পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> め অন্তখণ্ড নিত্যানন্দ কৃপায়ে এসব শক্তি হয়। নিরবধি গৌরচন্দ্র যাহার হৃদয়। নিত্য। নন্দ স্বৰূপ খইয়া এক স্থানে। চলিলা জগদানন্দ ভিক্ষা অন্বেষণে ॥ ঠাকু রের দণ্ড अकर्शनाममा बटश् । म७ ९३ নিতানন্দ স্বৰূপেরে কহে । ঠাকুরের দণ্ডে মন দিও সাবধানে। ভিক্ষা করি আমিহ আসিব এইক্ষণে ॥ আস্তে ব্যস্তে নিত্যানন্দ দণ্ড ধরি করে। বসিলেন সেইস্থানে বিহ্বল অন্তরে। দণ্ড হাতে করি হাসে নিত্যানন্দ রায়। দণ্ডের সহিত কথা কহেন লীলায় । তাহে দণ্ড আমি যারে বহয়ে হৃদয়ে। সে তোমারে বহিবেক এত যুক্ত নহে ॥ এতবলি বলরাম পরম প্রচণ্ড পেলিলেন দণ্ডভাঙ্গি করি তিনখণ্ড ঈশ্বরের ইচ্ছা যেন ঈশ্বর সে জানে । কেন ভঙ্গিলেন দণ্ড জানিব কেমনে ॥ গেী রচন্দ্র জ্ঞাত। নিত্যানন্দের অন্তর। নিত্যানন্দেও জানেন শ্ৰীগৌর সুন্দর। যুগে২ দুই ভাই এরাম লক্ষণ দুহার অন্তর দুইজানে অমুক্ষণ এক বস্তু দুইভাগ ভক্তি বুঝাইতে। গৌরচন্দ্র জানি সবে নিত্যানন্দ হৈতে । বলরাম বিনা অন্য চৈতন্যের দণ্ড। ভাঙ্গিবারে পারে হেন কে আছে প্রচণ্ড । সকল বুঝায় ছলে ঐগৌরসুন্দরে। ষে জানয়ে মৰ্ম্ম সেই জন সুখে তরে। দণ্ড ভাঙ্গি নি ত্যানন্দ আছেন বসিয়া । ক্ষণেকে জগদানন্দ মিলিল আসিয় ॥ ভগ্ন দণ্ডে দেখি মহা হইল। বিম্মিত । অন্তরে জগদানন্দ হইলা চিন্তিত ॥ বার্তা জিজ্ঞাসেন দণ্ড ভাঙ্গিলেক কে । নিত্যনিন্দ বলেদণ্ড ধরিলেক যে ॥ আপনার দণ্ড প্ৰভু ভাঙ্গিল আপনে । তারদণ্ড ভাঙ্গিতে কি পারে অন্য জনে শুনি বিs অার না করিলা প্রত্যুত্তর । ভাঙ্গ দণ্ড লইমাত্র চলিলা সত্বর 1 বসিয়া আছেন যথ ঐগেীর সুন্দর। ভাঙ্গাদণ্ড পেলিদিল প্রভুর গোচর। প্রভু বলে কহ দণ্ড ভাঙ্গিল কেমনে। পথে নাকি কন্দল করিলা কার সনে ॥ কহিলা জগদানন্দ পণ্ডিত সকল ভাঙ্গিলেক নিত্যানন্দ দণ্ড স্কবিহবল ৷ নিত্যনন্দ প্রতি প্রভু জিজ্ঞাসে আপনি কিলাগি ভাঙ্গিলা দণ্ড কহ দেখি শুনি ॥ নিত্যানন্দ বলে ভাঙ্গিয়াছি বাসখান । না পার ক্ষমিতে করে যে শাস্তি প্রমাণ ॥ প্রভু বলে যহি সৰ্ব্বদেব অধিষ্ঠান। সে তোমার মতে কিহইল বাস খান। কে বুঝিতে পারে গৌরসুন্দরের লীলা । মনে করে এক মুখে পাতে আরখেলা ৷ এতেকে যে বুঝি বলে কৃষ্ণের হৃদয় । সেই সে সুবোধ ইহা জানিহ নিশ্চয় ॥ মারিবেন যারেহেন আছয়ে অন্তরে । তাহারেও দেখি বেন মহা প্রীতকৱে ॥ প্রাণসম অধিকযেসব ভক্তগণ। তাহারেও দেখিযেন দিরপেক্ষ মন ॥ এইমত অচিন্তা অগম্য লীলা মাত্র। তান অনুগ্রহে বুঝে তান রুপাপাত্র। দণ্ড ভাঙ্গিলেন আপনেই ইচ্ছা করি। ক্রোধে নাগিলেন ব্যঞ্জিবারে গৌরহরি ॥ প্রভুবলে সবে দণ্ড মাত্ৰছিল সঙ্গ । তাহ আজি কুষ্ণের প্রসাদে হৈলভঙ্গ। এতেক আমার সঙ্গেকার সঙ্গনাই। তোমার বা আগেঙ্গল কিবা অামি যাই । দ্বিরুক্তি