ পত্তনঃ ভালে মলয়জ বিন্দু। মুকুতা দশনঃ শ্ৰীযুত বদন প্রকৃতি করুণ সিন্ধু। ক্ষণে শত শতঃ বিকার অদ্ধ তঃ কত করিব নিশ্চয় । অশ্র কম্প ঘৰ্ম্মং পুলক বৈবৰ্ণঃ নাজানি কতেক হয় ত্রিভঙ্গ হইয়া কবহু রহিয়া অঙ্গুলী মুরলী যায়। জিনি মত্ত গজ চলই সহজ দেখিয়া নয়ন জুডায় ৷ অতি মনোহরঃ যজ্ঞসুত্র ধরঃ সদয় হৃদয় শোভে এবুঝি অনন্তঃ হই গুণবন্তঃ রহিলা পরশ লোভে নিত্যানন্দ চাদঃ মাধব নন্দনঃ শোভাকরে দুইপাশে । যত প্রিয়গণঃ করয়ে কীৰ্ত্তনঃ শভ চাহি চাহি হাসে। যাহার কীৰ্ত্তনঃ করি অনুক্ষণঃ শিব দিগম্বর হৈলা । সে প্রভু বিহ রেঃ নগরে নগরেঃ করিয়া কীৰ্ত্তন খেলা ৷ যে করয়ে বেশঃ যে অঙ্গ যে কেশঃ কমলা লালন করে। সে প্ৰভু ধূলায়েঃ গাড়াগডী যায়ে প্রতি নগরে নগরে। ১• । লক্ষকোটি দীপেঃ চন্দ্রের আলোকে না জানি কিভেল সুখে । সকল সংসারঃ হরি বহি আর না বোলয়ে কারো মুখে ৷ অপূৰ্ব্ব কৌতুক দেখি সৰ্ব্বলোক আনন্দে হইল ভোর। সন্তেই সভার চাহিরা বদন, বলে ভাই হরি বোল। প্রভুর আনন্দ জানে নিত্যানন্দ, যখন যেৰূপ হয়ে। পডিবার বেলে, দুই বাহু মেলে, যেন অঙ্গে প্ৰভু রহে। নিত্যানন্দ ধরি, বিরাসন করি, ক্ষণে মহাপ্রভু বসে। বাম ক্লক্ষে তাল, দিয়া কুতুহলী, হরিং বলি হাসে। অকপটে ক্ষণে, কহয়ে আপনে মুঞি দেব নারায়ণ । কংসাস্থর মারি, মুঞি সে কংসারি, বলিরে ছলিয়া বামন সেতু বন্ধ করি, রাবণ সংহরি, মুঞি সে রাঘব রায়। করিয়া হুঙ্কার, তত্ত্ব আপ