পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>gశి - मथाङ्मा ४७ চলিলেন নিজগৃছে লই ভক্তবৃন্দ। বিশ্বৰূপ দেখিয়া অদ্বৈত নিতানন্দ । কাহার নাহিক ৰাহ পরম আনন্দ ॥ বিভব দর্শন মুখে মত্ত দুইজন ধূলায়ে ষায়েন গড়ি সকল অঙ্গন। কেহো নাচে কেহ গায় দিয়া করতালী। দুলিয়াই ৰুলে দুই মহা বলী। এইমতে দুইজনে মহাকুতুহলী । শেষে দুইজনেতে বাজিল গালাগালী অদ্বৈত বোলয়ে অবধূত মাতালিয়া। এথা কোনজন তোকে আনিল ডাকিয়৷ চুয়ার ভাঙ্গিয়া আসি সাম্ভাইলে কেনে। সমূ্যাসী করিয়া তোরে বলে কোনজনে হেন জাতি নাহি ন খাইলা যার ঘরে। জাতি আছে হেন কোন জনে বলে তারে বৈষ্ণবের সভায়ে কেনে মহা মাতোয়াল । বাট নাহি পলাইলে নহিবেক ভাল নিত্যানন্দ বোলে আরে নাড়া বসি থাক। কিলাই না পার্ডে আছে দেখাই প্রতাপ অয়ে বুড়া বামন তোমারে ভয় নাই। আমি অবধূত চন্দ্র ঠাকুরের ভাই। স্ত্রীয়ে পুত্রে গৃহে তুমি পরম সংসার। পরমহংসের পথে আমি অধিকারী। আমি মারিলেও তুমি কি বলিতে পার। আমা সনে তুমি অকারণে গৰ্ব্ব ধর । শুনিয়া অদ্বৈত ক্রোধে অগ্নি হেন জ্বলে । দিগম্বর হইয়া অশেষ মন্দ বোলে ৷ মৎস্য খাও মাংস খাও কেমত সন্ন্যাসী। বস্ত্র এড়িলাম আমি এই দিগবাসী। কোথ৷ মাত পিতা কোন দেশে বা বসতি। কে জানয়ে ইহা সে বলুক দেখি ইথি। এক চোরা আসিয়া এতেক করে পাক। খাইমু শুষিমু সংহারিমু সব থাক ॥ তারেবলি সন্ন্যাসী যে কিছু নাহি চাহে । বোলয়ে সন্ন্যাসী দিনে তিনবার খায়ে ৷ শ্ৰীনিবাস পণ্ডিতের মূলে জাতি নাই। কোথাকার অবধুতে আনিদিল ঠাঞি। অবধুতে করিবে সকল জাতি নাশ। কোথাহৈতে মদ্যপের হৈল পরকাশ। কৃষ্ণপ্রেম সুধারসে মত্ত দুইজন। অন্যোন্যে কলছ করয়ে সৰ্ব্বক্ষণ ॥ ইতি এক জনের হইয়া পক্ষযে অন্য জনে নিন্দ করে ক্ষয় যায় সে ॥ হেন প্রেম কলহের মৰ্ম্ম না জানিয়া । এক নিন্দে আঁর বন্দে সে মরে পুডিয়া । অদ্বৈতের পক্ষ হঞা নিন্দে গদাধর। সে অধম কভু নহে অদ্বৈত কিঙ্কর । ঈশ্বরে ঈশ্বর সেই কলহের পাত্র। কে বুঝয়ে বিষ্ণু বৈষ্ণেবের লীলামাত্র। সকল বৈষ্ণব প্রতি অভেদ দেখিয়া যে কৃষ্ণ চরণ ভজে সে যায় তরিয়া । ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। বিষ্ণু আর বৈষ্ণব সমান দুই হয়। শ্ৰীচৈতন্য নিত্যানন্দ চান্দ্ৰ পহুজান। বৃন্দাবন দাস তছু পদ যুগে গান ! * • • ইতি মধ্যখণ্ডে ক্রঙ্গদ্বৈত বিশ্বৰূপ দর্শনং চতুবিং শোহধ্যায়ঃ ॥ ২৪ ॥ ১ । . . . to