পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । - >(£న লাগিল। যার যেই লয় মনে। কেহ বলে ভালত বৈষ্ণব বলে লোকে । ব্রাহ্মণ লং ঘিতে আইসেন মহা কোপে । কেহ বলে বৈষ্ণব বা বলিব কেমনে। কৃষ্ণ হেন নামত না বলে যে বদনে। কেহ বলে শুনিলাম অস্তুত আখান। বৈষ্ণৰে জপয়ে মাত্র গোপী২ নাম । কেহ বলে এতবা সন্তুম কেনে করি। আমরা কি ব্রাহ্মাণের , তেজ নাচি ধরি। তিহো সে ব্রাহ্মণ আমরা কি বিপ্র নহি । তেহে মারিতে ব' আমরা কেনে সহি । রাজাত নহেন তেঁহে মারিবেন কেনে। আমরাও সমরাও হও সৰ্ব্ব জনে ॥ যদি তেহো মারিতে ধায়েন পুনৰ্ব্বার । আমরা সকল তবে না সহিব আর । তিহো নবদ্বীপে জগন্নাথ মিশ্র পুত্র। আমরাও নহি অম্প মানু ষের সুত ॥ হের সবে পড়িলাম কালি তার সনে। আজি তিহে গোসাঞি ৰ৷ হইল কেমনে ॥ এইমত যুক্তি করিলেন পাপীগণ। জানিলেন অন্তর্যামী ঐশচী নন্দন। এক দিন মহাপ্রভু আছেন বসিয়া । চতুর্দিগে সকল পার্ষদগণ লৈয়া । এক বাক্য অস্তুত বলিলা আচম্বিত। কেহ না বুঝিল অর্থ সবে চমকিত। করিল পিপৃপলি খণ্ড কফ নিবারিতে। উলটিয়া আর কফ বাড়িল দেহেতে। বলি অট্ট২ হাসে সৰ্ব্ব লোকনাথ । কারণ না বুঝি ভয় জন্মিল সভাত । নিত্যানন্দ বুঝিলেন প্রভুর অন্তর । জানিলেল প্ৰভু শীঘ্ৰ, ছাড়িবেন ঘর। বিষাদে হইয় মগ্ন নিতানন্দ রায়। হইব সন্ন্যাসী ৰূপ প্রভু সৰ্ব্বথায় । এমুন্দর কেশের হইব অস্তদ্ধান দুঃখে নিত্যানদের বিকল হৈল প্রাণ। ক্ষণেকে ঠাকুর নিত্যানন্দ হস্তে ধরি নিভৃতে বসিলা গিয়া গৌরাঙ্গ শ্ৰীহরি। প্রভু বলে শুন নিত্যানন্দ মহাশয় । তো মারে কহিয়ে নিজ হৃদয় নিশ্চয় ॥ ভালে আইলাম আমি জগৎ তারিতে। তারণ নছিল আমি আইনু সংহারিতে। অামা দেখি কোথা পাইবেক বন্ধনাশ । এক গুণ বন্ধ আর হৈল কে.টি পাশ । আমারে মারিতে যবুে করিলেক মনে। তখনেই পড়ি গেল অশেষ বন্ধনে। ভাল লোক রাখিতে করিনু অবতার। আপনে ক রিনু সব জীবের সংহার ॥ দেখ কালি শিখ স্বত্র সব মুণ্ডাইয়। ভিক্ষা করি বেড়াইমু সন্যাস করিয়া। যে যে জনে চাহিয়াছে মোরে মারিবারে। ভিক্ষুক হইমু কালি তাহার দুয়ারে। তবে মোরে দেখি সেই ধরিব চরণ । এইমতে উ দ্ধারিতু সকল ভুবন। সন্যাসীরে সর্ব লোকে করে নমস্কার। সন্ন্যাসীরে কেহ আর না করে প্রহার ; সন্ন্যাসী হইয়া কালি প্রতি ঘরেই । ভিক্ষা করি বুলো দেখি কে মোহরে মারে। তোমারে কহিনু এই আপন হৃদয় । গারিহস্ত সব মুঞি ছাড়িব নিশ্চয় ইথে কিছু দুঃখ তুমি না ভাবিহ মনে। বিধি দেহ তুমি মোরে সন্ন্যাস কারণে। যে ৰূপ করাহ তুমি সেই হই আমি। এতেক বিধান দেহ অব তার জানি। জগৎ উদ্ধার যদি চাহ করিবারে । ইহাতে নিষেধ নাহি করিবে অী মারে। ইথে তুমি দুঃখ না ভাবিহ কোন ক্ষণ । তুমিতে জানছ অবতারের