পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত ॥ જે তীর্ণ হইয়া দ্বাপরে। পূজা ধৰ্ম্ম শিখাইমু সকল লোকেরে: কত মোর অব তার বেদেও না জানে। সংপ্রতি আইনু মুঞি কীৰ্ত্তন কারণে ॥ কীৰ্ত্তন আরম্ভে প্ৰেম ভক্তির বিলাস। অতএব কলিযুগে আমার প্রকাশ। সর্ববেদে পুরাণে আশ্রমে মোরে চাহে। ভক্তের আশ্রমে মুঞি থাকেঁ সৰ্ব্বদায়ে । ভক্তবহি আমার দ্বিতীয় অার নাঞি । ভক্ত মোর পিতা মাতা বন্ধু পুত্র ভাই ॥ যদ্যপি স্বতন্ত্র আমি স্বতন্ত্র বিহার । তথাপিহ ভক্তবশ স্বভাব আমার । তোমরা সে জন্ম২ সংহতি আমার । তোমাসভা লাগি মোর সব অবতার। তিলাদ্ধে কো আমি তোমা সভারে ছাড়িয়া । কোথাহ না থাকি সভে সত্য জান ইহা । এই মত প্ৰভু তত্ত্ব কহে করুণায়। শুনি সব ভক্তগণ কান্দে উদ্ধ রায়। পুনঃপুন সভে দণ্ড প্রণাম করিয়া । উঠেন পড়েন কাকু করেন কান্দিয় । হেন সে আনন্দ হৈল অদ্বৈতের ঘরে। যে রস হইল পুৰ্ব্ব নদীয়া নগরে ৷ পূৰ্ণ মনোরথ হইলেন ভক্তগণ যতেক পূর্বের দুঃখ হইল খণ্ডন। প্ৰভু সে জানেন ভক্ত দুঃখ খণ্ডাইতে। হেন প্রভু দুঃখী জীব না ভজে কেমতে ॥ করুণাসাগর গৌরচন্দ্র মহাশয় । দোষ নাহি দেখে প্রভু গুণ মাত্র লয়। ক্ষণেকে ঐশ্বৰ্য্য সম্বরিয়া মহা ধীর। বাহ প্রকাশিয়া প্রভু হইলেন স্থির ॥ভক্ত সব লই প্ৰভু গঙ্গাস্নানে গেল। বহুবিধ জাহ্লবীতে ক্রীড়ন করিলা । সভার সহিতে আইলেন করি স্নান । ভুল সরে প্রদক্ষিণ করি জল দান ৷ বিষ্ণুস্থহে প্রদক্ষিণ নমস্কার করি। সভা লএঃ ভোজনে বসিলা গৌরহরি ॥ মধ্যে বসিলেন প্রভু নিত্যানন্দ সঙ্গে। চতুর্দিগে ভক্তগণ বসিলেন রঙ্গে ॥ সৰ্ব্বাঙ্গে চন্দন প্রভুর প্রসন্ন বদন। ভোজন করেন চতুর্দিগে ভক্তগণ ॥ বৃন্দাবন মধ্যে যেন গোপগণ সঙ্গে। রাম কৃষ্ণ ভোজন করেন ষেন রঙ্গে । সেই সব কথা প্ৰভু সভারে কহিয় । ভোজন করেন প্ৰভু হাসিয়া হাসিয়া । কার শক্তি আছে ইহ সব বর্ণিবারে । তাছার রূপার যেই বোলায়ে যাহারে। ভোজন করিয়া প্রভু বসিলেন মাত্র। ভক্তগণে লুট করিলেন শেষ পাত্ৰ ॥ ভব্য তব্য লোক সব হৈলা শিশুমতি । এইমত হয় বিষ্ণু ভক্তির শকতি। যে সুরুতি জনে শুনে এসব আখ্যান। তাহারে মিলয়ে গৌরচন্দ্র ভগ বান । পুন প্রভু সঙ্গে ভক্তগণ দরশন। পুনসে ঐশ্বৰ্য্য পুন নাম সংকীৰ্ত্তন । সর্ব বৈষ্ণবের প্রভু সংহতি ভোজন। ইহা যে শুনে তারে মিলে প্রেমধন ॥ খ্ৰীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাদ জান। বৃন্দাবন দাসতছু পদযুগে গান। ইতি শেষ খণ্ডে প্রথমোহ ধ্যায় ৷ ১ ৷