পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>88 মধ্যমখণ্ড অনন্ত অৰ্ব্বদ হরিহরি দ্বনি শুনি। হুঙ্কার করিয়া নাচে দ্বিজকুল মণি ॥ সে কমল নয়নে বা কত আছে জল। কতেক বা ধারাবহে পরম নিৰ্ম্মল ॥ কম্প ভাবে উঠে পড়ে অন্তরীক্ষ হৈতে। কান্দে নিত্যানন্দ প্রভু না পারে ধরিতে। শেষেবাষে হয়েমুচ্ছ আনন্দসহিতে ॥ প্রহরেকে ধাতু নাহিসভে চমকিতে ৷ এইমত অপূৰ্ব্ব দেখিয়া সৰ্ব্বজন। সভেই বলেন এপুরুষ নারায়ণ। কেহবলে নারদ প্ৰহলাদ শুক যেন কেহ বলেযে সেহউ মনুষ্য নহেন ৷ এইমত বলে যেনযার অনুভব । অত্যন্ত তার্কিক বলে পরম বৈষ্ণব । বাহ্য নাহি প্রভুর পরম ভক্তিরসে। বাহু তুলি হরিহরি বলি লোকঘোষে ॥ ক্রমুখের বচন শুনিয়া একবারে । সৰ্ব্বলোকে হরিধনিকরে উচ্চঃস্বরে গৌরাঙ্গ সুন্দর যায় যে দিগে নাচিয়া । সেইদিগে সৰ্ব্বলোক চলয়ে ধাইয়া ৷ কাজি র বাড়ির পথ ধরিল ঠাকুর। বাদ্য কোলাহল কাজি শুনয়ে প্রচুর। কাজি বলে শুনি ভাই কি গীত বাদন । কিবা কার বিভা কিবা ভূতের কীৰ্ত্তন ॥ মোর বোল লডিয়াকে করে হিন্দুয়ানি। ঝাট জানি আও তবে চলিব আপনি ৷ কাজির আদেশে তার অনুচর ধায় । সমৃদ্ধ দেখিয় আপনার শাস্ত্র গায় ৷ অনন্ত অৰ্ব্বদ লোকে বলে কাজিমার। ডরে পেলাইল তবে বেঠন মাথার । নড়দিয়া কাজিরে কহিল ঝাট গিয় । কিকর চলহ বাট যাই পলাইয়া । কোটি২ লোক সঙ্গে নিমাই আচার্য্য। সাজিয়া আইসে আজি কিবা করে কার্য্য ৷ লাখ২ মহাতাপ দিয়ডিসব জলে ৷ লাখ কোটি লোক মেলি হিন্দুয়ানি বোলে। দুয়ারে২ কল ঘট আত্রসার । পুষ্প ময় পথ সব দেখি নদীয়ার । নাজানি কতেক খই কডি ফুল পড়ে। বাজন শুনিতে দুই শ্রবণ উপড়ে। এইমত নদীয়ার নগরে২ রাজা আসিতেও কেহো এমত না করে। সব ভাবকের বড় নিমাই পণ্ডিত । সতে চলে সে লাচিয় চলে যেই ভীত । যে সকল নগরিয়া মারিল আমরা । আজি কাজি মার বলি আইসে তাহারা ৷ এক যে হুঙ্কার করে নিমাই আচাৰ্য্য। সেই সে হিন্দুর ভূত যে তাহার কার্য্য। কেহ বলে বামনা এতেক কাব্দে কেন। বাম নার দুই চক্ষে নদী বহে যেন। কেহ বলে বামন আছাড় যত খায়। সেই দুঃখে কান্দে হেন বুঝিয় সদায় । কেহ বলে বামন দেখিতে লাগে ভয়। গিলিতে আইসে যেন দেখি কম্প হয় ৷ কাজি বলে হেন দেখি নিমাঞি পণ্ডিত ; বিবাহ করিতে বা চলিল কোন ভিত । এবা নহে মোর লঙ্ঘি হিন্দুয়ানি করে। তবে জাতি নিমু আজি সভার নগরে ৷ সৰ্ব্বলোক চুড়ামণি প্রভু বিশ্বম্ভর। আইল। নাচিতে যথা কাজির নগর । কোটিং হরিধনি মোহা কোলাহল । স্বৰ্গ মৰ্ত্য পাতালাদি পূরিল সকল ৷ শুনিয়া কম্পিত কাজি গণ সহে ধায়। সর্প ভয়ে যেন ভেক ইন্দুর পলায় ৷ পূরিল সকল স্থান বিশ্বম্ভরগণে । ভয়ে কেহ পলাইতে দিগ নাহি জানে ॥ মাথায় বান্ধিয়া পাগ কেহ সেই মেলে । অলক্ষিতে নাচয়ে