পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b’ अभिj शं७ কুণ্ডলী কবিয়া সর্প রহিলা বেড়িয়া । ঠাকুর থাকিলা সর্পউপরে স্বতিয়া। অস্তেব্যস্তে সভে দেখি হায় হায় করে। সুতিয়া হাসেন প্রভু সৰ্পের উপরে। গরুড়ই করি ডাকে সৰ্ব্বজন । পিতা মাত আদি ভয়ে কান্দে সৰ্ব্বজন ॥ চলিলা অনন্ত শুনি সভার ক্ৰন্দন । পুনঃ ধরিবারে যান ঐশচীনন্দন ॥ ধরিয়া আনিয়া সভে করিলেন কোলে। চিরজিবী হও করি নারীগণ বোলে। কেহে রক্ষা বান্ধে কেহো পড়ে স্তুতিবাণী । কেহো বিষ্ণু পাদোদক অঙ্গে দেন আনি ৷ কেহো বলে বালকের পুনঃজন্ম হৈল। কেহ বলে জাতিসর্প তেঞিন লংঘিল। হাসে প্ৰভু গৌরচন্দ্র সভারে চাহিয়া । পুন বলে জাঙসভে আনিল ধরিয়া ॥ ভক্তি করি এসকল বেদগোপ্য শুনে। সংসার ভুজঙ্গ তারে না করে লংঘনে ॥ এই মত দিনে দিনে শ্ৰীশচীনন্দন। হাটিয়া করয়ে প্রভু অঙ্গন ভ্রমণ ॥ জিনিয়া কন্দৰ্প কোটি সৰ্ব্বাঙ্গের ৰূপ। চাদের লাগয়ে সাধ দেখিতে সে মুখ ॥ সুবলিত মস্তকে চাচর ভাল কেশ । কমল নয়ন যেন গোপা লের বেশ । আজানু লম্বিত ভুজ অরুণ অধর। সকল লক্ষণ যুক্ত বক্ষ পরিসর। সহজে অরুণ গৌর দেহ মনোহর। বিশেষে অঙ্গলি কর চরণ সুন্দর ॥ বালক স্বভাবে প্রভু যবে চলি যায়। রক্ত পড়ে হেন দেখি মায়ে ত্রাস পায়। দেখি শচী জগন্নাথ বড়ই বিস্মিত। নিদ্ধন তথাপি দোহে মহা আনন্দিত ॥ কানাকানি করে দোহে নির্জনে বসিয়া। কোন মহাপুরুষ বা জন্মিল আসিয়া । হেন বুঝি সংসার দুঃখের হৈল অন্ত। জন্মিল আমার ঘরে হেন গুণবন্ত। এমত শিশুর রীত কোথাও ন! শুনি । নিরবধি নাচে হাসে শুনি হরিধনি ৷ তাবত ক্রমদন করে প্রবোধ না মনে । বড় হরি হরিপ্পনি যাবত না শুনে ॥ উষঃকাল হইতে সকল নারীগণ । বালক বেড়িয়া সভে করেন কীৰ্ত্তন ॥ হরি বলি নারীগণ দেয় করতালি। নাচে গৌরসুন্দর বালক কুতূহলী ॥ গড়াগড়ি যায় প্রভু ধূলায় ধূষর। হাসি ऊँहैठे ख्न মীর কোলের উপর ॥ হেন অঙ্গ ভঙ্গীকরি নাচে গৌরচন্দ্র । দেখিয়া সভার হয় তুল আনন্দ হেন মতে শিশু ভাবে হরি সংকীৰ্ত্তন। করায়েন প্রভু নাহি বুঝে কোন জন ॥ নিরবধি ধায় প্রভু কি ঘর বাহিরে। পরম চঞ্চল কেহ ধরিতে ন পারে। একেশ্বর বাড়ির বাহিরে প্রভু যায় । খই কলা সন্দেশ যাহাদেখে তাহ। চায়। দেখিয় প্রভুর রূপ পরম মোহন। যে জন না চিনে সেহ দেয় ততক্ষণ । সভেই সন্দেশ কলা দেয়েন প্রভুরে। পাইয়া সন্তোষে প্রভু আইসেন ঘরে। যে সকল স্ত্রীগণেতে গায় হরি নাম । তাসভারে আনি প্রভু করেন প্রদান ॥ বাল কের বুদ্ধি দেখি হাসে সৰ্ব্বজন । হাতে তালিদিয়া হরি বোলে অনুক্ষণ। কি বিহ নে কি মধ্যান্ত্রে কি রাত্রি সন্ধ্যায়। নিরবধি বাড়ির বাহিরে প্রভু যায়। নিকটে বসয় যত বন্ধুবৰ্গ ঘরে। প্রতি দিন আপনে কৌতুকে চুরি করে । কারো ঘরে দুগ্ধ পিয়ে কারো ভাত খায়। হাড়ি ভাঙ্গে যায় ঘরে কিছুই না পায় ॥ যার ঘরে