পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । >సి শিশু থাকে তাহারে কান্দায়। কেহো দেখিলেই মাত্র উঠিয়া পলায়। দৈবযে গে কেহো যদি পারে ধরিবারে । তবে তার পায়ে ধরি করে পরিহারে ৷ এবার ছাড়হ মোরে না আসিব আর । আর যবে চুরিকরো দোহাই তোমার। দেখিয়া শিশুর বুদ্ধি সভাই বিস্মিত। রুষ্ট নহে কেহো সত্তে করেন পিরিত। নিজ পুত্র হইতেও সভে স্নেহকরে। দরশন মাত্রে সর্বচিত্তবিত্ত হরে ৷ এইমত রঙ্গকরে বৈকু ণ্ঠের রায় । স্থির নহে একঠাঞি বুলয়ে সদায় ৷ এক দিন প্রভুরে দেখিয়া দুই চোরে। যুক্তি করে কার শিশু বেড়ায় নগরে ৷ প্রভুর শ্ৰীঅঙ্গে দেখে দিব্য অল স্কার। দুই চোরে হরিবার চিন্তে পরকার। বাপ২ বলি একচোরে কৈল কোলে । এতক্ষণ কোথা ছিল আরচোর বলে । বা টঘরে আইস বাপ বলে ছুই চোরে । হাসি কহে প্ৰভু চলচল যাই ঘরে। অন্তেব্যন্তে দুইচোরে কোলেকরি ধায়। লোকে বলে যার শিশু সেই লঞাষায় । অৰ্ব্ব দ২ লোক কে কাঁহারে চিনে। মহা তুষ্ট চোর অলঙ্কার দরশনে ॥ কেহো ভাবে মনে মুঞি নিমু তাড় বালা । এই মত দুই চোরে খায় মনঃকল ৷ দুই চোর চলি যায় নিজ মৰ্ম্ম স্থানে। স্কন্ধের উপরে হাসি যায় নারায়ণে ॥ এক চোর প্রভুর সন্দেশ দেয় করে। আর চোর বলে এই আই লাম ঘরে । এই মত ভাণ্ডিয়া অনেক দুর যায়। এথা যত জনসব চাহিয়া বেড়ায়। কেহে বোলে আইস আইস বিশ্বম্ভর। কেহো ডাকে নিমাঞি করিয়া উচ্চস্বর। পরম আকুল হইলেন সৰ্ব্বজন। জলবিনা যেন হয় মৎস্যের জীবন ॥ সভে সৰ্ব্ব ভাবে গেলা ক্লষ্ণের শরণ। প্রভুলঞা যায় চোর আপন ভবন। বৈষ্ণবী মায়ায় চোর পথ নাহি চিনে । জগন্নাথের ঘর আইল নিজ ঘর জ্ঞানে ॥ চোর দেখে আ৷ ইলাম নিজ জন্মস্থানে । অলঙ্কার হরিতে হইলা সাবধানে ॥ চোর বলে নাম বাপ আইলাম ঘর। প্ৰভু বোলে হয় হয় নামাও সত্বর ॥ যেখানে সকল গণে মিশ্র জগন্নাথ। বিষাদ ভাবেন সভে মাথে দিয়া হাত ॥ মায়ামুগ্ধ চোর ঠাকু রেরে সেই স্থানে। স্কন্ধেহৈতে নামাইল নিজ ঘর জ্ঞানে ॥ নাস্কিলেই মাত্র প্রভু গেলা পিতৃকোলে । মহানন্দ করি সতে হরি হরি বোলে। সভার হইল অনিৰ্ব্ব চনীয় রঙ্গ। প্রাণ আসি দেহের হইল যেন সঙ্গ ॥ আপনার ঘরানহে দেখে দুই চে.রে। কোথা আসিয়াছি কিছু চিনিতে না পারে। গণ্ডগোলে কেকাহারে অবধান করে। চারিদিগে চাহি চোর পালাইল ডরে। পরম অদ্ভূত ছুই চোর মনে গুণে । চোর বলে ভেলিকবা দিলেক কোন জনে ॥ চণ্ডী রাখিলেন আজি দুই চোর বোলে। স্বস্থহৈয়া দুইচোর কোলাকোলি করে। পরমার্থে দুই চোর মহাভাগ্যবান। নারায়ণ যার স্কন্ধে করিলা উথান। এথা সৰ্ব্বগণ শেষে করিল বিচার। কে আনিল দেখি বস্ত্র শিরে বান্ধি তার। কেহো বোলে দেখিলাম লোক ছুইফুন। শিশু রাখি কোনদিগে করিল গমন। আমি আনিয়াছি কোন জন নাছি