পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত ა\)(& বলিলা আই শূন বাপ সব। বিষ্ণুর দ্রব্যের ভাগি সকল বৈষ্ণব। এতেকে যে কিছু সব দ্রব্য আছে তান । তোমরা সবের হয় শাস্ত্র পরমাণ । এতেকে তো মরা সবে আপনে মেলিয়া। যেন ইচ্ছ। তেন কর মুঞি যাঙ চলিয়৷ ৷ শুনি মাত্র ভক্তগণ প্রভুর গমন । ভূমিতে পড়িলা সভে হই অচেতন । কি হইল সে বৈষ্ণবগণের বিষাদ । কান্দিতে লাগিলা সবে করি আর্তনাদ । অন্যোন্যে সবেই সবার ধরি গলা । বিবিধ বিলাপ সবে করিতে লাগিল৷ কি দারুণ নিশি পোহাইল পোপীনাথ । বলিয়া কান্দেন সবে শিরে দিয়া হাথ না দেখিয়া সে শ্ৰীমুখ বঞ্চিব কেমনে । কিন| কাৰ্য্য এন আর পাপীষ্ঠ জীবনে আচম্বিতে কেন বা হইল বজ্রপাত । গড়াগড়ি যায় কেহো করে আত্মঘাত ॥ সম্ব রণ নহে ভক্তগণের ক্ৰন্দন ৷ হইল ক্ৰন্দনময় প্রভুর অঙ্গন। যে ভক্ত আইসে প্রভু দেখিবার তরে। সেই আসি ডুবে মহা বিরহ সাগরে ৷ কান্দে সব ভক্ত গণ ভূমিতে পড়িয়া। সন্ন্যাস করিতে প্ৰভু গেলেন চলিয়া । শ্রীচৈতন্য নিত্য নন্দ চন্দ্ৰ পহুজান। বৃন্দাবন দাস তছু পদযুগে গান ! * \ কথোক্ষণে ভক্তগণ হই কিছু শান্ত। শচীদেবী বেড়ি সব বসিলা মহান্ত । কথোক্ষণে সৰ্ব্ব নবদ্বীপে হৈল স্বনি ॥ সন্ন্যাস করিতে চলিলেন দ্বিজমণি ॥ শুনি সৰ্ব্ব লোকের লাগিল চমৎকার ধাইয়। আইসে সৰ্ব্বলোক নদীয়ার ॥ আসি সৰ্ব্বলোক দেখে প্রভুর বাড়িতে শূন্য বাড়ি সভে লাগিয়াছেন কান্দিতে ॥ তখনে সেহায় হায় করে সর্বলোক পরমনিন্দক পাষণ্ডীও পায় শোক ॥ পাপিষ্ঠ আমরা না চিনিল হেন জন অনুতাপ ভাবি সম্ভে করেন ক্ৰন্দন ॥ ভূমিতে পড়িয়া কান্দে নগরিয়াগণ । অরিনা দেখিব বাপ সেচন্দ্ৰ বদন ॥ কেহ বলে চল ঘরে দ্বীরে অগ্নি দিয়া । কানে পরি কুণ্ডল চলিব যোগী হঞা । হেন প্রভু নবদ্বীপ ছাড়িল য়ুখন। আর কেনে আছে আমাসভার জীবন ॥ কি স্ত্রী পুরুষ যেশুনিল নদীয়ায়। সভেই বিষাদ বহি ন৷ ভাবয়ে আর ৷ প্ৰভু সে জানয়ে যারে তারিব যেমতে । সৰ্ব্বজীব উদ্ধর পাইল হেনমতে ॥ নিন্দ দ্বেষ যার যার মনেতে আছিল। প্রভুর বিরহে সৰ্ব্ব জীবের খণ্ডিল ৷ সৰ্ব্বজীব নাথ গৌরচন্দ্র জয় জয় । ভাল রঙ্গে সভা উদ্ধারিলে দয়াময় শুন২ অারে ভাই প্রভুর সন্ন্যাস। যে কথা শুনিলে কৰ্ম্ম বন্ধ যায় নাশ ॥ গঙ্গার হইয়া পার শ্ৰীগেীর সুন্দর। সেই দিনে আইলেন কণ্টক নগর । যারে২ আজ্ঞা প্রভু পূৰ্ব্বে করিছিলা । তাহারাও অপে২ আসিয়া মিলিলা । শ্ৰীঅবধূতচন্দ্র গদাধর মুকুন্দ। শ্ৰীচন্দ্রশেখরাচাৰ্য্য আর ব্রহ্মানন্দ । আইলেন প্রভু যথা কেশব ভারতী। মত্তসিংহ প্রায় প্রিয় বর্গের সংহতি। অদ্ভুত দেহের জ্যোতি দেখিয়া তাহান। উঠিলেন কেশব ভারতী পুণ্যবান। দণ্ডবৎ প্রণাম করিয়া প্রভু তানে করজোড় করি স্তুতি করেন আপনে ॥ অনুগ্রহ তুমি মোরে কর মহাশয়। পতিত