পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪৬ মধ্যমখণ্ড : 1, সকল মহান্ত ॥ হাসে মহাপ্ৰভু সৰ্ব্বদাসের বচনে । হরি বলি নৃত্য রসে চলিল৷ তখনে ॥ কাজিরে করিয়া দণ্ড সৰ্ব্বলোক রায় সংকীৰ্ত্তন রসে সৰ্ব্বগণ নাচি যায়। মৃদঙ্গ মন্দির বাজে শঙ্খ করতাল । রামকৃষ্ণ জয়ধনি গোবিন্দ গোপাল কাজির ভাঙ্গিয় ঘর সর্ব নগরিয়া । মহাননে হরি বোলে যায়েন নাচিয়া ! পাষ ওঁীর হইল পরম চিত্ত ভঙ্গ। পাষণ্ডী বিষাদ ভাবে বৈষ্ণবের রঙ্গ ৷ জয় কৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালী। গায়ে সব নগরিয়া দিয়া করতালী ৷ জয় কোলাহল প্রতি নগরে২ | ভাসয়ে সকল লোক আনন্দ সাগরে ৷ কেহ কোনদিগে নাচে কেবা গায় বায় হেন নাহি জানি কেবা কোনদিগে ধায়। আগে মৃত্য করিয়া চলয়ে ভক্তগণ। শেষে চলে মহাপ্রভু শ্ৰীশচী নন্দন। কীৰ্ত্তনীয়া ব্রহ্ম। শিব অনন্ত আপনি নৃত্য করে স্বৰ্ব্ব বৈষ্ণবের চুড়ামণি ॥ ইহাতে সন্দেহ কিছু না করিহ মনে। সেই প্রভু কহিয়াছে রুপায়ে আপনে অনন্ত অর্বুদ লোক সঙ্গে বিশ্ব ম্ভর। প্রবেশ করিলা শঙ্খ বণিক নগর’। শঙ্খ বণিকের ঘরে উঠিল আনন্দ হরিবলি বাজায় মৃদঙ্গ ঘণ্টা শঙ্খ । পুষ্পময় পথে নাচি চলে বিশ্বম্ভর । চতুর্দিগে জ্বলে দীপ পরম সুন্দর। সে চন্দ্রের শোভা কিবা কহিবারে পারি। যাহাতে কীৰ্ত্তন করে গৌরাঙ্গ শ্ৰীহরি। প্রতি দ্বারে পূর্ণ কুম্ভরস্তা আমসার। নারীগণে হরি বলি দেয় জয়কার। এইমত সকল নগরে শোভা করে। আইলা ঠাকুর তন্ত্রবায়ের নগরে ॥ উঠিল মঙ্গলম্বনি জয় কোলাহল । তন্ত্রবায় সব হৈল৷ আনন্দে বিহ্বল ॥ নাচে সব নগরীয় দিয়া করতালী। হরিবোল মুকুন্দ গোপাল বনমালী। সৰ্ব্বমুখে হরি নাম শুনি প্রভু হাসে । হাসিয়া চলিলা প্রভু শ্ৰীধরের বাসে ৷ ভাঙ্গ এক ঘর মাত্র শ্রীধর বাসরে। উত্তরিলা গিয়া প্রভু তাহার ভূয়ারে সব এক লোহপাত্র আছুয়ে দুয়ারে। কত ঠাঞি তালি তাহ চোরেও না হরে ॥ নৃত্য করে মহাপ্ৰভু শ্ৰীধর অঙ্গনে। জলপূর্ণ পাত্র প্রভু দেখিলা আপনে ॥ ভক্ত প্রেম বুঝাইতে শ্ৰীশচীনন্দন। লোহপাত্ৰ তুলি লইলেন ততক্ষণ ॥ জলপিয়ে মহাপ্ৰভু সুখে আপনার । কার শক্তি আছে তাহ নয় করিবার। মইলে২ি বলি ডাকয়ে প্রধরে। মোরে সংহারিতে সে আইলা মোর ঘরে। বলিয়া মুস্থিত হৈল। সুকৃতি শ্ৰীধর। প্রভু বোলে শুদ্ধ মোর আজি কলেবর । আজি মোর ভক্তি হৈল কৃষ্ণের চরণে। শ্ৰীধরের জলপান করিল যখনে ॥ এখনে সে বিষ্ণু ভক্তি হইল আমার । কহিতেই পড়ে নয়নে সুধার। বৈষ্ণবের জলপানে বিষ্ণু ভক্তি হয়। সভারে বুঝায় প্রভু হইয়া সদয় । তথাহি। প্রার্থয়েবৈষ্ণবাদন্নং প্রযত্নেন বিচক্ষণঃ সৰ্ব্ব পাপ বিশুদ্ধাৰ্থং তদভাবে জলংপিবেৎ । * ॥ভক্তবাৎসল্য দেখি नक्ष उङ*१ । गडोज़ उनि भश आनक जनन ॥ निउानिक भनीषङ्ग शृङ्गिणी কান্দিয় । অদ্বৈত শ্ৰীবাস কাব্দে ভূমিতে পড়িয়া । কানো হরিদাস গঙ্গাদাস