পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 তস্যথ গু পাইলেন পরানন্দ সুখ ৷ তান ইচ্ছা তিহে। সে জানেন সব মাত্র। তান অল্প গ্রহে জানে তান রূপ পাত্র । কি ইচ্ছায় চলিলেন বক্রেশ্বর প্রতি। কেনে বা না গেল। বুঝে কাহার শকতি ॥ হেন বুঝি করি প্রভু বক্রেশ্বর ব্যাজ । ধন্য করিলেন সৰ্ব্ব রাঢ়ের সমাজ । গঙ্গা মুখ হইয়া চলিল গৌরচন্দ্র। নিরবধি দেহে নিজ প্রেমের আনন্দ ॥ ভক্তিশূন্য সৰ্ব্ব দেশ না জানে কীৰ্ত্তন। কার মুখে নাহি কৃষ্ণ নাম উচ্চারণ ৷ প্ৰভু বলে হেন দেশে আইলাম কেনে। কৃষ্ণ হেন নাম কার ন শুনি বদনে ॥ কেন হেন দেশে মুঞি করিনু পয়ান। না রাখিব দেহ মুঞি ছাডে এই প্রাণ ॥ হেনই সময়ে ধেনু রাখে শিশুগণ। তার মধ্যে সুরুতি আছিয়ে এক জন । হরিধনি করিতে লাগিল আচম্বিত। শুনিয়া হুইলা প্ৰভু অতি হরষিত । হরি বোল বাক্য প্রভু শুনি শিশুমুখে । বিচার করিতে লাগি লেন মহা সুখে ॥ দিন দুই চারি যত দেখিলাম গ্রাম কাহার মুখেতে না শুনিলু হরি নাম । আচম্বিতে শিশু মুখে শুনি হরি দ্বনি। কি হেতু ইহার সভে কহ দেখি শুনি ॥ প্রভু বলে গঙ্গা কত দূর এখা হৈতে। সভে বলিলেন এক প্রহরের পথে ॥ প্রভু বলে এমহিম কেবল গঙ্গার। অতএব এথা হরি নামের প্রচার গঙ্গার বাতাস আসিয়া লাগে এথা । অতএব শুনিলাম হরি গুণগাথ ॥ গঙ্গার মহিম ব্যাখ্যা করিতে ঠাকুর । গঙ্গা প্রতি অনুরাগ বাডিল প্রচুর। প্রভু বলে আজি আমি সৰ্ব্বথা গঙ্গায়। মজ্জন করিমু এত বলি চলি যায়৷ মত্ত সিংহ প্রায় চলিলেন গেীর সিংহ। পাছে ধাইলেন সব চরণের ভূঙ্গ ॥ গঙ্গা দরশন বেশে প্রভুর গমন। নাগালি না পায় কেহ যত ভক্তগণ ॥ সবে এক নিত্যানন্দ সিংহ করি সঙ্গে ৷ সন্ধ্যাকালে গঙ্গা তীরে আইলেন রঙ্গে ॥ নিত্যানন্দ সঙ্গে করি গঙ্গায় মজ্জন। গঙ্গহ বলি বহু করিলা স্তবন ॥ পূর্ণকরি করিলেন গঙ্গাজল পান পুনঃপুন স্তুতি করি করয়ে প্রণাম ॥ প্রেমরস স্বৰূপ তোমার দিব্য জল। শিবসে তোমার তত্ত্ব জানেন সকল ॥ সকৃত তোমার নাম করিলে শ্রবণ । তার বিষ্ণু ভক্তিহয় কিংপুন ভক্ষণ ॥ তোমার সে প্রসাদে শ্ৰীকৃষ্ণ হেন নাম। স্ফুরয়ে জীবের মুখে ইথে নাহি আন ৷ কীট পক্ষ কুকুর শৃগাল যদি হয়। তথাপি তোমার যদি নিকটে বসয় ॥ তথাপি তাহার যত ভাগ্যের উপমা । অন্যত্রের কোটশ্বর নহে তার সম ॥ পতিত তারিতে তোমার অবতার । তোমার সমান তুমি বহি নাহি আর ॥ এইমত স্তুতি করে শ্ৰীগেীরসুন্দর । শুনিয়া জাহ্লবী দেবী লজ্জিত অস্তর। যে প্রভুর পাদপদ্মে বসতি গঙ্গার। সে প্রভু করয়ে স্তুতি হেন অবতার ; যে শুনয়ে গৌরাঙ্গের গঙ্গা প্রতি স্তুতি। তার হয় শ্ৰীকৃষ্ণ চৈতন্যে রতি মতি। নিত্যানন্দ সংহতি সে নিশা সেই গ্রামে। অাছিলেন কোন পুণ্য ন্তের ভবনে ৷ তবে আর দিনে কথোক্ষণে ভক্তগণ। আসিয়া পাইল সবে