পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रेफडनाडांशंदङ థ్రా নিশ্চয়ে ৷ এক আমি দুই নাহি সকল আমার । কহিতে নয়নে বহে অবিরত ধার ॥ দানী বলে গোসাঞি করহ শুভ তুমি । এসভার দান পাইলে ছাড়িদিব আমি । শুভ করিলেন প্ৰভু গোবিন্দ বলিয়া। সড়াছাডি কথো দুরে বসিলেন গিয়া । সভা পরিহরি প্রভু করিলা গমন । হরিষ বিষাদ হইলেন ভক্তগণ ॥ দেখিয়৷ প্রভুর অতি নিরপেক্ষ খেলা। অন্যোন্যে সৰ্ব্বগণে হাসিতে লাগিল৷ ৷ পাছে প্রভু সভা ছাড়ি করেন গমন । এতেক বিষাদ আসি ধরিলেক মন ॥ নিত্যানন্দ সভা প্রবে। ধেন চিন্তা নাই। আমা সভা ছাড়িয়া না যাবেন গোসাঞি দানী বলে তোম রাত সন্ন্যাসীর নহ। এতেকে যে আমারে উচিত দান দেহ । কথো দূরে প্রভু সৰ্ব্ব পার্ষদ ছাড়িয়া। হেট মাথা করি মাত্র কান্দেন বসিয়া । কাষ্ঠ পাষাণ দ্রবে শুনি সে ক্ৰন্দন। অদ্ভুত দেখিয়া দানী ভাবে মনে মন । দানীবলে এপুরুষ নর কতু নহে। মনুষ্যের নয়নে কি এত ধারা বহে ॥ সভারে জিজ্ঞাসে দানী প্রণতি করিয়া। কে তোমরা কার লোক কহত ভাঙ্গিয়া । সন্তে বললেন অই ঠাকুর সভার । শ্ৰীকৃষ্ণ চৈতন্য নাম শুনিয়াছ যার ॥ সভেইউহান ভূত্য আমরা সকল কহিতে সভার অখি বহি পড়ে জল। দেখিয়া সভার প্রেম মুগ্ধ হৈল দান৷ দানীর নয়ন দুই বহি পড়ে পানী ॥ অন্তেবাস্তে দানী গিয়া প্রভুর চরণে। দণ্ডবৎ হই বলে বিনয় বচনে । কোটি২ জন্ম যত আছিল মঙ্গল। তোমা দেখি আজি পুর্ণ হইল সকল । অপরাধ ক্ষমাকর করুণ সাগর। চল নীলাচল গিয়া দেখহ সত্বর দানী প্রতি করি প্রভু শুভদৃষ্টিপাত । হরি বলি চলিলেন সর্ববঙ্গীব নাথ সভার করিব গেীরসুন্দর উদ্ধার। বিনাপাপী বৈষ্ণবনিন্দক চুরাচfর ॥ অসুর দ্রবিল চৈতন্যের গুণ নামে। অত্যন্ত দুস্কৃতি এতে কেও নাহি মানে । হেনমতে নীলাচলে বৈকুণ্ঠের নাথ। আইসেন সভূারে করিয়া দৃষ্টিপাত । নিজ প্রেমানন্দে প্রভু পথ নাহি জানে। অহন্নিশ সুবিহ্বল প্ৰেমরস পানে । এই মতে মহা প্ৰভু চলিয়া আসিতে। কথোদিনে উত্তরিলা সুবর্ণ রেখাতে । সুবর্ণ রেখার জল পরম নিৰ্ম্মল । স্নান করিলেন প্রভু বৈষ্ণব সকল । স্নান করি স্বর্ণ রেখা নদী ধন্য করি। চলিলেন ত্ৰগোরসুন্দর নরহরি। রহিলা অনেক পাছে নিত্য নন্দ চন্দ্র । সিংহতি তাহান সবে শ্রীজগদানন্দ । কথোদুরে গৌরচন্দ্ৰ ৰসিলেন গিয়৷ নিত্যানন্দস্বৰূপের অপেক্ষা করিয়া । চৈতন্য আবেশে মত্ত নিত্যানন্দ রায় । বিহর লের প্রায় ব্যবসায়সৰ্ব্বথায় ৷ কখন হুঙ্কারকরে কখন রেদিন। ক্ষণে মহা অট্টহাস্য ক্ষণে বা গৰ্জ্জন ক্ষণে বা নদীরমাঝে এড়েন সাতার। ক্ষণে সৰ্বৰ অঙ্গেধুলা মাখেন আপার । ক্ষণে বা ষে আছাড খায়েন প্রেমরসে । চুর্ণ হয় অঙ্গ হেন সৰ্ব্বলোক বাসে। আপন! আপনি নৃত্য করেন কখন। টলমল করয়ে পৃথিবী ততক্ষণ । এ সকল কথা তানে কিছ চিত্র নয় । অবতীর্ণ অপিনে অনন্ত মহাশয় ॥