পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

28 蠍 চলিলেন প্রভু নীলাচল নিজ পুরে । প্রভুর অrজ্ঞায় ক্রমুকুন্দ মহাশয়। কীৰ্ত্তন করেন প্ৰভু নৌকার বিজয় । অবুধ নাবিক বলে হইল শংসয় । বুঝিলাম আজি আর প্রাণ নাছিরয়। কুলে উঠিলে সেবাঘে লইয়া পলায়। জলে পড়িলে সে বোল কুম্ভিরেই খায়। নিরন্তর এপাণিতে ডাকাইত ফিরে। পাইলেই ধন প্রাণ দুইনাশ করে। এতেকে যাবৎ উড়দেশ নাহি পাই। তাবৎ নিরব হও শুনহ গোসঞি লঙ্কোচ হইল সভে নাবিকের বোলে । প্রভু সে ভাসেন নিরবধি প্রেম জলে। ক্ষণেকে উঠিলা প্রভু করিয়া হুঙ্কার । সভারে বলেন কেনে ভয়কর কার ॥ এই না সমুখে সুদর্শন চক্রফিরে । বৈষ্ণব জনের নিরবধি বিস্ত্র হরে ৷ কিছু চিন্ত। নাহি কর কৃষ্ণ সংকীৰ্ত্তন। তোরা কিনা দেখ হের ফিরে সুদর্শন। শুনিয়া প্রভুর বাক্য সৰ্ব্ব ভক্তগণ। আনন্দে লাগিলা সত্তে করিতে কীৰ্ত্তন। ব্যপদেশে মহাপ্ৰভু কহেন সভারে । নিরবধি সুদর্শন ভক্তরক্ষা করে। যে পাপিষ্ঠ বৈষ্ণবের পক্ষ হিং সাকরে । সুদর্শন অগ্নিতে সে পাপি পুড়িমরে। বিষ্ণুচক্র সুদর্শন রক্ষক থাকিতে কারশক্তি অাছে ভক্ত জনেরে লঙ্ঘিতে ৷ এইমত ঐগেীর সুন্দর গোপ্য কথা । তান রুপাযারেসেই বুঝয়ে সৰ্ব্বথা। হেনমতে মহাপ্ৰভু সংকীৰ্ত্তন রসে। প্রবেশ হইলা প্ৰভু ঐউৎকল দেশে। উত্তরিলা গিয়া প্ৰভু ক্রপ্রয়াগ ঘাটে। নৌকাহৈতে মহাপ্রভু উঠি লেন তটে। প্রবেশ করিলা গৌরচন্দ্র উড়দেশে। ইহা ষে শুনয়ে সে ভাসয়ে প্রেম রসে । আনন্দে ঠাকুর উড়দেশে হই পার। সৰ্ব্বগণ সহিত হইলা নমস্কার। সেই স্থানে আছে তার গঙ্গাঘাট নাম। তহি গৌরচন্দ্র প্রভু করিলেন স্থান। যুধি ষ্ঠির স্থাপিত মহেশ তথি আছে। স্নান করি তারে নমস্করিলেন পাছে। উড়দেশে প্রবেশ করিলা গৌরচন্দ্র। গণসহে হইলেন পরম আনন্দ ॥ এক দেব স্থানেতে থুইয়া সভাকারে। আপনে চলিল প্রভু ভিক্ষা করিবারে। যার ঘরে গিয়া প্ৰভু হয় উপসন্ন। দর্শনেই সৰ্ব্ব চিত্ত হয়েন প্রসন্ন ॥ অাচল পাতেন মাত্র ঐগেীরসুন্দর সভেই তণ্ডল আনিদেএন সত্বর। ভক্ষ দ্রব্য উৎকৃষ্ট যে থাকে যার ঘরে। সন্তোষ হইয়া আনিদেএন প্রভুরে । জগতের অন্নপূর্ণ যে লক্ষীর নাম। সে লক্ষী মাগয়ে যার পাদপক্ষে স্থান। হেন প্রভু আপনে সকল ঘরে ঘরে । ন্যাসীৰূপে ভিক্ষ ছলে জীবধন্য করে। ভিক্ষা করি প্রভু হই হরষিত মন । আইলেন যথা বসি আছে ভক্তগণ। ভিক্ষ দ্রব্য দেখি সভে লাগিল হাসিতে। সভেই বলেন প্রভু পারিবা পোষতে। সন্তোষে জগদানন্দ করিলা রন্ধন। সভার সংহতি প্রভু করিল ভোজন ৷ সৰ্ব্বরাত্রি সেই গ্রামে করি সংকীৰ্ত্তন। উৰঃকালে মহাপ্রভু করিল। গমন । কথোদুর গেল মাত্র দানী দুরাচার। রাখি দান চাহেন না দেয় যাই বার । দেখিয়া প্রভুর তেজ পাইল বিস্ময়। জিজ্ঞাসিল কতেক তোমার লোক হয়। প্রভু বলে জগতে আমরে কেহ নহে। আমিহ কাহার নহি কহিল