পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○p মধ্যমখণ্ড কারণ ॥ শুনি নিতানন্দ ঐশিখার অন্তৰ্দ্ধান । অন্তরে বিদীর্ণ হৈল মন দেচ প্রাণ। কোন বিধি দিব হেন না আইসে বদনে। অবশ্য করিব প্রভু জানিলে ন মনে। নিত্যানন্দ বলে প্রভু তুমি ইচ্ছাময়। যে তোমার ইচ্ছা প্ৰভু সেই সে নিশ্চয় বিধি বা নিষেধ কে তোমারে দিতে পারে। সেই সত্য যে তোমার আছয়ে অন্তরে সৰ্ব্ব লোকপাল তুমিসৰ্ব্ব লোকনাথ । ভালহয় যেমতে সেবিদিত তোমাত ॥ ষেৰূপে করিব প্ৰভু জগৎ উদ্ধার। তুমি সে জানহ তাহ কে জানয়ে আর স্বতন্ত্র পর মানন্দ তোমার চরিত্র । তুমি যে করিব সেই হইব নিশ্চিত। তাথাপিহ কহ সব সেবকের স্থানে । কেবা কি বলয়ে তাহ শুনহ আপনে ॥ তবে সে তোমার ইচ্ছা ধরিবে তাঁহারে । কে তোমার ইচ্ছা প্রভু বিরোধিতে পারে। নিত্যানন্দ বাক্যে প্রভু সন্তোষ হইল । পুনঃপুন আলিঙ্গন করিতে লাগিলা ৷ এইমত নিভ্যানন সঙ্গে যুক্তি করি। চলিলা বৈষ্ণব মাঝে গৌরাঙ্গ শ্ৰীহরি। গৃহ ছাড়িবেন প্ৰভু জানি নিত্যানন্দ । বাক্য নাহি স্ফুরে দেহে হইলা নিস্পন্দ ॥ স্থির হই নিত্যানন্দ মনে২ গুণে প্ৰভু গেলে আই প্রাণ ধরিব কেমনে। কেমতে বঞ্চিব আই কাল দিন রাতি। এতেক চিন্তিতে মুচ্ছ পায় মহামতি ॥ ভাবিয়া আইর দুঃখ নিত্য নন্দ রায়। নিভৃতে বসিয়া প্রভু কান্দয়ে সদায়। মুকুন্দের বাসায়ে আইলা গৌর চন্দ্র। দেখিয়া মুকুন্দ হৈলা পরম আনন্দ। প্ৰভু বোলে পাও কিছু কৃষ্ণের মঙ্গল মুকুন্দ গায়েন প্রভু শুনিয়া বিহ্বল ৷ বোল২ হুঙ্কার করয়ে দ্বিজমণি । পুণবন্ত মুকুন্দের হেন দিব্য ধনি ৷ ক্ষণেকে করিলা প্ৰভু ভাব সম্বরণ । মুকুন্দের সঙ্গে তবে কহেন কথন। প্ৰভু বোলে মুকুন্দ শুনহ কিছু কথা। বাহির হইমু আমি না রহিব এথা ॥ গারিহস্থ আমি ছাড়িবাঙ সুনিশ্চিত । শিখা স্থত্র ছাড়িয়া চলিব যেতে ভীত ॥ ঐশিখার অন্তৰ্দ্ধান শুনিয়া মুকুন্দ। পডিলা বিরহে সব যুচিল আনন্দ । কাকু করি বোলে যে মুকুন্দ মহাশয়। যদি প্রভু এমত সে করিব। নি শ্চিয় ॥ দিন কতোক এইৰূপে করহ কীৰ্ত্তন। তবে তুমি করিহ যেবা তোমার মন । মুকুন্দের কাকু শুনি শ্ৰীগের সুন্দর। চলিলেন যথা যে আছেন গদাধর সন্ত্রমে চরণ বন্দিলেন গদাধর। প্ৰভু বোলে শুন কিছু আমার উত্তর । না রহিব গদাধর আমি গৃহবাসে। যেতে দিগে চলিবাঙ ক্লফের উদ্দেশে। শিখা স্বত্র আমি সৰ্ব্বথায় না রাখিব। মাথা মুণ্ডাইয়া যে সে দেশেরে চলিব ॥ ঐশিখার অন্তৰ্দ্ধান শুনি গদাধর। বজ্রপাত হৈল যেন শিরের উপর । অন্তরে দুঃখিত হই বলে গদাধর। যতেক অদ্ভত সব তোমার উত্তর ॥ শিখাস্থত্র যুচাইলে সে কৃষ্ণ পাই। গৃহস্থ তোমার মতে বৈষ্ণব কি নাই। মাথা মুণ্ডাইলে সে সকল দেখি হয় । তোমার সে মত এ বেদের মত নয়। অনাথিনী মায়েরে বা কেমতে ছাড়িবে। প্রথমেই জনী বধের ভাগী হবে । তুমি গেলে সৰ্ব্বথা জীবন নাছি