পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

う(tぐり করহ বাসায় । আজি আমি মধ্যাহ্নে যাইব সৰ্ব্বথায় । তথাপিহ শুক্লাম্বর তয় পাই মনে ॥ যুক্তি জিজ্ঞাসিলেন সকল ভক্তগণে। সভে বলিলেন তুমি কেনে কর ভয় । পরমার্থে ঈশ্বরের কেহ ভিন্ন নয় ॥ বিশেষ যে জন তানে সৰ্ব্বভাবে ভজে সৰ্ব্বকাল তান অন্ন আপনেই খোজে ॥ দেখ না শুদ্রার পুত্র বিছরের স্থানে। অন্ন মাগি খাইলেন স্বভাব কারণে ॥ ভক্ত স্থানে মাগি খায় প্রভুর স্বভাব । দেহ গিয়া -তুমি বড় করি অনুরাগ। তথাপিহ তুমি যদি ভয় বাস মনে। আলগোছে তুমি গিয়া করহ রন্ধনে। বড় ভাগ্য তোমার এমত রূপা যারে। শুনি বিপ্ৰ হরিষে আইলা নিজ ঘরে ॥ স্নান করি শুক্লাম্বর অতি সাবধানে। সুবাসিত জল তপ্ত করিলা আপনে ॥ তণ্ডল সহিত তবে দিব্য গর্ভখোড়। আলগোছে দিয়া বিপ্র কৈল কর জোড় ॥ জয় কৃষ্ণ গোপাল গোবিন্দ বনমালী। বলিতে লাগিল৷ শুক্লাম্বর কুতুহলী। সেইক্ষণে ভক্ত অন্নের মা জগন্মাতা। দৃষ্টিপাত করিলেন মহাপতিব্ৰতা । ততক্ষণে সৰ্ব্বাস্থত হইল সে অন্ন। স্নান করি প্রভু আসি হৈল উপসন্ন ॥ সঙ্গে নিত্যানন্দ আদি আপ্ত কথোজন । তিতাবস্ত্র এড়িলেন ঐশচী নন্দন। আপনে লইয়া অন্ন তান ইচ্ছা পালি। শুক্লাম্বর দেখিয়া হাসেন কুতু হলী ॥ গঙ্গার অগ্ৰেতে ঘর গঙ্গার সমীপে। বিষ্ণু নিবেদন করিলেন বড মুখে হাসি বলিলেন প্রভু আনন্দ ভোজনে। নয়ন ভরিয়া দেখে সব ভূত্যগণে ॥ ব্ৰহ্মা দির যজ্ঞ ভোক্তা শ্ৰীগেীর সুন্দর । সেহে ধ্যানে এইমত সাক্ষাৎ দুষ্কর ৷ হেন প্রভু বোলে জন্ম যাবৎ আমার । এমত অন্নেরস্বাদু নাহি পাই অার ॥ কি গৰ্ত্ত থোড়ের স্বাছ না পারি কহিতে। আলগোছে এমত রান্ধিলে কোনমতে ॥ তুমি হেন জন সে আমার বন্ধুকুল । তুমি সব লাগি সে আমার আদি মুল ৷ শুক্লাম্বর প্রতি দেখি কৃপার বৈভব। কান্দিতে লাগিলা অন্যোন্যেতে ভক্ত সব ॥ এইমত প্রভু পুনঃপুন আস্বদিয়া। করিলেন ভোজন আনন্দযুক্ত হৈয়া । যে প্রসাদ পায়েন ভিক্ষুক শুক্লাম্বর । দেখুক অভক্ত যত পাপী কোটশ্বর ॥ ধনে জনে পাণ্ডিত্যে চৈতন্য নাহি পাই। ভক্তিরসে বশ কৃষ্ণ সৰ্ব্ব শাস্ত্রে গাই ॥ বসিলেন প্রভু প্রেম ভোজন করিয়৷ ৷ তমূল খায়েন কিছু হাসিয়া২। পত্ৰ লই ভক্তগণ ভাষিলা আনন্দে। ব্ৰহ্মা শিব অনন্ত যে পত্র শিরে বন্দে ॥ কি আনন্দ হইল সে ভিক্ষুকের ঘরে। এমত কৌতুক করে প্রভু বিশ্বত্তরে ৷ কৃষ্ণ কথা প্রসঙ্গ করিয়া কতক্ষণ । সেইখানে মহাপ্রভু করিলা শয়ন ॥ ভক্তগণ করিলেন তথাই শয়ন তথি মধ্যে অদ্ভুত দেখয়ে এক জন । ঠাকুরের এক শিষ্য ঐবিজয় দাস। সে মহাপুরুষে কিছু দেখিলা প্রকাশ। নবদ্বীপে এমত নাহিক আখরিয়া। প্রভুর অনেক পুথি দিলেন লিখিয়া। আখরিয়া বিজয় করিয়া সতে ঘোষে। মৰ্ম্ম নাহি • জানে লোক ভক্তি হীন দোযে । শয়নে ঠাকুর তান অঙ্গে দিলা হস্ত। বিজয়