পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত S) সেই ভাগ্যে ধন্য রাঢ় দেশ। রাঢ় দেশ ভূমি য়ত দেখিতে সুন্দর। চতুদিগে অশ্বথমণ্ডলী মনোহর ॥ স্বভাবে সুন্দর স্থান শোভে গাবিগণে । দেখিয়া আবিষ্ট প্রভু হৈলা সেইক্ষণে। বোল২ বোলি প্রভু আরম্ভিলা নৃত্য। চতুর্দিগে গাইতে নাগিলা সব ভূত্য । হুঙ্কার গর্জন করে বৈকুণ্ঠের রায় । জগতের লোক যত শুনি মুচ্ছ প্রায় ৷ এইমত প্রভু ধন্য করি রাঢ় দেশ। সৰ্ব্ব পথে চলিলেন করি মৃত্যাবেশ। প্রভু বলে বক্রেশ্বর আছেন যে বনে। তথায় যাইমু মুঞি থাকিব নি জনে ॥ এতেক বলিয়৷ প্রেমাবেশে চলি যায়। নিত্যানন্দ আদিসতে পাছে২ ধায় অদ্ভুত প্রভুর নৃত্য অস্তুত কীৰ্ত্তন। শুনিমাত্র ধাইয়া আইসে সৰ্ব্বজন যদ্যপিও কোন দেশে নাহিক কীৰ্ত্তন। কেহ নাহি দেখে কৃষ্ণ প্রেমের ক্ৰন্দন ॥ তথাপি প্রভুর দেখি অদ্ভুত ক্ৰন্দন। দণ্ডবৎ হইয়া পড়য়ে সৰ্ব্বজন ॥ তথিমধ্যে কেহ কেহ অত্যন্ত পামর । তারা বলে এতকেনে কাব্দেন বিস্তর। সেই সবজন এবে প্রভুর কৃপায় । সেই প্রেম সঙরিয়া কান্দি গডি যায়। সকল ভুবন এবে গায় গৌরচন্দ্র তথাপিও সব নাহি জানে ভূতবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য নামে বিমুখ যেজন । নিশ্চয় জানিহ সেই পাপীভূতগণ ॥ হেনমতে নৃত্যরসে বৈকুণ্ঠের নাথ নাচিয়া যায়েন সব ভক্তগণ সাথ ॥ দিন অবশেষে প্রভু এক ধন্য গ্রামে। রছিলেন পুণ্যবন্ত ব্রাহ্মণ আশ্রমে ॥ ভিক্ষা করি মহাপ্রভু করিলা শয়ন । চতুর্দিগে বেডিয়া শুইলা ভক্তগণ ॥ প্রহর খানেক নিশা থাকিতে ঠাকুর। সভাছাড়ি পলাইয়া গেল,কথে দুর । শেষে সভে উঠিয়া চাহেন ভক্তগণ না দেখিয়া প্রভু সবে করেন ক্ৰন্দন সৰ্ব্বগ্রাম বিচার করিয়া ভক্তগণ। প্রান্তর ভূমিতে তবে করিলা গমন ॥ নিজ প্রেম রসে বৈকুণ্ঠের অধীশ্বর। প্রাস্তরে রোদন করে করি উচ্চস্বর ৷ কৃষ্ণরে প্রভুরে কৃষ্ণ ওরে মোর বাপ । বলিয়া রেদিন করে সর্বজীব নাথ ॥ হেন সে ডাকিয়া কন্দে ন্যাসি চুড়ামণি । ক্রোশেকের পথ যায় রোদনের ধনি। কথে। দূরে থাকিয়া সকল ভক্তগণ শুনিলা প্রভুর অতি অদ্ভত ক্ৰন্দন। চলিলেন সবে ক্রদনের অনুসারে । দেখিলেন প্রভু সতে কান্দে উচ্চস্বরে ৷ প্রভুর ক্ৰন্দনে কান্দে সৰ্ব্ব ভক্তগণ। মুকুন্দ লাগিল। তবে করিতে কীৰ্ত্তন। শুনিয়া কীৰ্ত্তন প্ৰভু লাগিল| নাচিতে। আনন্দে গায়েন সভে বেডি চারিভিতে ॥ এইমত সৰ্ব্ব পথে নাচিয়া নাচিয়া। যায়েন পশ্চিম মুখে আনন্দিত হঞ ॥ ক্রোশ চারি সকলে আছেন বক্রেশ্বর। সেই স্থানে ফিরিলেন গৌরাঙ্গ সুন্দর। নাচিয়া যায়েন প্রভু পশ্চিম ভিমুখে। পূৰ্ব্ব মুখ হইলেন প্রভু নিজ মুখে ॥ পূর্ব মুখে চলিয়া যায়েন মৃত্য রসে। প্রেমানন্দে মহাপ্ৰভু অট্ট২ হাসে । বাহ প্রকাশিয়া প্রভু নিজ কুতুহলে বলিতে লাগিলা চলিলাম নীলাচলে। জগন্নাথ প্রভুর হইল আজ্ঞা মোরে। নীল। চলে তুমি ঝাট আইস সত্বরে। এতবলি চলিলেন এই পূৰ্ব্ব মুখ। ভক্ত সবা